রান কমান্ড দিয়ে কিভাবে কাজ করতে হয় তা আমরা সবাই জানি। কিন্তু এখানে আমরা কেবল উইন্ডোজ এর ডিফল্ট কিছু কমান্ড ছাড়া আমরা আর কোন কমান্ড দিয়ে কাজ করতে পারিনা। একবার ভাবুনতো কত সুবিধা হত যদি আমরা আমাদের প্রয়োজনীয় সফটওয়্যার গুলোকে ছোট ছোট কমান্ড দিয়ে দ্রুত রান করাতে পারি!
যদিও কাজটি অনেক সহজে করা যায় কিন্তু আমরা অনেকেই তা জানি না। নিচে উদাহরণ সহ ধাপে ধাপে বলছিঃ
মনে করি, আমরা ইন্টারনেট এক্সপ্লোরার কে ie রান কমান্ড দিয়ে ওপেন করতে চাই।
ধাপ সমূহঃ
১. "C:\WINDOWS\" ফোল্ডারে যান। ফাকা স্থানে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করুনঃ New->Shortcut.
২. আপনি একটি “Create Shortcut” ডায়ালোগ বক্স দেখবেন।
৩. “Browse” এ ক্লিক করুন এবং "C:\Program Files\Internet Explorer\IEXPLORE.EXE" এ যান, তারপর "OK" চাপুন।
৪. এবার “Next” চাপুন এবং আপনার তৈরি করা শর্টকাটের জন্য পছন্দ মত একটি নাম দিন। আমাদের উদা এর জন্য ie। এটি হবে আপনার তৈরি করা রান কমান্ড। ক্লিক “Finish”.
৫. আপনি "ie" নামের একটি শর্টকাট দেখতে পাবেন।
৬. ব্যস, কাজ শেষ। এখন রান ডায়ালোগ বক্স ওপেন করে তাতে লিখুন ie আর এন্টার চাপুন। দেখবেন ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন হয়েছে।
এভাবে আপনি আপনার দরকারি ফাইল,ফোল্ডার আর প্রোগ্রামের রান কমান্ড বানাতে পারেন।
আরো কিছু টিউটোরিয়ালঃ
২. opera mini ব্রাউজারে বাংলা পড়ুন
৪. কিছু বই
৫. সফটওয়্যার এর ট্রায়াল পিরিয়ড আর শেষ হবে না। চলতেই থাকবে।
৬. মোবাইলের দরকারি জাভা অ্যাপ্লিকেশন চালান আপনার কম্পিউটারে
৭.ভুলে যান ইন্টারনট ডাউনলোড ম্যানেজারের রেজিস্ট্রেশন এর কথা। রেজিস্ট্রেশন ছাড়াই আজীবন ব্যবহার করুন।
চাইলে এখান থেকে একটু ঘুরে আসতে পারেন। কিছু তথ্য পাবেন, হয়তো আপনার আজানা।
ধন্যবাদ।
আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো টিউন