ফটোরিয়েলিস্টিক থ্রিডি ইন্টেরিওর ভিডিও টিউটোরিয়াল (সম্পূর্ণ বাংলায়)

আমার আগের ৮০০$ এর প্রজেক্ট পোস্ট এর পরে ( https://www.techtunes.io/freelancing/tune-id/63478/) অনেকেই ফটরিয়েলিস্টিক রেন্ডারিং এর টিউটোরিয়াল চেয়েছিলেন। আজকে হাতে কিছু সময় থাকায় বসে গেলাম একটা টিউটোরিয়াল বানাতে। কিন্তু টিউটোরিয়াল বানাতে যে এত ঝামেলা এইটা জানা ছিল না। যাই হোক টিউটোরিয়াল এর প্রসঙ্গে আসি।
আমাদের দেশে অনেকেই থিডি এর কাজ জানে কিন্তু কোয়ালিটি আউটপুট এর অভাবের কারনে অনেক ভাল কাজ ও খুবই সাধারন দেখায়। আরও আউটপুট ভাল হলে অনেক সাধারন কাজকেও অসাধারন মনে হয়। আউটপুট বলতে আমি বোঝাচ্ছি লাইটিং আর রেন্ডারিং এর কথা।
এই টিউটোরিয়াল টা থিডি ইন্টেরিওর এ আগ্রহী সবার জন্যেই। ঢাকাতে আমার জানা অনেকে হাজার হাজার টাকা খরচ করেন অনেক মানুষ এই জিনিস শেখার জন্যে কিন্তু ভাল শেখানোর জায়গা আমাদের দেশে খুবই অভাব। আমি চেয়েছি স্বল্প সময়ের মাঝে যত সহজ করে পারা যায় বোঝানোর, জানিনা কতটুকু সফল হয়েছি , আপনারাই বলবেন সেটা।
এই টিউটোরিয়াল টি ফলো করলে নিচের ভিউ এর মত রেন্ডার করতে পারবেন... এই ক্লাসরুমের থ্রিডি সিন টাও আপনাদের জন্যে আপলোড করলাম ...

ফাইনাল আউটপুটঃ http://i55.tinypic.com/2ps0kll.jpg
final

টিউটোরিয়াল এর সফটওয়্যালঃ থ্রিডি স্টুডিও ম্যাক্স ডিজাইন ২০১২, ৬৪ বিট , এছাড়া অন্য পুরাতন ভার্সন এর ম্যাক্স ও হবে। তবে ২০১২ বা ২০১১ ভার্সন রিকমন্ডেড

টিউটোরিয়াল টির সাইজ ৫২ মেগাবাইট। এটি পুরো আধা ঘণ্টার ভিডিও টিউটোরিয়াল।

উপরের ফাইল ওপেন না করতে পারলেঃ
.3ds , .fbx বা .obj file ( import করতে হবে ): http://www.mediafire.com/?htcf1omol9ppi2

যারা থ্রিডি স্টুডিও ম্যাক্স ডিজাইন ২০১২ ডাউনলোড করতে চান তাদের জন্যে ...
max 2012

সফটওয়্যার এর ট্রায়াল ভার্সন টা এখান থেকে নামিয়ে ফেলুনঃ http://usa.autodesk.com/adsk/servlet/download/item?id=16324323&siteID=123112&nd=1
এটা রিসিউমেবল লিঙ্ক তাই ইচ্ছা কত নামান। ফর্ম টা তে যা ইচ্ছা ফিল উপ করে দিন। তারপর ডাউনলোড নাউ এ ক্লিক করুন , আপনাকে দেখাবে কোথায় সেভ করবেন। পেজ টা বুকমার্ক করে রেখে দিন।সময় মত রিসিউম করে ডাউনলোড করে ফেলুন।

তারপর এই লিঙ্ক থেকে কি জেনারেটর দিয়ে ট্রায়াল ভার্সন কে ফুল ভার্সন বানিয়ে নিনঃ http://www.mediafire.com/?6x7ow91rcbio7ku#1

Level 0

আমি মোঃ এহসানুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আরকিটেকচারাল ভিসুয়ালাইজেশণ এ সুধু বাইরের কাজ করি freelancer হিসাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভেবেছিলাম লিখে লিখে স্ক্রীনসট আকারে দিয়েছেন। এত বড় ফাইল ডাউনলোড করতে হবে!?

