বন্ধুরা আশাকরি সকলেই ভালো আছেন। বর্তমানে এক মুহূর্ত ও কল্পনা করা যায় না ইন্টারনেট ছাড়া। ইন্টারনেট চালানোর সময় যদি সেটি হয় ধীরগতির তবে তো মন খারাপ হওয়ারই কথা।
ধরুন, আপনি কোনো ৪জি মোবাইল ব্যবহার করেন এবং আপনি বর্তমানেও ৪জি কাভারেজের মধ্যে আছেন। কিন্তু আপনার মোবাইলের ডাটা চালু করার পর দেখা গেল আপনার মোবাইলে ৪জি না পেয়ে ৩জি নেটওয়ার্ক পেয়েছে। তখন আপনি আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিং এ গেলেন 4G Only করার জন্য। কিন্তু সেখানে দেখা গেল এখানেও 3G/4G auto রয়েছে। আপনি চাইলেও 4g only করতে পারছেন না।
তখন আপনি কি করবেন? এই সমস্যার সমাধানটি আমার কাছে রয়েছে। তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ টিউনটি পড়তে থাকুন।
আজকে আমি আপনাদেরকে দুটি পদ্ধতি দেখাবো। একটি হলো আপনার মোবাইলে কোড ডায়াল করে অন্যটি হলো অ্যাপের মাধ্যমে। দুটি পদ্ধতিই অত্যান্ত সহজ।
১. এজন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ডায়াল প্যাডে। এখানে গিয়ে আপনাকে লিখতে হবে *#*#৪৬৩৬#*#*।
২. এটি লেখার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ Open হবে।
৩. এরপর আপনি উপরে দেখতে Phone Information। আপনি এখানে ক্লিক করুন।
৪. এরপর আপনি নিচের মতো দেখতে পারবেন। আপনাকে এখান থেকেই 4g only সেটিং টি সেট করতে হবে।
যদি আপনার মোবাইলের সেটিং এ 4g only সেটিং না থাকে কিন্তু আপনার মোবাইল যদি 4g হয়, তবেই আপনি এ পদ্ধতিতে 4G Only করতে পারবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন LTE/UMTS auto সেট করা রয়েছে। অর্থাৎ এখানে 3G/4G auto সিলেক্ট করা রয়েছে।
৫. আপনাকে 4g only করার জন্য এটার উপর ক্লিক করতে হবে।
৬. তারপর আপনি এখান থেকে খুঁজে নিন LTE only লেখাটি। তারপর সেটি সিলেক্ট করে দিন। তারপর আপনার মোবাইলের ডাটা কানেকশন চালু করা থাকলে সেটি Automatic বন্ধ হয়ে আবার 4G নেটওয়ার্কসহ ইন্টারনেট চালু হবে।
৭. এখন আপনি যতই কম নেটওয়ার্ক কাভারেজে থাকেন না কেন। আপনার মোবাইলের ৪জি নেটওয়ার্ক চলে যাবে না।
৮. উল্লেখ্য যে, 4G only করা থাকলে কিন্তু আপনার মোবাইলে কল আসবে না। সেটি আপনি যেখান থেকেই করুন না কেন। এজন্য আপনি আবার ৪জি থেকে 3g/4g auto করার জন্য একই পদ্ধতিতে এখানে এসে 3g/4g auto সিলেক্ট করে দিন।
এ কাজটি আপনি আরো সহজভাবে করার জন্য 4G switcher অ্যাপটি ব্যবহার করতে পারেন। অ্যাপটির সাইজ মাত্র 41 KB। অ্যাপটি আপনারা Google play store এ পেয়ে যাবেন।
১. এজন্য play store এ গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে 4G switcher। তাহলেই নিচের মতো একটি অ্যাপ পেয়ে যাবেন। যেটি আপনি ইনস্টল করে আপনার মোবাইলের হোমপেজে রেখে খুব সহজেই ৩জি থেকে ৪জি করে নিতে পারেন।
২. এই অ্যাপে চলে আসার পর কোড ডায়াল করার মাধ্যমে আপনি যে পেজটি পেয়েছিলেন, এখানে এসেও সেরকম দেখতে পারবেন। যার ফলে আপনার কিছুটা সময় সাশ্রয় হবে।
বন্ধুরা এই ছিল আজকের টিউন। আশা করি টিউনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)