বিছমিল্লাহ বলে আমি শুরু করলাম ভাই
ব্লগস্পটে দশটার বেশি পেজ কার চাই?
প্রথমে আপনার ব্লগস্পটের ড্যাশবোর্ডে যান তার পরে আর Posting থেকে Edit Pages এর নিচে দেখেন New Page এটার উপরে ক্লিক করে যে একটা স্টান্ড-এলোন পেজ বানান যায় তা কিন্তু পুরান কথা আর দেখেন পাশে লিখে দিয়েছে You can add up to 10 stand-alone pages such as an "About Me" page তার মানে আপনি ১০টা পর্যন্ত বানাতে পারবেন । কিন্তু যদি কোন কারনে আপনার ১০এর বেশি স্টান্ড-এলোন পেজের দরকার হয় তখন ??
হ্যা ভাই এটার সমাধান দিতেই আমি এই টিউন টি দিলাম ,
ধরি আপনি আগেই ১০টা পেজ বানিয়ে ফেলেছেন এবার ১১নাম্বারটি বানাতে চান , এবার আপনার ড্যাশবোর্ড থেকে Edit Pages এ গিয়ে যে কোন একটা পেজকে ইডিট করা শুরু করুন । যাস্ট ইডিটের কমান্ড দিন আর নিচের ছবিতে লাল বক্সের স্থান থেকে প্রাপ্ত লিংক্টা খুব যন্তের সাথে কপি করে নিন আর পিসির কোথাও সেভ করুন । , হ্যা এবারের কাজ টা কিন্তু খুব গুরুত্বপূর্ন আপনি যদি এই লিংক টা হারিয়ে ফেলেন মানে ঐ পেজটাকেও হারিয়ে ফেললেন কিন্তু । আর এটার কোন এডিট না করেই "Save as Draft" এ ক্লিক করে ড্রাফট করে নিন আর আবার আপনার Posting থেকে Edit Pages এ ফিরে আসুন দেখতে পাবেন যে ঐ পেজটা ড্রাফট হয়ে আছে ।
ব্যাস এবার মনুকে মানে ড্রাফট করা পেজটাকেই ডিলিট করে দিন । ডন্ট ওরি । আপনি হাজার বার ডিলিট করেও ঐ কপি করা নিংকটা সেভ থাকলে আবার ও আপনার কাছে ফিরে আসবেই ।
এবার দেখুন Edit Pages আপনাকে আরো একটা একটা নতুন পেজ বানানর চান্স দিচ্ছে । তা বানবিয়ে ফেলুন আপনার ১১তম পেজটি । আর আমি আমার নামেই একটা বানিয়ে নিলাম ।
এখন আমার ১০টা পেজ আছে আর ১টা পেজের লিংক সেভ করে আছে ।ত এখন ব্রাউজারে একটা নতুন ট্যাব খুলুন আর তাতে ঐ কপি করা লিংকটা পেস্ট করে দিন , আর হ্যা এবার পাবলিশ করতে ভুলবেন না কিন্তু । পাবলিশ না করলেও কোন প্রবলেম নাই । আরে সত্যিত এখন ১১টা পেজ দেখেচ্ছে ।
আমি আমার একটা ব্লগে ২১টা পেজ বানিয়েছিলাম এই উপায়ে ।
আমি এই ব্লগস্পটে ছাড়া আর অন্যটা খুব একটা জানিই না । ভাবছিলাম এটা নিয়ে কিছু লিখব কিন্তু আমাদের আর নিশাচর নাইম ভাই অলরেডি একটা সিরিজ শুরু করেছেন তাই আমি শুধু পড়বই লিখব না ।
আমার এটা প্রথম টিউন । তাই প্লীজ আমাকে ফিডব্যাক জানান কেমন হয়েছে ।
আমি এ কে এম বোরহানিছ বাপ্পি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানার কোন শেষ নাই ,
ব্লগস্পটে ১০টা স্টান্ড-এলোন পেজ বানান যায় তা কিন্তু পুরান কথা কিন্তু যদি কোন কারনে আপনার ১০এর বেশি স্টান্ড-এলোন পেজের দরকার হয় তখন ?? <<<<< << তাইতো আগে তো ভাবি নি!!! 🙄
সুন্দর টিউন, এই না হলে টেকি!!!!
ধন্যবাদ।