না করেও থাকতে পারলাম না 😛

বাই দ্যা ওয়ে এইটা নকল বুঝার উপায় নাই। বাস্তবের চেয়েও যেন বাস্তব। আপনি আসলেই দারুন ডিজাইনার।

    পুরা টাস্কি খায়া গেলাম। 😮 আমিতো প্রথমে মনে করলাম আসল ক্লাসরুম,শুধু টেকটিউনস লেখাটা বানানো।আসলেই আপনি একজন ভাল ডিজাইনার।লিমিটেড ব্যান্ডউইথ ।দেখি নামাতে পারি কিনা।ধন্যবাদ।

    না ভাই , পুরা জিনিসটাই থ্রিডি। টিউটোরিয়াল টা দেখলে বুঝতে পারতেন। কমেন্টের জন্যে ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণাতেই টিউটোরিয়াল টা করেছি। ভাল লাগ্লে খুশি হব

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি টিউটোরিয়াল গিফট দেওয়ার জন্য।
আমি খুলনা থাকি। আমি কিভাবে কোথায় 3D Designing(Building) শিখতে পারি এ ব্যপারে আপনার পরামরশ চাই।

আর কোন কোন কাজের চাহিদা খুব বেশি এবং রেট ও ভাল($500-$1000) জানালে খুশি হব ।

এখেত্রে Web design & Web programming এর বরতমান ও ভবিষ্যত কেমন?

    ভাই ধাকায় কোথায় ভাল শিখায় আমার জানা নাই। আমি নিজে ঘেটা শিখেছি। আপনার শেখার সত্যিকার ইচ্ছা থাকলে আপনি নিজে নিজেই শিখতে পারেন।

    যেকোনো জিনিস ভাল করে জানলে তার চাহিদা সর্বত্র

    web design and web programing এর চাহিদা সরবকালে থাকবে। এখনও এগুলার চাহিদা সবচাইতে বেশি

    Level 0

    Web design & Web programming ভবিষ্যত খুবই উজ্জ্বল,কারণ কাজ বেশি, তবে কাজের প্যামেন্টটা এনিমেশন বা থ্রি ডি মডেলিং এর থেকে কিছুটা কম। অন্যদিকে এনিমেশন বা থ্রি ডি মডেলিং এর কাজ Web design & Web programming এর চেয়ে তুলনামূলকভাবে কিছুটা কম কিন্তু পেম্যান্টটা আবার তুলনামূলক একটূ বেশি।

    আর হা , আপনি থ্রিডি জানলে আপনি দেশেও অনেক কাজ আছে। web design er কাজ যদিও দেশে আছে আজকাল কিন্তু টাকা পাবেন খুব কম , কষ্ট করবেন বেশি।

Level 0

ভাই,আপনাকে আমি আপনার আগের টিউনে হয়ত জিজ্ঞেস করেছিলাম, আপনি পিসির কোন কনফিগারেশনে থ্রি ডি এর কাজ করেন, হয়ত খেয়াল করেন্নি,তাই উত্তর দেননি। আশা করি উত্তর পাব, ধন্যবাদ। 🙂

এত কষ্ট করে আমাদের জন্য বানিয়েছেন আর আমরা সেটা দেখবো না এটা কোন কথা হলো? আমি ডাউনলোড এ দিয়েছে।(যদিও নেট স্পীড ১০-১৫ কেবিপিএস) আর লিমিটেড ব্যান্ডউইথ)।তারপর ও আপনার ডিজাইন দেখে আর লোভ সামলাতে পারলাম না।অনেক ধন্যবাদ আপনাকে।

thanks bai 😀

ওরে সবর্নাশ ! একি ক্রিয়েটিভিটি আপনার মধ্যে কাজ করছে । আপনি তো AVATAR-2 তৈরী করে ফেলবেন । আমি তো ১০০% থ্রিডি পাগল, কোন মানুষ পেলেই বোঝাতে শুরু করে দিই 3D কী । আমি একজন ভাল ডিজাইনার হতে চাই, পথ দেখিয়ে দিন গুরু …
[email protected]

