ফেসবুকে কোন অপরিচিত ব্যক্তি আপনাকে আর ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবে না, যে সেটিং টি চালু করা থাকলে

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক অনেক বেশি জনপ্রিয়। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা দিনের বেশিরভাগ সময় ফেসবুকে সময় কাটিয়ে থাকি। সেজন্য আমার আজকের এই টিউনটি ফেসবুক সম্পর্কিত একটি বিষয় নিয়েই।

সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত ফেসবুকে একে অপরের সঙ্গে কথা বলার জন্য দরকার বন্ধুত্ব। আর এজন্য ফেসবুকে রয়েছে একে অন্যের সঙ্গে বন্ধুত্ব করার অপশন। আর এটির জন্যই আমরা মূলত একে অন্যকে Friend request পাঠিয়ে থাকি। আমরা ইচ্ছা করলেই যে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি এবং সেই ব্যক্তি যদি আমাদের Friend request টি Accept করে, তবে আমাদের সঙ্গে তার বন্ধুত্ব হয়। আর তখন থেকেই আমরা যেকোন কিছু ফেসবুকে শেয়ার করলে তারা দিতে পারেন এবং আমরাও তাদের কে প্রাইভেট মেসেজ করতে পারি।

আপনি যখন ফেসবুক ব্রাউজ করেন তখন অনেক মানুষের প্রোফাইল আপনার সামনে চলে আসে। এদের মধ্যে থেকে আপনার যার সঙ্গে বন্ধুত্ব করার প্রয়োজন পড়ে, তাকে আপনি Friend request পাঠান। এক্ষেত্রে আপনি যাদেরকে Friend request পাঠাচ্ছেন, তারা হয়তো বা আপনার অনেক পরিচিত। কিন্তু আপনাকে যারা Friend request পাঠাচ্ছে, তারা আপনার পরিচিত নাও হতে পারে। এক্ষেত্রে আপনি অবশ্যই তখন সেই ব্যক্তির রিকোয়েস্ট গ্রহণ করবেন না।

কিন্তু এমন যদি হয় যে, আপনার কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন খুঁজেই পাবেনা; তাহলে ব্যাপারটি কেমন হয়? নিশ্চয়ই বিষয়টি অনেক ইন্টারেস্টিং হবে। বন্ধুরা, আজকের এই টিউনে আমি আপনাদেরকে তেমনই একটি সেটিং দেখাতে চলেছি। ফেসবুক অ্যাপ এর ভেতরে কিংবা ফেইসবুকের ওয়েবসাইটে যদি আপনি এই সেটিং টি চালু করে রাখেন, তবে কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। চলুন তবে, কথা না বাড়িয়ে এবার মূল আলোচনায় চলে যাওয়া যাক। ‌‌‌‌‌

যেভাবে অপরিচিত ব্যক্তির কাছ থেকে আসা ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো আটকাবেন

আপনার ফেসবুক প্রোফাইলের লিংক যদি বিভিন্ন জায়গা থেকে থাকে, তবে এক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসার সম্ভাবনা থাকতে পারে। এক্ষেত্রে ধরুন, আপনার ফেসবুক প্রোফাইলের লিংক কোন একটি ওয়েবসাইট রয়েছে। এবার সে জায়গা থেকে অনেকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে। কিন্তু যদি আপনাকে বেশি পরিমাণে Friend request পাঠানো হয়, তবে এমনিতেই আপনার একটি বিরক্তিকর ভাব চলে আসবে। আর এজন্য আপনি চাইবেন, কোন অপরিচিত ব্যক্তি যেন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে না পারে।

আপনি যদি ছোট্ট একটি ট্রিক্স কাজে লাগান, তবে আপনি এই সমস্যাটির সমাধান করতে পারবেন। চলুন তবে সেটিই দেখে নেয়া যাক।

১. এজন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ফেসবুক অফিশিয়াল অ্যাপ্লিকেশন টিতে। এবার আপনাকে এখান থেকে উপরের মেন্যু বারে ক্লিক করতে হবে; যেমন টি আপনি নিচের চিত্রে দেখতে পাচ্ছেন।

Facebook menu bar

২. তারপর এখান থেকে আপনাকে চলে যেতে হবে নিচের Setting & Privacy অপশনটিতে। এখানে ক্লিক করার পর আপনি একটু উপরে পেয়ে যাবেন Privacy Shortcuts নামের একটি অপশন; আপনি এখানে ক্লিক করবেন।

