রিমুভাল ডিক্স থেকে ইন্সটল দিন উইন্ডোজ ৮

আসসালামু আলাইকুম, সবাইকে “অনির্বাচিত টিউনার” এর শুভেচ্ছা ও অভিন্দন। সবাই কেমন আছেন? আশা করি ভাল। ভাল থাকবেন এটাই কামনা সবার জন্য। আজ আপনাদের জন্য যে টিউন নিয়ে এসেছি, তাহল কিভাবে ফ্লাস ডিস্ক থেকে উইন্ডোজ ৮ সেটআপ করবেন। একদম বুঝলে একদম সহজ, না বুঝলে কি হবে তা নিশ্চয়ই বুঝছেন কি হবে। যাক বেশি বকবক না করে টিউনে যাই চলুন………

উইন্ডোজ ৮

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত অপারেটিং সিস্টেম হল উইন্ডোজ ৮। উইন্ডোজ এইটকে নিয়ে প্রযুক্তি বিশ্বে জল্পনা-কল্পনা শেষ নেই। এর বিভিন্ন ফিউচারের কারণে এটি হয়ত কয়েক দিনের মধ্যেই বিশ্বের অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে এক নাম্বারে চলে আসবে। আর কি বলব উইন্ডোজ ৮ ব্যবহার করলেই বুঝবেন এর মজা কতো? চলুন কিভাবে সেটআপ করবেন উইন্ডোজ ৮ ফ্লাস ডিক্স থেকে।

  • এর জন্য লাগবে একটি উইন্ডোজ ৮ এর ডিভিডি, একটি ৪গিগাবাইটের একটি ফ্লাস ডিস্ক।
  • প্রথমে আপনার ফ্লাস ডিক্স কম্পিউটারে প্রবেশ করান।
  • এবার স্টার্ট মেনুতে ক্লিক করুন।
  • এবার স্টার্ট মেনুর সার্চ বক্সে লিখুন CMD
  • তাহলে cmd.exe ফাইল দেখাবে।
  • · এবার cmd.exe ফাইলের উপর রাইট বাটনে ক্লিক করুন।
  • · মেনু থেকে Run as Administrator ক্লিক করুন।

  • তাহলে কমান্ড প্রোম্পট চালু হবে।
  • · কমান্ড প্রোম্পটে DISKPART লিখে এন্টার করুন।

  • · তাহলে উপরের মতো একটি ম্যাসেজ আসবে।
  • · এবার লিখুন LIST DISK ও এন্টার করুন।
  • · তাহলে আপনার কম্পিউটারের সাথে যুক্ত USB গুলোর নাম্বার চলে আসবে।
  • · নিচের ছবি দেখুন, Disk 2 হল USB ডিভাইসের নাম্বার।

  • · এবার নিচের কমান্ডগুলো একটার পর একটা লিখে এন্টার দিন।

SELECT DISK 2
CLEAN
CREATE PARTITION PRIMARY
SELECT PARTITION 1
ACTIVE
FORMAT FS=NTFS
ASSIGN
EXIT
  • তারপর ফ্লাস ডিক্স ফরম্যাট হতে কিছু সময় নিবে।

  • ফরম্যাট শেষ হলে কমান্ড প্রোম্পট মিনিমাইজ করে রাখুন। কমান্ড প্রোম্পট বন্ধ করবেন না।
  • এবার উইন্ডোজ ৮ এর ডিভিডি টি আপনার কম্পিউটারে প্রবেশ করান।
  • · এখন আপনার কম্পিউটারের ডিভিডি রমটি যদি G ড্রাইভ হয় তাহলে লিখুন G:>CD BOOT
  • এর সবশেষ G:boot>BOOTSECT.EXE /NT60 K: এই কমান্ডটি লিখে এন্টার করুন।
  • তাহলে উইন্ডোজের সকল ফাইলগুলো কপি করা শুরু করবে। এতে কিছু সময় লাগতে পারে।
  • ব্যস কাজ শেষ। এবার কমান্ড প্রোম্পটি বন্ধ করুন।
  • এবার উইন্ডোজ ৮ সেটআপ করুন।
  • প্রথমে বায়োস থেকে Removal Device নির্বাচন করুন।

সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন না খারাপ থাকতে চেষ্টা করবেন :D :) , আল্লাহ হাফেজ …

Level 0

আমি অনির্বাচিত টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

®╔═════════════════════ஜ۩۞۩ஜ═══════════════════════╗® ✪░░▒▓███►✂✂((((☠☠➸Uη§є₤є©†єd✖Ŧµη€†єЯ™➸☠☠))))✂✂◄███▓▒░░✪ ®╚═════════════════════ஜ۩۞۩ஜ═══════════════════════╝® www.tunerpage.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai laptop a hobe……….???????? r windows 8 ar activated dvd kothay pabo???????? thax
4 ur post.

