প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভাল।
আজ আমি আপনাদের জন্যে উপস্থাপন করবো Microsoft Word এ কীভাবে নামতা লেখার প্রোগ্রাম তৈরী করা যায় তার কৌশল।
প্রথমে Microsoft Word চালু করুন।
এবার Tools মেনুর Macro তে গিয়ে Record New Macro... তে ক্লিক করুন।
Macro Name এর বক্স-এ Namta লিখে Ok করুন।
এবার Tools মেনুর Macro তে গিয়ে Stop Recording এ ক্লিক করুন।
এবার Tools মেনুর Macro তে গিয়ে Macros... এ ক্লিক করুন।
এবার প্রাপ্ত তালিকা হতে Namta নির্বাচন করে Edit এ ক্লিক করুন।
এবার Sub Namta() ও End Sub এর মধ্যকার লেখাটুকু ব্লক করুন।
কীবোর্ড থেকে Delete চাপুন।
এবং Sub Namta() ও End Sub এর মাঝখানে নিচের কোডটুকু লিখুন।
ask = InputBox("Which Namta do you want to make?")
For i = ask To ask * 10 Step ask
Step = Step + 1
Selection.TypeText Text:=ask & " * " & Step & " = " & i
Selection.TypeParagraph
Next
এরপর File মেনু থেকে Close and Return to Microsoft Word এ ক্লিক করুন।
এবার Tools মেনুর Macro তে গিয়ে Macros... এ ক্লিক করুন।
এবার প্রাপ্ত ডায়ালগ বক্স হতে Namta নির্বাচন করে Run এ ক্লিক করুন।
প্রাপ্ত ডায়ালগ ব্ক্স এ 12 অথবা যে কোন সংখ্যা লিখে Ok করুন।
আপনার কাঙ্খিত সংখ্যার নামতাটি নিম্নরূপ প্রদর্শিত হবে।
এবার আপনি যে কোন সময় যে কোন নামতা দেখতে চাইলে, শুধু Macro টি Run করে প্রয়োজনীয় সংখ্যা টাইপ করে Ok করুন। পেয়ে যাবেন সে সংখ্যার নামতা।
যারা Visual Basic এ কাজ করেন তারা এই কোডটি অনুসরণ করে সহজেই নামতার প্রোগ্রাম তৈরী করতে পারবেন।
মন্তব্য দিতে ভুলবেন না!
ভাল থাকুন সবাই।
আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...
মন্তব্যের জন্যে সবাইকে ধন্যবাদ।
দেলোয়ারকে বলছি, আপনি কোথাও কোন ভুল করেছেন।
ভালভাবে টিউনটি আবার পড়ুন এবং ধাপগুলো অনুসরণ করুন।
কাজ না হওয়ারতো কথা না।
প্রয়োজনে কোডের অংশটি নিজে না লিখে এই টিউন থেকে Copy করে ব্যবহার করুন।
কপি করলে ” চিহ্নসমূহ এমনিতেই ঠিক হয়ে যাবে।
দেলোয়ার, আপনার সমস্যার সমাধান হলো কিনা জানাবেন।
ধন্যবাদ।
লক্ষ করুন উক্ত পোগ্রামটিতে ‘ * ‘ চিহ্বটি ব্যবহার না করে ‘ × ‘ ব্যবহার করলে একই ফল হয়। অামার কাছ ‘ × ‘ ভাল নাগে।
yahoo messenger -a ঢুকতে পারছিনা enter -চাপ দিলেই signing in to chat took longer than expected.
pls try again later -আসছে বারবার। re-install করে দেখেছি একই ম্যাসেজ আসছে। pls help me
ভাল লাগলো । এখনই ট্রাই করব।