বন্ধুরা সবাই কেমন আছেন? বরাবরের মতো আজও হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।
বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার রবি এবং এয়ারটেল সিমে প্রমোশনাল মেসেজ গুলো বন্ধ করবেন। প্রতিদিন মোবাইল ব্যবহার করার সময় সবচাইতে বিরক্তিকর যে বিষয়টি তা হল সিম কোম্পানিগুলোর অতিরিক্ত মেসেজ। অপারেটরগুলো তাদের ব্যবসার জন্য প্রতিদিনই অসংখ্য মেসেজ দিয়ে থাকে। যেগুলো কিন্তু সবই আমাদের দরকার পড়ে না। এসব অফার গুলোর মধ্যে মাত্র ২ থেকে ১ টি আমাদের প্রয়োজনীয় হয়। আর বাকি সবগুলোই হয় আমাদের জন্য বিরক্তিকর। বাংলাদেশের সব অপারেটরগুলোর মধ্যে সবচাইতে বেশি মেসেজ দিয়ে থাকে কিন্তু রবি এবং এয়ারটেল থেকে।
এই বিরক্তিকর ম্যাসেজের জন্যে কখনোবা আমাদের প্রয়োজনীয় ম্যাসেজ গুলোই নিচে পড়ে যায়। ফলে আমাদের প্রয়োজনীয় মেসেজকে এক এক করে খুঁজতে হয়। তবে এমন যদি করা যেত যে সিম কোম্পানিদের দেওয়া প্রমোশনাল মেসেজগুলো আমাদের কাছে আর আসবে না, তাহলে বিষয়টি কেমন হবে? নিশ্চয়ই বিষয়টি অনেক ইন্টারেস্টিং হবে। তাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি, কিভাবে আপনি রবি এবং এয়ারটেল সিমের প্রমোশনাল মেসেজ আসা বন্ধ করবেন। আজকের এই টিউনে দেখানো পদ্ধতিটি শুধুমাত্র রবি এয়ারটেল সিমের জন্য। তবে মনোযোগ দিয়ে পড়তে থাকুন সম্পূর্ণ টিউনটি।
মোবাইলে আসা প্রমোশনাল মেসেজ গুলো বন্ধ করার জন্য আমি বেছে নিচ্ছি এয়ারটেল সিমকে। আজকের এই টিউনে দেখানো পদ্ধতিতে আপনি স্মার্টফোন এবং বাটন ফোন উভয়তেই মেসেজ আসা বন্ধ করতে পারবেন।
১. এজন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যেতে হবে। ডায়াল প্যাড এ গিয়ে আপনাকে ডায়াল করতে হবে *৭#। রবি এবং এয়ারটেল এর ক্ষেত্রে একই কোড।
২. কোডটি লিখে আপনার রবি অথবা এয়ারটেল সিম এ ডায়াল করার পর নিচের মত দেখতে পাবেন। এখানে সর্ব মোট তিনটি অপশন রয়েছে। প্রমোশনাল মেসেজ এর স্ট্যাটাস চেক করা, প্রমোশনাল মেসেজগুলো বন্ধ করা এবং পুনরায় চালু করার। যেগুলো হলোঃ
1. Check your promotional SMS status
2. Stop receiving promotional SMS
3. Started receiving promotional SMS
আমি যেহেতু প্রমোশনাল মেসেজ এর স্টাটাস চেক করব না, সেজন্য আমরা এখান থেকে সরাসরি প্রমোশনাল মেসেজ গুলো বন্ধ করে দিবো।
৩. প্রমোশনাল মেসেজগুলো আসা বন্ধ করার জন্য এখানেই 2 তুলে Send করতে হবে। এখানে 2 তুলে সেন্ড করার পর প্রমোশনাল মেসেজগুলো আসা বন্ধ হবে। এরপর থেকে আপনার কাছে আর কোন ধরনের বিরক্তিকর প্রমোশনাল ম্যাসেজ গুলো আসবে না।
তবে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভবিষ্যতে আমার তো এ ধরনের মেসেজের দরকার হতে পারে। অথবা আপনার এটাও মনে হতে পারে যে, ভবিষ্যতে বা পরবর্তীতে আপনার প্রমোশনাল মেসেজগুলোর দরকার। অর্থাৎ আপনি যদি চান যে পরবর্তীতে আবার সেই প্রমোশনাল মেসেজ গুলো দেখবেন, আপনি চাইলে এটিও করতে পারেন।
৪. এজন্য *৭# তুলে সেন্ড করার পরে এই উইন্ডোতে এসে, নিচের 'Started receiving promotional SMS' অপশনের 3 তুলে Send করবেন। তাহলে আবার পূর্বের মত আপনার ফোনে প্রমোশনাল মেসেজগুলো আসতে থাকবে। তবে আপনার যদি দরকার না হয় তবে আপনি এসব প্রমোশনাল মেসেজগুলো বন্ধ করে রাখতে পারেন।
প্রমোশনাল মেসেজ গুলো বন্ধ করার মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মেসেজ খোঁজার হাত থেকে অনেকাংশে বেঁচে যাবেন। আপনি আপনার প্রয়োজন অনুসারে এই প্রমোশনাল মেসেজ এর সেটিং টি চালু কিংবা বন্ধ করে রাখতে পারেন। তবে বন্ধুরা এই ছিল আজকের টিউন। টিউনটি থেকে যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তবে টিউনটিতে একটি জোসস করবেন। টিউন সম্পর্কিত অথবা আপনার মতামত জানাতে টিউনমেন্ট করতে ভুলবেন না। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউনে আরো নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)
সমস্যা হলো ❝সব ধরনের প্রমোশনাল মেসেজ❞ বন্ধ হয় না।
আসতেই থাকে।
আমি নিজেই এইটা ব্যবহার করেছি।