বন্ধুরা আশাকরি সকলেই আল্লাহ'র রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অপরিচিত নাম্বারের মালিককে খুঁজে বের করার জন্য কিন্তু আপনারা সকলেই ট্রু কলার ব্যবহার করে থাকেন। আপনি ট্রু কলার অ্যাপ ব্যবহারের ফলে কিন্তু অন্য ব্যবহারকারীরা আপনার নাম্বারটি লিখে সার্চ করলেই, আপনার নামটি চলে আসবে। আপনি আসলে কিভাবে আপনার নাম্বারটি ট্রু কলারের সার্ভার থেকে ডিলিট করবেন?
ট্রু কলার অ্যাপে সাইন আপ করার সময় কিন্তু আপনার নাম এবং নাম্বার ট্রু কলার তাদের সার্ভারে আপলোড করে দেয়। এতে করে অন্যসব ট্রু কলার ব্যবহারকারীরা আপনার সেই নাম্বারটি লিখে ট্রু কলারে সার্চ করলে অথবা সে নাম্বার থেকে কল গেলে নাম্বারটির মালিকের নামটি ভেসে ওঠে।
ধরুন, আপনি কোনো নাম্বার আপনার ফোনে সেভ করেন নি। এতে করে কিন্তু সেই নাম্বারের মালিকের নাম ট্রু কলার জানতে পারবে না। কিন্তু অন্য কোন ট্রু কলার ব্যবহারকারী যদি আপনার নাম্বারটি তার কন্টাক্ট লিস্টে সেভ করে, তবে কিন্তু ট্রু কলার সে নামটি জেনে যায় এবং অন্য ব্যবহারকারীদের কাছে আপনার নামটি প্রদর্শন করে। এক্ষেত্রে আপনি চাইলে আপনার নাম্বারটি ট্রু কলার থেকে মুছে দিতে পারেন আজীবনের জন্য। এটি কিভাবে করবেন সেটি জানতে হলে সম্পূর্ণ টিউনটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।
ট্রু কলার থেকে আপনার নাম্বারটি ডিলিট করার জন্য আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথমে ট্রু কলার অ্যাপটি থেকে আপনার অ্যাকাউন্টি ডিঅ্যাক্টিভ করতে হবে এবং তারপর ট্রু কলারের ওয়েবসাইট থেকে আপনার নাম্বারটি ডিলিট করার আবেদন করতে হবে। চলুন দেখে নেওয়া যাক সে প্রক্রিয়া।
১. এজন্য আপনাকে প্রথমে যেতে হবে ট্রু কলার অ্যাপটিতে। এরপর উপরের মেন্যু বারে ক্লিক করে নিচে setting এ ক্লিক করতে হবে।
২. এরপর "Privacy Center" এ চলে যান। এবার একটু নিচে চলে আসলে দেখবেন Deactivate লেখা। আপনি এখানে ক্লিক করুন।
৩. এরপর এখানে Yes করে দেওয়ার পর আপনাকে অ্যাপের প্রথম পেজে নিয়ে যাবে। আপনি প্রথমে অ্যাপ সাইন আপ করার সময় যেরকম দেখতে পেয়েছিলেন। বর্তমানে আপনার একাউন্টটি ডিঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। ট্রু কলার ব্যবহার করতে হলে পুনরায় আবার আপনাকে অ্যাপটিতে সাইন আপ করতে হবে।
প্রথম ধাপে অ্যাপ থেকে আপনার একাউন্টটি ডিঅ্যাক্টিভ করার কাজ শেষ। এবার আপনাকে যেতে হবে যেকোনো একটি ব্রাউজারে। এজন্য আপনি অ্যাপটি কেটে দিন।
৪. এবার ব্রাউজারে এসে আপনাকে সার্চ করতে হবে truecaller unlist লিখে। এরপর আপনি এ ওয়েবসাইটটিতে চলে যান।
৫. এরপর ওয়েবসাইটিতে চলে আসার পর এখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন webpage নামে। আপনি এখানে চলে যান।
৬. এরপর এখানে আপনার নাম্বার দেওয়ার একটি ঘর রয়েছে। আপনি এখানে আপনার দেশের কান্ট্রি কোড সহ মোবাইল নাম্বারটি দিয়ে দিন। যেমন বাংলাদেশের কান্ট্রি কোড +৮৮০। নাম্বারটি দেওয়া শেষ হলে I'm not a robot এ ক্লিক করে ক্যাপচাটি পূরণ করে নিন। ক্যাপচা কিভাবে পূরণ করবেন সেটি নিশ্চয় আপনাকে বোঝাতে হবে না।
৭. নাম্বার দেওয়া শেষ হলে এবার নিচের Unlist phone number তে ক্লিক করুন এবং এরপর unlist এ ক্লিক করুন। তারপর আপনার কাজ শেষ।
এবার ট্রু কলার আপনার অনুরোধটি গ্রহণ করবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনার অনুরোধটির রিভিউ করে নাম্বারটি ডিলিট করে দিবে তাদের সার্ভার থেকে। এর ফলে আপনার মোবাইল নাম্বারটি এবং আপনার নামটি আর তাদের সার্ভারে থাকবে না এবং অন্য কোনো ট্রু কলার ব্যবহারকারী আপনার নাম্বারটি লিখে সার্চ করলে আপনার নামটি আর প্রদর্শিত হবে না।
বন্ধুরা এই ছিল ট্রু কলার থেকে আপনার নাম্বার এবং নামটি ডিলিট করার ছোট্ট একটি টিউন। সম্পূর্ণ টিউনটি মনোযোগ দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী টিউনে ইনশাআল্লাহ।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)
সত্যিই জানতাম না। ভালো লাগলো জানতে পেরে আপনার টিউনের মাধ্যমে। ধন্যবাদ।