কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আজকে আমি শুরু করব Microsoft office word এর ৬ষ্ঠ টিউন।আজকে আমি আলোচোনা করব কিভাবে image এর উপরে text লেখা যায়।
Image এর উপরে ২ভাবে লেখা যায়।আজকে আপনাদের একভাবে দেখাচ্ছি।এর পরের টিউনে আরেকভাবে দেখাব।
***প্রথমে Microsoft office word খুলুন।
***তারপর, insert>picture>from file এ ক্লিক করুন।
***এরপর, যেকোন image সিলেক্ট করে insert এ ক্লিক করুন।
***দেখুন image টি চলে এসেছে।
***তারপর, insert>text box এ ক্লিক করুন।
***এবার, mouse এর left side টিপ দিয়ে ধরে রেখে mouse টি নাড়ান, মানে মাউস এর cursor টি drag করে একটি বক্স আকুন।
***এরপর, বক্স এ কিছু লিখুন।
***এবার, format এ গিয়ে text box এ ক্লিক করুন।
***তারপর, colour box এ নিচের দিকে arrow তে ক্লিক করে no fill এ ক্লিক করুন।
***এবার, line এর colour বক্স এ নিচের দিকে arrow তে ক্লিক করে no line এ ক্লিক করুন।এবার ok ক্লিক করুন।
***এবার, text বক্স টি drag করে image এ রাখুন।
***দেখুন, image এর উপরে লেখা দেখা যাচ্ছে।
সবাই ভাল থাকবেন।আমার লেখা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
হুমম,এই পর্বে আরেকটা নতুন জিনিস শিখলাম, ভালো লাগলো। ঃ)