কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আজকে আমি আলোচোনা করব কিভাবে image এর উপর লেখা যায়।আগের দিন একভাবে দেখিয়েছি, আজকে আরেকভাবে দেখাব।
***প্রথমে, Microsoft office খুলুন।
***তারপর, insert>text box এ ক্লিক করুন।
***এরপর, মাউস এর কার্সর টি drag করে একটি বক্স আকুন।
***এরপর, fill colour box এর নিচের দিকে arrow তে ক্লিক করে fill effects এ ক্লিক করুন।
***তারপর, picture এ ক্লিক করে select picture এ ক্লিক করুন।
***এবার, যেকোন image এ ক্লিক করে insert এ ক্লিক করুন।
***তারপর, ok ক্লিক করুন।
***এবার, line colour box এর নিচের দিকে arrow তে ক্লিক করে no line এ ক্লিক করুন।
***এবার, ছবির মধ্যে যেকোন কিছু লিখুন।
***এবার মাউস এর কার্সরটি image এর বাহিরে যেকোন জায়গায় ক্লিক করুন।
সবাই ভালো থাকবেন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
ভালো হয়েছে। চালিয়ে যায়। আমরা আপনার পাশে আছি। ধন্যবাদ।