আসুন শিখি Microsoft office word part-7 (আজকের বিষয় কিভাবে ছবির উপর লিখবেন তার 2nd part)

আসুন শিখি Microsoft Office Word

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি আলোচোনা করব কিভাবে image এর উপর লেখা যায়।আগের দিন একভাবে দেখিয়েছি, আজকে আরেকভাবে দেখাব।

***প্রথমে, Microsoft office খুলুন।

***তারপর, insert>text box এ ক্লিক করুন।

***এরপর, মাউস এর কার্সর টি drag করে একটি বক্স আকুন।

***এরপর, fill colour box এর নিচের দিকে arrow তে ক্লিক করে fill effects এ ক্লিক করুন।

***তারপর, picture এ ক্লিক করে select picture এ ক্লিক করুন।

***এবার, যেকোন image এ ক্লিক করে insert এ ক্লিক করুন।

***তারপর, ok ক্লিক করুন।

***এবার, line colour box এর নিচের দিকে arrow তে ক্লিক করে no line এ ক্লিক করুন।

***এবার, ছবির মধ্যে যেকোন কিছু লিখুন।

***এবার মাউস এর কার্সরটি image এর বাহিরে যেকোন জায়গায় ক্লিক করুন।

সবাই ভালো থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হয়েছে। চালিয়ে যায়। আমরা আপনার পাশে আছি। ধন্যবাদ।

আপনার অনেক ধৈর্য এত কষ্ট করে টিউন করছেন, আশাকরি পাোয়ার পয়েন্টের মত পিডিএফ ফাইল পেয়ে যাব। ধন্যবাদ।

শেয়ারের জন্য ধন্যবাদ

Level 0

Ai film ar ke kono website asa thakla pls diban….((ballygunge court))
ar apnar tune ar jonno Thanks

টিউনটা যে কত্ত কাজের বলে বোঝাতে পারবনা। আজ সত্যি কাজে লেগে গেল। ল্যাব শিট তৈরী করতে যেয়ে দেখি ছবির মাঝে টেক্সট যায়না।

ধনে পাতা নেন। 😀