Android File কি এবং কোন কাজে ব্যবহার হয়ে থাকে?

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা আশাকরি সকলেই ভালো আছেন। আপনারা সকলেই আপনাদের মোবাইলের File Manager এ যাওয়ার পর একটি Folder দেখতে পান Android নামে। আপনাদের মোবাইলের Memory যখন full হয়ে যায়, তখন আপনারা কিছু বিবেচনা না করেই এ Android file টি ডিলিট করে দেন।

কিন্তু আপনারা অনেকেই জানেন না যে এতে করে আপনি কত বড় ক্ষতি করলেন।

প্রথমেই বলে নেই যে Android file এর কাজ কি? Android folder কে আপনি পুরো মোবাইলের নিয়ন্ত্রক ও বলতে পারেন।

ধরুন আপনি কোন অ্যাপ open করলেন। ধরুন সেটি Facebook App। এখন আপনি ফেসবুক অ্যাপ ব্যবহারের কোনো এক পর্যায়ে একটি ভিডিও দেখা অবস্থায় আপনার মোবাইলের ডাটা কানেকশনটি বন্ধ করে দিলেন। এতে দেখা গেল যে, তখন সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার সেই ভিডিও টি বন্ধ হয় নি। বরং কিছুক্ষন সেটি আপনার মোবাইলে চলছিল।

কিন্তু আপনি যখন ভিডিও টি play করেছিলেন তখন কিন্তু সেটি Facebook এর সার্ভার থেকেই play হয়েছিল। আপনার মোবাইলের ডাটা কানেকশনটি বন্ধ করে দেওয়ার পর যে অতিরিক্ত সময়টি ভিডিও দেখতে পেয়েছেন সেটি সম্ভব হয়েছে এ Android folder এর কারণে।

আপনি যখন Android folder এর ভিতরে চলে যাবেন তখন সেখানে দেখতে পাবেন অনেকগুলো folder।  মুলত আপনার মোবাইলে যতগুলো অ্যাপ ইন্সটল রয়েছে, ঠিক ততক্ষণে Folder এ Android folder এর ভিতরে Create হয়ে রয়েছে। সে সমস্ত অ্যাপের ডাটা মুলত এখানে স্টোর হয়ে থাকে।

আপনি যখন কোনো অ্যাপ ব্যবহার করেন তখন সে অ্যাপের যদি ইন্টারনেট কানেকশন দেওয়ার প্রয়োজন পড়ে তখন সে অ্যাপের কিছু তথ্য সে অ্যাপের সার্ভার থেকে এসে থাকে। উদাহরণ সরূপ ইউটিউব ফেসবুকের কথাই বলা যায়।

আপনি যখন এসব অ্যাপে কোনো সেটিং করেন, তখন সেটি তাদের সার্ভারে সেভ হয়ে থাকে।  যার ফলে আপনি যদি অ্যাপটি আনইন্সটল করে ইনস্টল করেন তবুও সেসব সেটিং কিন্তু ঠিকই থাকবে। কেননা সেসব সেটিং তাদের সার্ভারে সেভ হয়ে রয়েছে। আর অ্যাপের যেসব সেটিং অফলাইনে সেভ হয়ে থাকে সেসব অ্যাপ আনইন্সটল করলেই সমস্ত ডাটা মুছে যায়।

অ্যাপের ভিতরে আপনি যেসব সেটিং করেন সেগুলো মূলত সেভ হয় আপনার সেই Android folder এর ভিতরে থাকা সেই অ্যাপের folder -এ। আপনি যদি এই Android folder টিই Delete করে দেন, তাহলে কি হবে। তাহলে আপনার সেই অ্যাপের অফলাইনের ডাটাগুলো মুছে যাবে এটাই স্বাভাবিক।

বন্ধুরা এই ছিল আজকের টিউন। আশা করি টিউনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সম্পূর্ণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস