বন্ধুরা আশাকরি সকলেই ভাল আছেন। বিভিন্ন সময়ে বিকাশ বিভিন্ন অফারের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় বিকাশ আয়োজন করেছে বিকাশ রেফার ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের অধীনে আপনিও পেতে পারেন বিকাশে ২০০০ টাকা বোনাস পাওয়ার সুযোগ।
বিকাশ এবারের অফারে বলেছে যে, পরিবার বা বন্ধুদের বিকাশ অ্যাপ-এ নিয়ে আসলেই থাকছে ২, ০০০ টাকা বোনাস পাওয়ার সুযোগ। সর্বাধিক সংখ্যক সফল রেফার করে প্রতিদিন ৩ জন পেতে পারেন এই বোনাসটি। এজন্য সর্বনিম্ন ৫ জনকে আপনার পাঠানো ওই লিংকে ঢুকে অ্যাপ লগ ইন ও লেনদেন করতে হবে।
এছাড়া আপনার রেফারেল লিংক থেকে কেউ প্রথমবারের মতো বিকাশ অ্যাপ ব্যবহার শুরু করলেই আপনার জন্য থাকছে নিশ্চিত ১০০ টাকা এবং সেই সাথে ২ হাজার টাকা বোনাস পাওয়ার সুযোগ। এই অফার চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
যদি বিকাশ অ্যাপ এ লগইন না করে থাকেন, তাহলে প্রথমে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিন।
১. এরপর আপনি বিকাশ অ্যাপটি ওপেন করুন। বিকাশ অ্যাপ ওপেন করার পর আপনি এখানে দেখতে পাবেন যে লগইন এবং রেজিস্ট্রেশন আপনি এখানে ক্লিক করুন।
২. এরপর আপনি এখানে আপনার বিকাশ একাউন্টটির নাম্বারটি দিয়ে দিন। এরপর নিচে পরবর্তী লেখার উপর ক্লিক করুন
৩. তারপর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে এবং সেটি অটোমেটিক বসে যাবে। এরপর আপনি আবার সেখানে পরবর্তী লেখার উপর ক্লিক করুন।
৪. এরপর এখানে আপনার নাম দিতে বলবে, আপনি চাইলে এখানে আপনি নাম দিতেও পারেন আবার নাও দিতে পারেন। নাম দেওয়া শেষ হলে আপনি নিচে দেখতে পাবেন যে পরবর্তী লেখা আপনি এখানে ক্লিক করুন।
৫. এরপর আপনাকে ছবি দিতে বলবে। আপনি এখানে চাইলে যেকোনো ছবি দিতে পারেন আপনি যদি ছবি না দিতে চাইলে, তাহলে উপরে দেখতে পাবেন যে একটি লেখা >পরে করুন। আপনি এখানটাতে ক্লিক করুন
৬. এরপর আপনাকে বিকাশ অ্যাপে নিয়ে যাবে। এরপর আপনি উপরে দেখতে পারবেন বিকাশের একটি লোগো। আপনি এখানে ক্লিক করুন।
৭. এরপর আপনি ঠিক নিচের মত দেখতে পারবেন। আপনি এখানে পেয়ে যাবেন > রেফার এ ফ্রেন্ড/ Refer a friend.
৮. এখানটাতে ক্লিক করার পর আপনি আপনি নিচের মতো পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন রেফার করুন বলে একটি লেখা। এখানটাতে ক্লিক করলে আপনার সামনে রেফার কোড শেয়ার করার মাধ্যম চলে আসবে। আপনি এখন আপনার ইচ্ছামত যেকোনো মাধ্যমে আপনার রেফার কোড শেয়ার করতে পারেন।
আশা করি টিউনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সম্পূর্ণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)