মোবাইল দিয়ে Python Code রান করুন

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

আশাকরি আপনারা সবাই ভালো আছেন আরো একটি নতুন টিউনে স্বাগতম

আপনি কি আপনার মোবাইলে পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ রান করতে চান তাহলে এই টিউন টি আপনার জন্য

বলে রাখি পাইথন একটি ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এটি টেকনোলজির বিভিন্ন সেক্টরে ব্যবহার হয়ে থাকে যেমন ডাটা সাইন্স, গ্রাফিক্স, গেম ডেভেলপমেন্ট ইত্যাদি ক্ষেত্রে পাইথন ব্যবহার করা হয়

কিভাবে মোবাইলে পাইথন ইন্সটল করবেন

আজকে আমি আপনাদের termux দিয়ে পাইথন ইনস্টল করে দেখাবো তো চলুন শুরু করা যাক

  1. প্রথমে প্লে স্টোর থেকে Termux App ইনস্টল করে নিনtermux install
  2. এটি ওপেন করুন এক্ষেত্রে কিছুটা সময় নিবে termux internal ইনস্টলেশনের জন্যtermux
  3. ইনস্টলেশন শেষ হলে এই কমান্ডটি লিখুন apt update && upgrade এবং এন্টার প্রেস করুনtermux
  4. আপডেট হয়ে গেলে এবার আপনি পাইথন ইনস্টলেশন এর জন্য প্রস্তুত এবার এই কমান্ড টি লিখুন apt install python2 এবং এন্টার প্রেস করুনpython in termux
  5. আপনার কাছে ইনস্টলেশন এর পারমিশন চাইবে নিচের মতো y লিখে এন্টার প্রেস করুনtermux
  6. এক্ষেত্রে দুই এক মিনিটের মধ্যেই পাইথন ইনস্টল হয়ে যাবে, ডিসপ্লের লেখা গুলো মুছে ফেলতে clear লিখে এন্টার প্রেস করুন, ইন্সটল হয়ে গেলে নিচের মতো এই কমান্ড টি লিখুন python2 এবং এন্টার প্রেস করুনtermux
  7. এবার আপনি পাইথন প্রোগ্রামিং করার জন্য প্রস্তুত নিচে একটি প্রোগ্রামিং করে দেখানো হলোpython on Android

আজ এখন থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ

সৌজন্যে : sagor the gamer

Level 3

আমি মো সাগর হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।

I am a web developer. programming is my hobby.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস