বন্ধুরা আশাকরি সকলেই আল্লাহর রহমতে ভাল আছেন। আপনারা যারা রবি এবং এয়ারটেল সিমে ইন্টারনেট কিনে ব্যবহার করেন, আজকের টিউনটি তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনার ফোনে একাধিক ইন্টারনেট প্যাক থাকলে, কিভাবে একটি প্যাক বন্ধ করে অন্য একটি প্যাক দিয়ে ইন্টারনেট চালাবেন।
আপনারা অনেক সময় আপনাদের সিমে একাধিক ইন্টারনেট প্যাক কিনে থাকেন। তবে বিপত্তিটা তখনই বাঁধে, যখন আপনারা ভিন্ন ভিন্ন মেয়াদের মেগাবাইট বা প্যাক কিনে থাকেন। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনি যখন দুইটি ইন্টারনেট প্যাক কিনবেন, তখন ৩ দিন মেয়াদের এমবি কাটা বাদ দিয়ে ৭ দিন মেয়াদের প্যাকের এমবি কাটা শুরু করেছে। এক্ষেত্রে তখন আপনার মন খারাপ হওয়ারই কথা। কেননা আপনার দরকার ৩ দিন মেয়াদের ইন্টারনেট প্যাক আগে শেষ দেওয়া। আজ থেকে আপনাকে আর এ সমস্যা পোহাতে হবে না।
আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার রবি এবং এয়ারটেল সিমের ইন্টারনেট প্যাক গুলো একটি বন্ধ রেখে অন্যটি দিয়ে ইন্টারনেট চালাবেন। এছাড়া এ কৌশলটি কাজে লাগিয়ে আপনি আপনার ইন্টারনেট অপচয় হওয়ার হাত থেকেও বাঁচাতে পারবেন। সেটি কিভাবে তা টিউনের শেষ অংশে আলোচনা করা হয়েছে। তবে চলুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক এটা কিভাবে করবেন?
১. এজন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাডে যেতে হবে এবং এখানে এসে আপনাকে *8444# ডায়াল করতে হবে। রবি এবং এয়ারটেল সিমে একই কোড। এই কোডটি দিয়েই দুটি অপারেটরের সিমে ডায়াল করতে পারবেন। কোড ডায়াল করার পর আপনি এখানে দ্বিতীয় নাম্বারে দেখতে পাবেন 2. Manage exciting plan(s) নামে। আপনি এবার 2 তুলে send করুন।
২. এবার আপনার সিমের যতগুলো প্যাক কেনা রয়েছে সেগুলো সমস্ত এখানে দেখাবে। আপনি বর্তমানে যে প্যাকটি বন্ধ রাখতে চাচ্ছেন, সে প্যাকটির সিরিয়াল নাম্বারের সংখ্যাটি তুলে এখানে send করুন। আমার এখানে মাত্র একটি ইন্টারনেট প্যাক কেনা রয়েছে। আপনার এখানে একাধিক প্যাক থাকতে পারে। এবার আমি যদি এই প্যাকটি বন্ধ করতে চাই, তবে আমাকে সেই প্যাকটির সিরিয়াল নাম্বার তুলে send করতে হবে। আমি এখানে 1 তুলে send করলাম।
৩. এবার আপনি নিচের মতো দেখতে পাবেন। এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন Temporary stop plan নামে একটি লেখা, যেটি 1 নাম্বার সিরিয়ালে রয়েছে। এবার আপনি যদি এই প্যাকটি বন্ধ করতে চান তবে, আপনি 1 তুলে send বাটনে ক্লিক করুন।
আর আপনি যদি Review Another এর সিরিয়াল নাম্বার অর্থাৎ 2 তুলে send করেন, তবে আপনাকে back এ নিয়ে যাবে।
৪. এবার আপনাকে প্রথম ইমেজটির মতো একটি পেজ প্রদর্শিত হবে এবং আপনার সেই প্যাকটি সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। এবার আপনার মোবাইলের অন্যসব প্যাক কেনা থাকলে সেটি দ্বারা ইন্টারনেট চলবে এবং এটি বন্ধ থাকবে।
এবার আপনি যদি এই প্যাকটি পরবর্তীতে আবার চালু করতে চান, তবে আপনি একইভাবে *8444# ডায়াল করে এ মেন্যুতে এসে দেখতে পাবেন Activate plan। এবার আপনি এখানকার Activate plan এর সিরিয়াল নাম্বার 1 তুলে send করবেন। তাহলেই এ প্যাকটি আবার চালু হয়ে যাবে। আপনি এখানে পিছনে যাবার জন্য Review Another এর সিরিয়াল নাম্বার তুলে সেন্ড করবেন।
উপরের দেখানো পদ্ধতিতে আপনি আপনার ইচ্ছামতো যেকোনো প্যাক চালু বা বন্ধ করে রাখতে পারবেন। এ কৌশলটি কাজে লাগিয়ে আপনার ফোনের সমস্ত ইন্টারনেট প্যাকগুলোকে বন্ধ করে রাখতে পারবেন। এতে করে কেউ যদি আপনার ফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য নেয় তবেও সে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না।
বন্ধুরা এই ছিল রবি এবং এয়ারটেল সিমে ইন্টারনেট প্যাক সাময়িকভাে বন্ধ করার ছোট্ট একটি টিউন। টিউনটি আপনার কাছে ভালো লাগলে জোসস করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আগামীতে আরো নতুন কিছু নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)