‘’ টেকটিউন্সের প্রযুক্তি প্রেমিদের বিশাল জ্ঞান সমুদ্রে একটুকরা চ্যালা কাঠ ভাসালাম জানি না এতে কারও উপকার হবে কিনা’’ ফটোশপের মাধ্যমে আপনি ছবিতে হাজারও সুন্দর সুন্দর Effect দিতে পারেন । আমি আজ আপনাদের ছবিতে বৃষ্টির পানির মত ইফেক্ট কি ভাবে দিতে হয় তা শেয়ার করবো ।আশা করি আপনারও তা করতে পারবেন খুব সহজে।
১। প্রথমে ফাইল থেকে ছবিটি ওপেন করতে হবে।
২। একটি নতুন লেয়ার নিতে হবে ( লেয়ার ১ নামে )
৩। foreground color-black সিলেক্ট করতে হবে।
৪। ব্রাশ টুল সিলেক্ট করতে হবে [ ব্রাশ সাইজ–Hard Round 19 pixel , Mode-Normal ,Opacity-100% ]
রাখতে হবে।
৫। লেয়ার ১ নামের লেয়ারটিতে black drop আঁকতে হবে।
৬। এবার লেয়ারটিতে ডাবল click করে বা
Lear Style > Layer Effect ( Layer Style window will come)
৭। Define opacity-3% . of Advance Bleeding Part
৮। আবার Layer > Layer Style > Drop Shadow . A window will come
৯। Difine Blend Mode – Multiple , Opacity-100% , Distance – 1px , Size- 1px [structure]
Contour – Gaussian curve [ quality]
১০। এবার Select inner shadow – [ Blend Mode- Color Burn , Opacity – 43% , Size -10px]
১১। এবার Select inner Glow - [ Blend Mode- Overlay, Opacity – 30% , Color – Black ]
১২। এবার Select Bevel & Emboss –
[Structure] Technique – Chisel hard , Depth – 250% , Size – 15px . Soften – 10px
[Shedding] Angel – 90 , Altitude – 30 , Highlgit mode – Screen , Opicity – 100%
Shadow Mode – Color Dodge , Color – white, Opacity – 37% রাখতে হবে।
১৩। সবশেষে click on New Style button . Defind Name – Raindrop দেয়ার পর OK করুন এবং দেখুন আপনার ছবিতে বৃষ্টির পানির মত ইফেক্ট সৃষ্টি হয়েছে ।
উপরোক্ত পদ্ধতি অনুসরন করে আপনি বিভিন্ন ছবিতে বিভিন্ন সাইজের এবং স্টাইলের ইফেক্ট দিতে পারেন ।
বিদ্রঃ একজন অজ্ঞ নব টিউনারের এই টিউনটিতে যদি কোন প্রকপর ভূল থাকে তবে তা বিজ্ঞ জনদের মত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে আপনাদের নিকট মর্জি হয়।
গাঁও গ্রামে জন্ম আমার
মাটির ঢেলায় খেলা
কাঁচা হাতে লিখি কিছু
কর না ভাই হেলা।
...............
ধন্যবাদ
আমি রিয়াজুল ইসলাম প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
'''I've had a growing frustration, particularly when I would go out & book tours & interviews.I got frustrated with people asking me,''How do you know what tha future is going to be like?'''And I'd always say,'''I don't''''''
প্রত্বেক অংশের স্ক্রিন শর্ট দিলে সকলের বুঝেতে সুবিধা হত। সময় পেলে আপডেট করে দিয়েন।
ধন্যবাদ।