    তাহলে ত টিউটোরিয়াল তা দেখে কমেন্ট আশা করছি আপনার কাছ থেকে। ও আর হা, আপনি বললেন না পথ দেখাতে ? পথ পথিকের সৃষ্টি 🙂

@MITHU

আমার পিসিঃ

intel core 2 quad @3.2ghz overclocked
ram : 4GB
graphics card : nvidia 460 GTX 1GB

তবে একটা কথা না বললেই না। আমি আমার pentium 3 দিয়েও অনেক rendar করেছি ফটোরিয়েলিস্টিক। টিউটোরিয়াল টা তে আমি এই নিউএ আলচনা করেছি। ভাল পিসি মানেই আপনি ভাল কাজ করতে পারবেন তা কিন্তু না। আপনার creative hote hobe আর smart হতে হবেআমার পিসিঃ

    Level 0

    🙁 কিন্তু ভাই,কনফিগারেশন লো হলে রেন্ডার করতে টাইম নেয় প্রচুর। আমারটা পি-ডি,১গিগা র‍্যাম। এটাতে মায়ার কাজ করতে যেয়ে আমাকে ১মাসে ২টি পাওয়ার বক্স নষ্ট করতে হয়েছে, তখনই বুঝতে পারলাম কাহিনী।

    তার মানে আপনার পাওয়ার সাপ্লাই ইউনিট টা খুব বাজে ছিল। আমাদের দেশের পাওয়া বেশিরভাগ পাওয়ার সাপ্লাই যত ওয়াট বলে তার অর্ধেক ও দেয় না। আর আজ কালকের চায়নার নন ব্রান্ড পাওয়ার সাপ্লাই গুলা খুব বাজে হয়। এইটার সাথে মায়া তে কাজ করার কোন সম্পর্ক নাই। আপনি হেভি গেম খেলেও পাওয়ার সাপ্লাই এর উপর চাপ পরত। একটা ভাল পাওয়ার সাপ্লাই কিনুন।আমার থারমাল্টেক এর পাওয়ার সাপ্লাই। সাধারনত ভাল ব্রান্ড এর কেসিং এর সাথে থাকা পাওয়ার সাপ্লাই ( নিচের দিকে ফ্যান সহ ) গুলা ভাল থাকে।যেমন ডিলাক্স ব্রান্ড এর কেসিং এর সাথের পাওয়ার সাপ্লাই খুবি ভাল। কেসিং এর সাথে থাকা পাওয়ার সাপ্লাই বদল করতে হলে কখনই কমদামি চায়নার পাওয়ার সাপ্লাই কেনা উচিত না। এতে আপনার মাদারবোর্ড পর্যন্ত নষ্ট হতে পারে। বিশেষ করে আপনার যদি মালটি কোর প্রসেসর থাকে।আর একটা দামি গ্রাফিক্স কার্ড থাকলে ত কথাই নাই , ভাল পাওওার সাপ্লাই ইউনিট একদম ফরজ।ব্রান্ড এর পাওওার সাপ্লাই গুলার দাম ৪০০০ টাকার মত পরবে।

এই ভিডিও তে কি পুরা টিউটোরিয়ালটাই আছে নাকি পর্ব আকারে দিবেন ? এই ভিডিওটি দেখলে কি আপনার ওই ক্লাস রুমের মত প্রজেক্ট বানাতে পারব? আপনি কি শুধু ক্লাস রুম করার টিউটোরিয়াল তা দিয়েছেন ? এই ভিডিও কি শুধু বেসিক জিনিস পত্র দিয়েছেন ? এই ভিডিওটিতে বেসিক দেয়ার পর কি আবার অ্যাডভান্সড টিউটোরিয়াল দিবেন ? এই ভিডিও দেখলে কি আমরা নিজেদের মত করে ফটোরিয়েলিস্টিক বানাতে পারব সৃজনশীল ভাবে ?

