LOSTDIR Folder এর কাজ কি? এবং কেন এ Folder ডিলিট করবেন না

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা সবাইকে আশাকরি সকলেই ভাল আছেন। আপনাদের মোবাইলে File Manager এ যাওয়ার পর একটি ফোল্ডারে দেখতে পান lost.dir নামে। আসলে এই ফোল্ডারে কাজ কি? এবং এটি কেন আপনি ডিলিট করবেন না সেটি জানাবো আজকের টিউটোরিয়ালে।

LOST.DIR picture

LOST.DIR ফোল্ডারকে আপনি সময় সাশ্রয়কারী ফোল্ডার ও বলতে পারেন। কেননা এ ফোল্ডার আপনাকে অনেক সময় বাঁচিয়ে দেয় এবং অনেক গুরুত্বপূর্ন ডাটা নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়।

এ ফোল্ডার আসলে কোন কাজে ব্যবহার হয়ে থাকে.

আপনি যখন কোন কিছু ডাউনলোড করেন এবং সেই ডাউনলোড করা ফাইলটি যদি ডাউনলোড হওয়ার আগেই আপনি আপনার মোবাইলটি বন্ধ হয়ে যায়। অথবা আপনার ইন্টারনেট ডাটা যদি শেষ হয়ে যায়। তবে কি হবে?

আপনি কি নিশ্চয় জানেন যে, আপনার মোবাইলের ইন্টারনেট শেষ হয়ে যাওয়ার পর আপনার ডাউনলোড করা ফাইলটি সে অবস্থাতেই থাকে, যতটুকু ফাইল ডাউনলোড হয়েছিল। এরপর আবার যদি আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন চালু করেন, তখন কিন্তু সে জায়গা থেকেই সেই ফাইলটি ডাউনলোড হয়। এ ফাইলটি আসলে কোথায় থাকে?

আপনি যখন কোন ফাইল ডাউনলোড করেন এবং কিছুক্ষণ পর যদি ডাটা কানেকশন বন্ধ করে দেন, তখন আপনার এই ফাইলটি Lost.DIR এ save হয়ে থাকে।

এই Folder শুধু ডাউনলোড করা কোন ফাইল Save করার কাজ করে থাকে না। আপনি যখন কোনো কিছু আপনার বন্ধুর কাছ থেকে shareit বা Bluetooth এর মাধ্যমে নেন, তখন যদি কোন কারণে আপনার কানেকশনটি ডিসকানেক্ট হয়ে যায়, আবার সেই ফাইলটি আপনার বন্ধুর কাছ থেকে পরবর্তীতে নেওয়ার পর সেই ফাইলটি প্রথম থেকে আপনার ফোনে আসবে না। বরং সেটি যে অবস্থায় আপনার ফোনে এসেছিল সেখান থেকে আবার পুনরায় আপনার ফোনে শেয়ার হবে। এতে করে অনেক সময় বাঁচবে আপনার।

আপনি যদি আগেই এ Lost.DIR ফোল্ডারটি ডিলিট করে দেন তাহলে আপনার সেই ডকুমেন্টসটি কিন্তু অনেক আগের আপনার মোবাইল থেকেই ডিলিট হয়ে যাবে। ফলে পরবর্তীতে আবার সে video/audio টি আপনাকে নিতে হবে।  ফলে আপনার অনেক সময় নষ্ট হবে। তাই আপনার সময় এবং শ্রম বাঁচানোর জন্য LOST.DIR  ফোল্ডারটি কখনই ডিলিট করবেন না।

এই ছিল আজকের টিউন। আশা করি টিউনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সম্পূর্ণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পরিষ্কারভাবে আপনার টিউনের মাধ্যমে জানতে পেরে উপকৃত হলাম। ধন্যবাদ।