বন্ধুরা সবাই আশাকরি ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ডোমেইন নেম সম্পর্কে আপনারা সকলেই পরিচিত। কিন্তু আপনার অনেক সময় লক্ষ্য করবেন যে অনেক ওয়েবসাইটের অ্যাড্রেস এর শেষে.com, .net, .org ইত্যাদি থাকে। আজকে আমি আলোচনা করবো ডোমেইন নেম কি? এবং এটি কোন ধরনের ওয়েবসাইটে কোনটি ব্যবহৃত হয়ে থাকে।
বর্তমানে ইন্টারনেটের এ যুগে সবচাইতে অল্প সময়ে এবং স্বল্প খরচে তথ্য প্রকাশ করার সবচেয়ে সহজ মাধ্যম হলো একটি ওয়েবসাইট। আর সে ওয়েবসাইটকে খুঁজে বের করার জন্য দরকার হয় সে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস এর। প্রত্যেকটি আইপি অ্যাড্রেস হয়ে থাকে ইউনিক।
আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত হয়ে থাকে। আর আইপি অ্যাড্রেস মনে রাখা হয় অনেক কষ্টসাধ্য। যেমন ধরুন একটি আইপি অ্যাড্রেস 172.452.344.124। আপনাকে যদি এরকম কয়েকটি ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস এর ঠিকানা মুখস্থ করে রাখতে বলে তাহলে আপনার অবস্থা কি হবে? নিশ্চয় এটা প্রায় অসম্ভব ব্যাপার।
আর এ বিষয়কেই সহজ করে দিয়েছে একটি ওয়েবসাইটে ডোমেইন নাম যোগ করার মাধ্যমে। একটি ওয়েবসাইটে আইপি অ্যাড্রেস এর পরিবর্তে ব্যবহৃত হয় একটি ইউনিক ডোমেইন নেম। তবে সেই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস দিয়েও ওয়েবসাইটে প্রবেশ করা যায়।
খুব সহজে যাতে মানুষের বোধগম্য হয় এজন্য আইপি অ্যাড্রেস এর পরিবর্তে ডোমেইন নেইম ব্যবহার করা হয়। ডোমেইন নেম কে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, যাতে করে একই নাম অন্য কেউ ব্যবহার করতে না পায়। ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে বলা হয় DNS (Domain Naming System)।
আপনারা অনেক সময় দেখে থাকবেন ডোমেইন নেমের শেষে.com, .net, .org ইত্যাদি থাকে। এখন আপনার জানার প্রয়োজন হতে পারে যে, এগুলো আসলে কেন ব্যবহৃত হয়। ডোমেইন নামের শেষে এগুলোকে বলা হয় ডোমেইন এক্সটেনশন। এবার চলে আসে কোন ধরনের ওয়েবসাইটের কোন ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা হয়। .com: প্রায় প্রত্যেকটি ওয়েবসাইটের এড্রেস এর সঙ্গে এই এক্সটেনশনটি যুক্ত করা থাকে। এটির অর্থ হলো এই ওয়েবসাইটটি কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বাণিজ্য কোন কাজে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। প্রায় প্রত্যেকটি ওয়েবসাইট বাণিজ্যিক কোন কাজে তৈরি করা হয়। এজন্যই ওয়েবসাইটগুলোর শেষে.com যুক্ত থাকে।
.gov: এই এক্সটেনশন যুক্ত ওয়েবসাইট গুলো হয়ে থাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত। অর্থাৎ.gov যুক্ত ওয়েবসাইটগুলো সরকার বা রাষ্ট্র কর্তৃক পরিচালিত।
.edu: এই এক্সটেনশন সংযুক্ত ওয়েবসাইটগুলো হয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠানের কোন ওয়েবসাইট।
.net: অনলাইনের নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো মূলত এ এক্সটেনশনটি ব্যবহার করেন। তবে বর্তমানে অনেক ওয়েবসাইটে এক্সটেনশনটি ব্যবহার করছে। তবে এক্সটেনশনটি মূলত তারাই ব্যবহার করেন যারা অনলাইনে বিভিন্ন সেবা প্রদান করে থাকে।
.org: কোন সংস্থা বা সংগঠনের জন্য এ ধরনের এক্সটেনশন ব্যবহার করা হয়।
.info: এ ধরনের এক্সটেনশন যুক্ত ডোমেইন ব্যক্তিগত এবং তথ্যভিত্তিক ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়।
উপরের সবগুলো ডোমেইন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিনে নিতে হয়। তবে এসব ডোমেইন ব্যতীত অনেক ফ্রি ডোমেইন এর রয়েছে। তার মধ্যে যেমন.tk যুক্ত ডোমেইন।
এছাড়া ডোমেইন নেম এক্সটেনশন হিসেবে কোন দেশের সংক্ষিপ্ত নাম ও ব্যবহার করা হয়। এইসব ডোমেইনকে কান্ট্রি ডোমেইন বলে। যেমনঃ facebook.com.bd একটি কান্ট্রি ডোমেইন। facebook নামের শেষ.bd হলো কান্ট্রি ডোমেইন। এই ডোমেইনের এর অর্থ হল এটি শুধু বাংলাদেশই সার্ভিস দেবে। একটি ডোমেইনের একাধিক কান্ট্রি ডোমেইন থাকতে পারে। একটি প্রতিষ্ঠান যখন বিশ্ব জুড়ে ব্যবসা করে তখন সেই ওয়েবসাইটকে কান্ট্রি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয়। কান্ট্রি ডোমেইনের মধ্যে যেমনঃ.bd= বাংলাদেশ.pk= পাকিস্তান.bt= ভুটান.in= ইন্ডিয়া.uk= যুক্তরাজ্য.cn= চীন
এসব ডোমেইন গুলো আলাদাভাবে রেজিষ্ট্রেশন করতে হয়। ধরুন, আমি একটি ডোমেইন কিনবো যেটির নাম atikur.com। এবার আমি যদি এই ডোমেইনের শেষে কান্ট্রি ডোমেইন যুক্ত করতে চাই, তবে আমাকে আলাদাভাবে.bd ডোমেইন কিনতে হবে।
বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি টিউন। আশাকরি টিউনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী টিউনে ইনশাআল্লাহ আরো নতুন কিছু নিয়ে।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)