আশা করছি উত্তর গুলো দিবেন । তাহলে আমরা সবাই উপকৃত হব ।

ধন্যবাদ

    যে ছবি তা দেখছেন ক্লাসরুম এর , টিউটোরিয়াল তা এই প্রোজেক্ট তার উপর ই করা। এই টিউটোরিয়াল আমি পুরটাই দেয়ার চেষ্টা করেছি। এমনকি এই ক্লাসরুমের মডেল পর্যন্ত আপনাদেরকে upload করে দিলাম জাতে আপনারা practice করতে পারেন। ৫০ মেগাবাইট মনে হয় না খুব বড় একটা ভিডিও টিউটোরিয়াল এর জন্যে। donwalod করে দেখলে খুব একটা ক্ষতি হবে বলে মনে হয় না।

এক কথায় অসাধারন হয়েছে 🙂
এহসান ভাই, এই রকম একটা টিউটোরিয়াল-ই এতো দিন ধরে খুজছিলাম। আমার তো মনে হয় এই টিউটোরিয়াল দেখলে আমি আপনার থেকেও ভালো কাজ করতে পারবো, কি বলেন ভাই?
এই রকম আরো অনেক ভালো টিউনস ভবিষ্যতে আমাদেরকে উপহার দিবেন বলে আশা করছি।
অনেক ধন্যবাদ।

Vhai pagol kore fellen………..jotil & aro chai

oshadharon….
bhaijan থ্রিডি স্টুডিও ম্যাক্স ডিজাইন ২০১২, ৬৪ বিট er mediafire download linkta diyle khushi hoitam……

    সফটওয়্যার এর ট্রায়াল ভার্সন টা এখান থেকে নামিয়ে ফেলুনঃ http://usa.autodesk.com/adsk/servlet/download/item?id=16324323&siteID=123112&nd=1 রিসিউমেবল লিঙ্ক তাই ইচ্ছা কত নামান। ফর্ম টা তে যা ইচ্ছা ফিল উপ করে দিন। তারপর ডাউনলোড নাউ এ ক্লিক করুন , আপনাকে দেখাবে কোথায় সেভ করবেন। পেজ টা বুকমার্ক করে রেখে দিন।সময় মত রিসিউম করে ডাউনলোড করে ফেলুন।
    তারপর এই লিঙ্ক থেকে কি জেনারেটর দিয়ে ট্রায়াল ভার্সন কে ফুল ভার্সন বানিয়ে নিনঃ http://www.mediafire.com/?6x7ow91rcbio7ku#1

Level 0

ধন্যবাদ আপনাকে অসাধারন ডিজাইন আমাদের উপহার দেয়ার জন্য।…..আশাকরি নিয়মিত পোষ্ট করবেন………..

    আপনাকেও ধন্যবাদ। আমি কিন্তু শুধু আমার ডিজাইন পোস্ট করিনি , ডিজাইন টা কিভাবে তৈরি করলাম ওইটার টিউটোরিয়াল পোস্ট করেছি।

vai onak thnx ata share korar jonna. ame chittagong at 1ta architectural frm a job designer hisabay job kori. ame onak din dhoray vray niya kaj kortay try kortaysi but partaysina. akon kaj kolo kono rokom mantal ray diya koray faltaysi bt vray ta sikar amar kub icca. a niya bistarito ak2 kotha boltay chai. apnar mob num ta daya jabay ke? amar mob num 01911273969
email address holo [email protected]. pls apnar emailtao diya. w8ing for ur ans bro

    দেখলেন ই ত মেন্টাল রে দিয়ে কতটুকু রিয়ালিস্টীক করা সম্ভব। আপনার জিজ্ঞাসা জানিয়ে আমাকে মেইল করতে পারেন [email protected]

vai vray or other realistic ray niya kono bangla tutorial asay? pls thaklay link dan or apnar shatay personally meet korar kono contac dan plssssssssssssssssssssssss ata amar ruji ruti…………………r 1ta kotha [স্প্যাম] link tar kono id ke hack kora jabay 3d r onak template collect kora jabay

