কভার পেজ তৈরি করুন কোনও গ্রাফিক্স সফটওয়্যার ছাড়াই অফিস ২০০৭ দিয়ে ।

প্রথমে insert এ coverpage এ ক্লিক করলে বিভিন্ন ধরনের কভার পেজ আসবে । যেটি পছন্দ তা সিলেক্ট করুন তারপর সুবিধামত edite করুন । ইমেজ পরিবর্তন করার জন্য ইমেজ সিলেক্ট করে শর্টকাট বারের উপরে picture tools নির্বাচন করলে picture সম্বন্ধে সব editing আসবে । তারপর change picture ক্লিক করে pictureপরিবর্তন করতে পারবেন । এছারাও আপনি picture tool এর মাধ্যমে বিভিন্ন স্টাইল ইফেক্ট সহ যাবতীয় অনেক কিছু করতে পারবেন ।

Level 0

আমি zahidhasanratan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a student of BSC computer science,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হা হা হা হা হা হা……।। বহুত মোজা পাইলাম এতো বড় একটা টিউন পড়ে ।

    অনেক অনেক ধন্যবাদ ।

    Level 0

    দুঃখিত খেয়াল করি নাই যে একটা বানান ভুল হইছে ।

    Level 0

    ভাই কারো টিউন নিয়ে টিটকারি করা কিন্তু ঠিক নয়।বড় হোক আর ছোট হোক টিউন টিউনই।

    Level 0

    আপনি নিশ্চয়ই এই টিউন এর জন্য বাহবা দাবি করেন না,করেন কি ? আপনি বললেন তাড়াহুড়া করে টিউন করেছেন । আমাকে বলবেন কি কে আপনাকে এমন তাড়াহুড়া করে টিউন করতে বলেছে । আপনি তো টিউন করেছেন যাতে কারো কাজে লাগে,কিন্তু এই টিউন কারো কাজে লেগেছে কিনা আমার সন্দেহ আছে । শুধু লিখলেই টিউন হয় না , এমন ভাবে টিউন করবেন যাতে সবাই বুঝতে পারে । ভাল টিউন করলে আমারা কেউই বাহবা দিতে কার্পণ্য করব না । সময় নিয়ে ভাল করে টিউন করেন , যাতে কেউ উপকৃত হয় । ভবিষ্যতে এমন তাড়াহুড়া করে টিউন করবেন না আশা করি ।

      @Repon13: আপনি একদম ঠিক কথাই বলেছেন। তবে এটাও ঠিক কেউ যদি টিউন করতে গিয়ে ভুল করে তাহলে তাকে ঠিক করে বোঝানো দরকার। উৎসাহ দেয়া উচিত। টিউন ঠিক মত করতে পারবোনা বলে এখানে আমার কোন টিউন নাই, শুধুই সাহায্য চেয়ে…. টুকটাক টিউন। 🙂

কোন সমস্যা নাই আমি বুঝতে পেরেছি ।

Level 0

হা হা হা হা হা হা……।। বহুত মোজা পাইলাম এতো বড় একটা টিউন পড়ে । 😀

Level 0

ওরে মজারে………..

try korlam. kintu insert a jeye cover page option to pelam na..

    অফিস ২০০৭ এ দেখুন । insert গেলে উপরে বাম পাশে কভার পেজ দেখা যাবে । ধন্যবাদ ।

এত মোজা কই যে রাখি ! ওয়াড্রব ভর্তি হয়ে গেচে 🙁

পাটঊন করটে গেলুম । যাক্কুম 🙂

ভাইয়া আপনি একটু কষ্ট করে screen shot সহ টিউন করেন।তাতে টিউন অনেক ভালো দেখবে।সামনে টিউন নিয়ে আবার হাজির হবেন এই আশা করি।

ভাল থাকবেন।

    আমি একই তাড়াহুড়া করে তিনটি টিউন করেছি তো তাই স্ক্রিন শর্ট দিতে পারিনি । পরবর্তীতে দিব । ধন্যবাদ ।