পিসি ও অ্যান্ড্রয়েডে ডেইলি Bing Wallpaper নিয়ে নিন ফ্রিতে!

Bing কি জিনিস সেটা অধিকাংশ লোকই জানেন! Bing হচ্ছে একটি ওয়েব সার্চ ইঞ্জিন যেটা মাইক্রোসফটের মালিকানায় রয়েছে। ক্রোম ব্রাউজারে কোনো কিছু লিখে এন্টার দিলে যেমন অটো গুগল সার্চে চলে আসে ঠিক তেমনি ভাবে মাইক্রোসফটের Edge ব্রাউজারেও ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে Bing কে আপনি সেট হিসেবে দেখতে পাবেন।
যদিও এটা গুগলের সার্চ ইঞ্জিনের মতো জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত কোনটাই নয় কিন্তু একটি জিনিসের দিক থেকে এই Bing সার্চ ইঞ্জিন বেশ ইউনিক এবং সবার থেকে আলাদা। সেটা হচ্ছে এটার সুন্দর ব্যাকগ্রাউন্ডস! প্রতিদিন Bing সাইটে গেলেই ব্যাকগ্রাউন্ডে সুন্দর সুন্দর ওয়ালপেপার দেখতে পাবেন।
আর এখন মাইক্রোসফট অফিসিয়াল ভাবে এই Bing এর ডেইলি হোমপেজ ওয়ালপেপারগুলোকে আপনার পিসি এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহারের সুযোগ করে দিয়েছে। পিসিতে Bing টুল এবং অ্যান্ড্রয়েডে Bing Wallpaper অ্যাপটি আপনার পিসি এবং অ্যান্ড্রয়েডে প্রতিদিন অটোমেটিক্যালি নতুন একটি ওয়ালপেপার সেট করে দিবে!

ডেক্সটপ টুল:

পিসিতে সুন্দর সুন্দর ডেইলি Bing ওয়ালপেপার পেতে চাইলে চলে যান bing ওয়ালপেপার এর অফিসিয়াল সাইটে এখানে ক্লিক করে। টুলটি ডাউনলোড করুন মাত্র ২ মেগাবাইট সাইজ। আর ইন্সটলের সময় অবশ্যই Set Bing as my homepage আর Set Bing as my default search provider বক্স দুটো থেকে টিক চিহ্ন অবশ্যই উঠিয়ে নিবেন।

ইন্সটল করার পর টুলটি চালু করুন। Immediately একটি সুন্দর Bing ওয়ালপেপার আপনার পিসির ডেক্সটপ ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে যাবে। টাস্কবারের Bing আইকনের উপর রাইট ক্লিক করে চেক করে নেবেন Enable Daily Refresh অপশনটি চালু রয়েছে কিনা।

ব্যাস! হয়ে গেল! এখন শুধু খেয়াল রাখবেন যে পিসি চালু করার সময় Bing টুলটি যাতে Startup হিসেবে চালু হয়। আর এটি একটি লাইটওয়েট অ্যাপ, এটা ব্যাকগ্রাউন্ডে চলমান থাকলেও আপনার পিসির নুন্যতম সামান্য রির্সোস ব্যবহার করবে!

অ্যান্ড্রয়েড:

অ্যান্ড্রয়েডে Bing এর ডেইলি ওয়ালপেপারগুলো পেতে হলে আপনাকে Bing Wallpaper অ্যাপটি ইন্সটল করতে হবে। অ্যাপটি মাইক্রোসফটের অফিসিয়াল অ্যাপ তাই থার্ড পার্টির কোনো চিন্তা আপনাকে করতে হবে না। সরাসরি প্লেস্টোর থেকে অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করে ফেলুন।

তবে পিসির মতো এখানে অ্যাপ ইন্সটল দিলেই ডেইলি ওয়ালপেপার সেট হবে না। এজন্য আপনাকে অ্যাপটি চালু করতে হবে। হোম স্ক্রিণ থেকে উপরের 3 Line আইকনে প্রেস করতে হবে।

এবার Auto Change Wallpaper অপশনে ট্যাপ করুন।

এবার পরবর্তীতে পেজে Turn On টুগেল করে দিন আর নিচের Frequency তে Daily দেওয়া আছে কিনা সেটা নিশ্চিত হন।

ব্যাস! এই দুটো জিনিস একসাথে ব্যবহার করলে একটি Cool জিনিস আপনি উপভোগ করবেন। আর তা হলে প্রতিদিন সুন্দর সুন্দর ওয়ালপেপার অটো আপানার পিসি এবং মোবাইলে চলে আসবে, একই ওয়ালপেপার আরকি!

 

Post Sourse: techblogs24.com

Level 1

আমি ইমরান দিদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Blogger at https://www.techblogs24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস