{ব্লগার মহল}-১-ছবি সহ অটোমেটিক রিডমোর বাটন ।

ব্লগার মহলে সবাইকে স্বাগতম । যারা ব্লগিং করেন বা করতে চান বা ভবিষ্যতে করার সম্ভাবনা আছে তাদের জন্য আমার এই চেইন টিউন । চেইন টিউন গুলোতে ব্লগার এর বিভিন্ন টিপস ট্রিক্স এবং আরও অনেক কিছুই পাবেন । আপনারা সাথে থাকলে এই টিউন টিকে আরও এগিএ নিয়ে জেতে পারবো । আপনাদের যেকোনো সমস্যা ও প্রয়োজন থাকলে জানাবেন সমাধান দেয়ার চেষ্টা করবো ।

আজকের বিষয় কিভাবে ব্লগার এ  অটোমেটিক রিডমোর বাটন যোগ করা যায় । টেকটিউনস এর পোস্ট গুলতে যেমন বাম পাশে ছোট ছবি ও ডানে কিছু কথা থাকে এরকম । সাথে Read more লেখা ছবি থাকবে যেটাতে ক্লিক করলে সম্পূর্ণ পোস্ট দেখা যাবে । ঠিক নিচের ছবির মতো ।

১. প্রথমে ব্লগার.কম এ গিয়ে আপনার আই.ডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন ।

২. লগিন হলে নিচের মত একটি উইন্ডো আসবে । ওখানে Design এ ক্লিক করুন ।

৩. এবার Edit Html এ ক্লিক করে Expand widget Templates এ টিক দিন ।

৪. এবার আপনার কিবোর্ড এ ctrl+f চেপে </head> এর জন্য সার্চ করুন ।

৫. এবার নিচের কোড টি </head> ট্যাগ এর ঠিক আগে পেস্ট করে দিন ।


<script type='text/javascript'>var thumbnail_mode = "no-float" ;
summary_noimg = 430;
summary_img = 340;
img_thumb_height = 100;
img_thumb_width = 120;

</script>
<script type='text/javascript'>
//<![CDATA[
function removeHtmlTag(strx,chop){
if(strx.indexOf("<")!=-1)
{
var s = strx.split("<");
for(var i=0;i<s.length;i++){
if(s[i].indexOf(">")!=-1){
s[i] = s[i].substring(s[i].indexOf(">")+1,s[i].length);
}
}
strx = s.join("");
}
chop = (chop < strx.length-1) ? chop : strx.length-2;
while(strx.charAt(chop-1)!=' ' && strx.indexOf(' ',chop)!=-1) chop++;
strx = strx.substring(0,chop-1);
return strx+'...';
}


function createSummaryAndThumb(pID){
var div = document.getElementById(pID);
var imgtag = "";
var img = div.getElementsByTagName("img");
var summ = summary_noimg;
if(img.length>=1) {
imgtag = '<span style="float:left; padding:0px 10px 5px 0px;"><img src="'+img[0].src+'" width="'+img_thumb_width+'px" height="'+img_thumb_height+'px"/></span>';
summ = summary_img;
}

var summary = imgtag + '<div>' + removeHtmlTag(div.innerHTML,summ) + '</div>';
div.innerHTML = summary;
}

//]]>
</script>


লাল রঙের কোড টি আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন ।

summary_noimg = 430; ছবি ছাড়া যে কয়টি অক্ষর দেখাবে ।
summary_img = 340; ছবি সহ যে কয়টি অক্ষর দেখাবে ।
img_thumb_height = 100; ছবি লম্বা কতটুকু হবে ।
img_thumb_width = 120; ছবি মোটা কতটুকু হবে ।

৬. এবার আপনার কিবোর্ড এ ctrl+f চেপে <data:post.body/> এর জন্য সার্চ করুন । এবং এটিকে নিচের কোড দারা রিপ্লেস করে দিন ।



<b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'><br/>

<data:post.body/>

<b:else/>


<b:if cond='data:blog.pageType != "item"'>

<div expr:id='"summary" + data:post.id'><data:post.body/></div>
<script type='text/javascript'>createSummaryAndThumb("summary<data:post.id/>");
</script> <span class='rmlink' style='float:right;padding-top:20px;'><a expr:href='data:post.url'><img src="
http://www.gamerslove.com/wp-content/uploads/2010/12/read-more-button.png" border="0" alt="Read Full Post" /></a></span>

</b:if>
<b:if cond='data:blog.pageType == "item"'><data:post.body/></b:if>
</b:if>


লাল চিহ্নিত স্থানে আপনি চাইলে আপনার ছবির এড্রেস দিতে পারবেন । খেয়াল রাখবেন যেন ছবি বেশি বড় না হয় । নিচে কয়টি ছবির এড্রেস দিয়ে দিলাম ।


http://s1114.photobucket.com/albums/k528/rakibulhasan09/

ছবির উপর ক্লিক করে Direct Link এ ক্লিক করলে লিঙ্ক কপি হয়ে যাবে ।


৭. এবার Preview তে ক্লিক করে দেখুন যদি সব ঠিক হয় তবে Save Template করুন ।


লাইভ ডেমো দেখতে নিচে ক্লিক করুন

Live Demo

ধন্যবাদ

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাল হয়েছে, কিন্তু blogger এ অটোমেটিক এ অপশন টা দেয়া আছে, HTML এডিট করার দরকার নেই।

design ~ page element~ Blog post edit এ

    আপনি যেটা বললেন সেটাতে ছবি দেয়া যায় না । আর ওটাতে লেখার সময় জাম্প ব্রেক দিতে হয় । এটাতে দিতে হয় না । নিজে নিজেই করে ফেলে !… ধন্যবাদ কমেন্ট এর জন্য ।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ । আমি কিছুদিন আগে Google এ অনেক খুজেছি , পাইলেও কাজ করত না।

Level 0

অনেক ধন্যবাদ কম্পিউটার লাভার ভাই। আমি এটাই খুজছিলাম। আসা করি এই রকম আরও টিউন পাব।

আমার মতে ব্লগার.কম এর ডিফল্ট রিডমোর ব্যবহার করাই ভালো। ব্লগার.কম ডিফল্ট পদ্ধতি অনুসরণ করলে ব্লগ অনেক ফাস্ট ডাউনলোড হবে। আর আপনার দেয়া পদ্ধতি অনুসরণ করলে ব্লগ ওপেন হতে সময় লাগবে। কারন আপনি থাম্বনাইল এর জন্য যে ছবি গুলো ব্যবহার করবেন সেই গুলো ফুল সাইজেই ডাউনলোড হওয়ার পর রিসাইজ হবে।

Level 0

অনেক অনেক ধন্যবাদ। ব্লগার নিয়ে আরো ভাল ভাল টিউন আশা করছি।

স্যার ব্লগারে কিভাবে পোস্ট থাম্বনেইল যোগ করা যায় জানাবেন? উত্তরের জন্যে অপেক্ষা করছি 🙂