আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকের এই টিউন টি অনেক সংক্ষিপ্ত হতে যাচ্ছে; কিন্তু আজকের এই টিউনটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হতে পারে।
আমরা ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে নিবন্ধন করার সময় তাদেরকে আমাদের ইমেইল এড্রেস দিয়ে থাকি। কিন্তু সমস্যাটি হয় তখনই, যখন প্রতিদিন সেই ওয়েবসাইট থেকে আমাদের কাছে মেইল আসে। প্রতিদিন আমাদের কাছে এভাবে করে মেইল চলে আসলে আমাদের মধ্যে একটি বিরক্তিকর ভাব চলে আসে। আর তখন আমরা চাই, যেন সেই ওয়েবসাইট থেকে আমাদের কাছে প্রতিদিন এভাবে করে যেন মেইল না আসে। আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাতে চলেছি। চলুন তবে আজকের টিউনটি শুরু করা যাক।
কোন একটি ওয়েবসাইটে বা কোন একটি সার্ভিসে আমাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাবস্ক্রাইব করার পর তারা প্রতিদিন আমাদের কাছে তাদের সেবার একটি করে আপডেট পাঠায়। প্রতিদিন এভাবে করে আপডেট আসার ফলে আমাদের জিমেইল একাউন্টে অনেক পরিমানে মেইল জমা পড়ে যায়। পরবর্তীতে আমাদেরকে সেসবের মধ্য থেকে প্রয়োজনীয় মেইল গুলো রেখে বাকিগুলো ডিলিট করতে হয়। এভাবে করে একের পর এক মেইল ডিলিট করা আমাদের জন্য সত্যিই অনেক বিরক্তিকর। এটি কিভাবে বন্ধ করবেন তা নিচে পর্যায়ক্রমে দেওয়া হল।
১. এজন্য প্রথমে আপনাকে সেই ই-মেইলে যেতে হবে। আপনার কাছে আসা সেসব মেইল এর মধ্য থেকে যে কোন একটি মেইলে আপনি এবার প্রবেশ করুন। এবার সেই ইমেইল ওপেন করার পর উপরে একটি থ্রি ডট আইকন পেয়ে যাবেন, এবার আপনি এখানে ক্লিক করবেন।
২. এর পরবর্তীতে আপনি এখানে দেখতে পাবেন Unsubscribe নামে একটি লেখা; এবার আপনি এখান টাতে ক্লিক করবেন। আপনি যখন সেই ইমেইলে ঢুকে এখান থেকে Unsubscribe করে দিবেন, তখন পরবর্তীতে আর সেই ওয়েবসাইট থেকে বা সেই কোম্পানি থেকে আপনার কাছে আর কোন ইমেইল আসবেনা।
এজন্য আপনার তাদের ইমেইল এর মধ্য থেকে যে কোন একটি ইমেইল থেকে Unsubscribe করেই কাজ শেষ। পরবর্তীতে আর আপনাকে সেই কোম্পানি থেকে বা সেই ওয়েবসাইটের কোন প্রমোশনাল এসএমএস আপনাকে আর দেওয়া হবে না এবং আপনিও আর বিরক্তির শিকার হবেন না। এছাড়া আপনি তাদের প্রমোশনাল বা তাদের সার্ভিসের ইমেইল গুলো একেবারে Unsubscribe না করে, কিছু সময়ের জন্য Mute করে রাখতে পারেন।
৩. এটি করার জন্য আপনি Unsubscribe এর নিচের অপশনটিতে দেখতে পাবেন Mute করার অপশন। যেখানে ক্লিক করার মাধ্যমে আপনি সাময়িক সময়ের জন্য সেই ওয়েবসাইট থেকে ইমেইল আসা বন্ধ করতে পারেন।
বন্ধুরা এই ছিল বিরক্তিকর ইমেইল আসা বন্ধ করা নিয়ে আজকের ছোট্ট একটি টিউন। আশা করছি আজকের এই টিউনটি আপনাদের অনেক বিরক্তির হাত থেকে রক্ষা করবে। যদি আপনার কাছে আজকের টিউনটি সাহায্যকারী মনে হয়ে থাকে তবে টিউনটিতে একটি জোসস করবেন। আসসালামু আলাইকুম।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)