    Avik ভাই, উইন্ডোজ ৮ এখনও রিলিজ হয় নি। এটি আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। ল্যাপটপে পারবেন, আপনাকেও ধন্যবাদ

Level 0

windows 8 er link ta to age diben naki……na dia setup kamne korte hoy ata dia diaen…………….

bai aga windows 8 link dan….. tachara oi ta ki crack file naki trial version kisoi to bollan na! :O

আপনি Windows 8 কোথায় পেলেন ? যা এখনো বাজারে আসে নাই Windows 8 বলে কিছু নেই Windows 8 হল Windows 7 এর একটি customize করা ডিভিডি।

Level New

ভাই পোস্টের জন্য ধন্যবাদ কিন্তু উইন্ডোজ এইটের ব্যাপারটা কি আরেকটু পরিস্কার করে বললে হইতো না? আপনার লেখা পড়ে যে কেউ ভাবতেই পারে উইন্ডোজ ৮ রিলিজ হয়ে গেছে সেই কবেই অথচ আমি কিছুই জানি না।
কিন্তু আসলে তো ব্যাপারটি তা না। উইন্ডোজের এইটের প্রথম মাইলস্টোন বিল্ড ৭৮৫০ বের হয়েছে মাত্র, সেখানেই উইন্ডোজ ৭ এন্টারপ্রাইজ লেখা সবখানে। তারপর আসবে মাইলস্টোন-২,৩, আলফা, প্রি বেটা, বেটা, প্রি আরসি, আরসি তারপর আরটিএম।
সুতরাং এই কপি থেকে উইন্ডোজ এইটের তেমন কিছু বোঝা যাবে তা কিন্তু কেউই মনে করেন না। আর আপনার পিসির উইন্ডোজ ৮ এর স্ক্রীনশট ছাড়া টিউনটির মূল্য কিন্তু কমে যাচ্ছে।

আমাদের এত সময় নাই….আগে বের হোক,তারপর বাজার থেকে কিনে নেব…….এত ঝামেলায় যাওয়ার দরকার কি…….

শুধু কি Windows 8 নাকি Windows XP এর ক্ষেত্রেও কাজ করবে 😕

    উইন্ডোজ এক্সপি তে এভাবে সেটআপ দিতে পারবেন না। আমিনুল ভাই এর এই টিউন দেখে নিন উইন্ডোজ এক্সপি ইন্সটল করেত https://www.techtunes.io/tutorial/tune-id/65351/

ভাই,৭ই চোখে দেখি না। ৮ কি দোকানে পাওয়া যায়??

Level 0

ভাই উইনডোজ ৮ এখনও রিলিজ হয়নি। বাজারে যেটি পাওয়া যায় সেটি উইনডোজ ৭ যা ব্যবহার করা হয়েছে উইনডোস ৮ এর সম্ভব্য থিম। তাই তাকে প্রকৃত উইনডোস ৮ বলা যায় না। ধন্যবাদ

Level 0

যা মনে চায় তাই নিয়ে টিউন করে বসে থাকেন ……..>

ভাই আপনি টিউনটা আরো ভালোমত লিখতে পারতেন। কমান্ড বক্সে কি লিখা তা তো বোঝা যাচ্ছেনা। আর কমান্ডগুলা Embeded করে দিলে বা পর পর লিখলে ভালো হয়। G:>CD BOOT G:boot>BOOTSECT.EXE /NT60 K: এটা কমান্ড লেখার নিয়ম না ভাই। কেউ হয়ত > সহ লিখে ফেলবে। আর শেষ কথা, উইন্ডোজ ৮ নামক বস্তু এখন মাইক্রোসফট নিজেরাই ঘোষণা করলোনা, আপনি এটা ওটা কাস্টোমাইজড প্যাক নিয়ে লিখে সবাইকে বিভ্রান্ত করবেন না।

আমি টেকটিউন Admin এর দৃষ্টি আকর্ষন করছি। এধরনের বিভ্রান্তিকর টিউন মুছে ফেলা উচৎ ।

    Level 0

    সহমত পোষণ করছি।

হাসাইলেন ভাই… কি দেখাইলেন?

Level 0

এইসব বিভ্রান্তকারি পোস্ট দিয়া আমাদের মাথা খারাপ করার কি কোনো প্রয়োজন আছে?

Level 2

সাবধান, সাবধান, সাবধান, সাবধান, সাবধান,
কেউ উইন্ডোজ ৮ এর প্রোগ্রামে কাজ করবেন না,কারন উইন্ডোজ ৮ Run হলে উইন্ডোজ ৮ এর কাজ আপনাকে খুশি করে ৩ -৪ মাস পর পিসিতে সম্যসা করেবে এবং ফলে আপনার পিসিতে জমানো ফাইল বাদ হয়ে জাবে।
উইন্ডোজ ৮ চালু হবে তারিখ=১/৬/২০১২…………

What r u doing man?
🙁

ভাই কোথায় কি লিখলেন আপনি। এটা টিউনারদের আড্ডাখানা। তাই সাবধাণ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
—————————————————————————————————————————————————————–

সকলের দৃষ্টি আকর্ষন করছি………………………………………………………………
আমার ২০০ ডলার PAYPAL এবং ৫০ ডলার ALERT PAY অথবা LIBERTY RESERVE দরকার। খুবই জরুরি। কেউ দিতে পারলে জানাবেন প্লিজ। যোগাযোগঃ ০১৭১২ ৮৮৮২৪৪ ইমেইলঃ [email protected]

@সবাই্, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি আগেই বলেছি, এটি ইন্টারনেট থেকে সংগৃহিত। যারা এটিকে অবহেলা করেছেন, তাদের বলছি। এটি হাতের কাছে রেখে দিবেন। আশা করি উইন্ডোজ ৮ রিলিজ হলে ব্যবহার করবেন। যদি তখন কাজে আসে তাহলে একটা করে রিভিউ দিবেন। আমার কথায় মনে কষ্ট নিবেন না।
সবাই কে ধন্যবাদ, ভাল থাকবেন….

Level 0

ভাই সবকিছু ঠিকভাবে করতে পারলাম। শান্তি পাইলাম। কিন্তু এখন সমস্যা হচ্ছে পেন ড্রাইভ ফরম্যাট দিলে ফরম্যাট হয় ঠিকই কিন্তু কিছু জায়গা দখল করে রাখে। এটার সমাধান কি ভাই?