৩. এর পরবর্তীতে আপনাকে নিচের মত একটি পৃষ্ঠাতে নিয়ে আসবে। এবার আপনি এখানে প্রথমেই পেয়ে যাবেন "See more privacy setting" নামে একটি লেখা; আপনি এবার এই লেখার উপর ক্লিক করবেন।

৪. এর পরবর্তীতে আপনাকে নিচের চিত্রের মত একটি পৃষ্ঠাতে নিয়ে আসবে। এবার আপনি এখান থেকে একটু নিচে চলে আসলে "How People Find and Contact You"নামের ক্যাটাগরি পেয়ে যাবেন এবং তার নিচে একটি সাব ক্যাটাগরি পেয়ে যাবেন। যেখানে আপনি "Who can send you friend request" নামের অপশনটিতে ক্লিক করবেন। যেখানে আমি এটিকে নিচের চিত্রে মার্ক করে দেখিয়ে দিয়েছি।

৬. এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি Everyone করে দেওয়া রয়েছে। অর্থাৎ, আমাকে বর্তমানে যে কেউ চাইলে Friend request পাঠাতে পারবে। ঠিক এরকম ভাবে আপনার ফেসবুক একাউন্টে ও যদি দেওয়া থাকে, তবে আপনাকেও যে কেউ ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবে।

৭. এবার আপনি যদি চান আপনাকে কোনো অপরিচিত ব্যক্তি Friend request পাঠাতে পারবে না, তবে এখান থেকে নিচের Friends of friends অপশনটিতে ক্লিক করে দিবেন। আর তাহলেই শুধুমাত্র আপনার বন্ধুদের বন্ধুরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে।

Who can send you friend request

এক্ষেত্রে যদি অন্য কোথাও আপনার ফেসবুক প্রোফাইল এর লিঙ্ক থেকে থাকে, তবে সেখান থেকে শুধুমাত্র তারা আপনার পোস্টগুলো দেখতে পাবে। তবে এক্ষেত্রে ও যদি আপনি পোস্টগুলো পাবলিক না করে থাকেন, তবে এক্ষেত্রে তারা সেগুলো দেখতে পাবে না। আপনি যদি এই সেটিং থেকে শুধুমাত্র Friends of friends করে রাখেন, তবে আপনার বন্ধুদের বন্ধুরা শুধুমাত্র আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আর আপনার বন্ধুদের বন্ধুরা অবশ্যই আপনার পরিচিতরাই হবে। আর এজন্য কোন অপরিচিত ব্যক্তি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কোন সুযোগই পাবে না।

যদি আপনার ফেসবুক প্রোফাইলের লিংক অন্য কোথাও থেকে থাকে; অর্থাৎ, আপনি যদি বিভিন্ন জায়গায় আপনার ফেসবুক প্রোফাইল লিংক দিয়ে রাখেন, তবে তারা সেখান থেকে শুধুমাত্র আপনার প্রোফাইল ভিজিট করতে পারবে এবং আপনাকে প্রাইভেট মেসেজ করতে পারবে। এক্ষেত্রে আপনাকে তারা কোনোভাবেই Friend request পাঠাতে পারবে না বা আপনাকে Friend request পাঠানোর অপশনটি খুঁজে পাবেনা।

শেষ কথা

সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত ফেসবুকে আমাদের বিচরণ করার জন্য অবশ্যই বন্ধুর প্রয়োজন রয়েছে। তবে অনেক সময় যেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর বিষয়টি আমাদের কাছে অনেক বিরক্তিকর মনে হতে পারে। কেননা, অল্প কিছুদিনের মধ্যেই ফেসবুকে আমাদের পরিচিতজনদের সাথে বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আমাদের কাছে অনেক ভিন্ন ভিন্ন জায়গা থেকে বা অপরিচিত জনের কাছ থেকে বন্ধুত্বের রিকোয়েস্ট আসতে পারে। তবে আমরা যদি আমাদের পরিচিতজনদের সঙ্গে বন্ধুত্ব করে এটি বন্ধ করে রাখি, তবে আমাদের পরবর্তীতে বন্ধুত্বের রিকোয়েস্ট নিয়ে ঝামেলা পোহাতে হবে না।

বন্ধুরা, এই ছিল ফেসবুকের বন্ধুত্বের অনুরোধ পাঠানো নিয়ে আজকের টিউন। আশা করছি, অবশ্যই টিউনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আপনার কাছে টিউনটি সত্যিই ভালো লেগেই থাকে, তবে অবশ্যই টিউনটিতে একটি জোসস করে আমাকে অনুপ্রেরণা দিতে ভুলবেন না। সেইসঙ্গে আপনি আমার টিউনে নতুন হয়ে থাকলে, আমাকে ফলো করে টেকটিউনসের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস