SEO- Search Engine Optimization হচ্ছে ডিজিটাল সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে Google বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক ওয়েবসাইট বা ব্যবসার মার্কেটিং করাই হচ্ছে SEO.
শিখতে সহজ হওয়ায় নতুনদের অনেকেই এটা দিয়েই শুরু করতে চায় অনলাইন ক্যারিয়ার। যদি কাজ জানা থাকে আর কিছু করার ইচ্ছা থাকে তাহলে এই সেক্টরে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি নিজের ব্যবসা করারও সুযোগ থাকছে।
ঠিক এই রকম একটি সম্ভাবনাময় সেক্টর হচ্ছে “Sales and Marketing”
সেলস বা বিক্রয়-ই হচ্ছে যে কোন ব্যবসার মূল চালিকাশক্তি,
SEO হচ্ছে গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে যে কোন অনলাইন ভিত্তিক ব্যবসা বা ওয়েবসাইটকে মার্কেটিং করা যার মাধ্যমে ফ্রিতেই বিপুল পরিমাণ সেলস নিয়ে আসা সম্ভব। এটি হচ্ছে সিম্পল কিছু মার্কেটিং টেকনিক 🙂
যেহেতু এর মাধ্যমে সার্চ ইঞ্জিন থেকে ফ্রিতে পাওয়ারফুল সেলস আনা যায়, আর তাই ইন্টারনেটে প্রচার করতে গেলে যে কোন কোম্পানীর SEO করা লাগবেই লাগবে।
এজন্যই এসইও এর এত গুরুত্ব। কারন SEO ছাড়া অনলাইনে দীর্ঘস্থায়ী ব্যবসা কল্পনা করা যায় না।
SEO আসলে কি?
এক কথায়, Google সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে একটি ওয়েবসাইট প্রোমোট করার টেকনিক হচ্ছে এই SEO।
এই এসইও শেখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে ১০-২০ হাজার টাকার কোর্স। তবে, অনেকের পক্ষেই এই কোর্স করা সম্ভব হয় না- সময়, সুযোগ অথবা অর্থগত কারনে। এরপর তো আবার, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতারণার খবর আছেই।
আর তাই, আমি নিয়ে এলাম দেশের বৃহত্তম আইটি ফার্ম IT-Bari এর হাজার টাকা দামের (SEO Bangla Video Tutoria) একদম ফ্রিতে। এসইও শেখা এবং এর সাথে অনলাইনে আয়ের গাইডলাইন মূলক বাংলা ভিডিও টিউটোরিয়াল যেটির মাধ্যমে আপনি ঘরে বসেই সম্পূর্ণ প্রফেশনালভাবে এসইও এর কাজ শিখতে পারবেন।
আপনি যদি এই এসইও কোর্স টি আইটি বাড়ি থেকে কিনেন তাহলে আপনার 1000 টাকা লাগবে।
আমি বেশ কিছুদিন যাবৎ ইন্টারনেট ঘাটাঘাটি করতেছিলাম কিভাবে সম্পূর্ণভাবে ফ্রিতে এসইও শিখে ঘরে বসে ইনকাম করা যায়। আজকে আমি ওই রিসোর্স পেয়ে গেছি।
সেখানে যেমন পেইড ভিডিও ফ্রিতে দেওয়া হচ্ছে এবং সাথে আরো দেওয়া আছে ফ্রি সাপোর্ট যা আপনি বাংলাদেশের কোথাও পাবেন না ফ্রিতে।
ওই রিসোর্টটি আমি পেয়ে গেছি বলে শুধু আমি শিখব এমন কোন কথা না তাই আপনাদের কেউ শেয়ার করতেছি।
চলুন কোর্সটি করা যাক।
Note: SEO পেইড কোর্সটি ওই ওয়েবসাইটে তারা প্রত্যেকদিন দুই থেকে তিনটা পর্ব পাবলিশ করে। যখন পাবলিশ করে তখন আপনাদের সাথে শেয়ার করি।
তো কেমন লাগলো আজকের এই টিউনটি। ভালো লাগলে comments করেন। আপনাদের উপকারে আসলে তবেই আমার টিউন করা স্বার্থক হবে। সবাইকে ধন্যবাদ।
আমি মোহাম্মাদ নোমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।