Level 0

এক কথায় অসাধারন হয়েছে। চালিয়ে যাবেন তা নাহলে খবর আছে। হা হা হা…………………..। অনেক ধন্যবাদ।

আপনার ভিডিও টি ডাউনলোড দিলাম।ভাই, আমার এসবে খুবই আগ্রহ। কিন্তু এসব থ্রিডির কাজ কি আমার এই কনফিগারেশনের পিসিতে কি হবে?

intel g31 @ 2.6
ram- 1 gb
graphic card – built in 256 mb

    intel g31 @ 2.6 — এইটা ত মাদারবোর্ড এর মডেল বললেন। প্রসেসর এর মডেল বলেন। আপনি শিখতে পারবেন কোন সমস্যা নাই। কিন্তু প্রডাকশন এর কাজ করতে হলে আরেটু ভাল পিসি লাগবে।১ গিগা রেম যথেষ্ট না। আর বিল্ট ইন গ্রাফিক্স কার্ড ও এ ক্ষেত্রে আপনাকে খুব একটা সাহাজ্য করবে না

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এইভাবেই চেয়েছিলাম বাংলাতে ভিডিও টিউটোরিয়াল প্রয়োজনে ২/৩ দিন ধরে ডাউনলোড হোক সমস্যা নাই, আমার আনলিমিটেড 🙂 ।

.3ds , .fbx বা .obj file ==> link ta update koren plz.

ভাই ডাউনলোড দিলাম আশা করি সুন্দর হয়েছে।
দেখার পরে ‍াাবার কমেন্টস করব।
ভাল থাকবেন।

ভাই জান আমার pc motherboard – intelDG45id(DDR2). Video out put এর জন্য কোন VGA Port নাইDVI port আছে, আর HDMI Supported, এটাতে একটা মাত্র Graphics Card এর ‍slot আছে যেটার পাশে লেখা x16 এটা কি জানিনা আমি। এখন এটাতে কোন কোম্পানির Graphics Card লাগালে ভাল হয় আর কোন মডেল এই মাদার বোর্ড সাপোর্ট করবে দয়াকরে বিস্তারিত জানাবেন।
আমার processor- intel core 2 duo 2.93ghz.
Ram – DDR 2(2GB) Apacer.
HDD- 500GB.

    @মাষ্টার ইয়াছিন: আপনি যে কুনো ব্রান্ডের কার্ড লাগাতে পারবেন এইটাতে। তবে মেক্স এর কাজের জনে এট লিস্ট ১ গিগা মেমোরির কার্ড লাগাতে হবে ভাল কুনো চিপসেট এর। আপনার বাজেটের উপর নির্ভর করে আপনি কুন কার্ড লাগাবেন

ভাই আইজকা পাইছি আর ছারুম না ,আপনাকে না ভাই টিউটোরিয়াল টাকে
আর হ্যা এত সুন্দর একখান টিউটোরিয়াল এর জন্য ধন্যবাদ,ভবিষ্যতে আরও আসা করি

Level 2

ভাই, আমাকে 3d studio max 7, 7.5 or 11 er activation code দেওয়া যাবে, ফ্রী ট্রায়াল অনেক আগেই শেষ হয়ে গেছএ তাই এখন ইউজ করতে পারছি না। দিলে খুব উপকৃত হব।

Level 0

vaia ame architchtural vegualaigetione deploma kortese deffodile apnar sathe kevabe sorasore contuct korte pare?

Level 0

vai ami onek chesta korlam , kinto tutorial er dolnload link taa passi na. jode ekto help kore khub khushe hobo

Level 0

v-ray render niye janthy chai … help me………

ভাই টিউটোরিয়াল এর ডাউনলোড লিঙ্কটা ডেড হয়ে গেছে, দয়া করে কেউ কি আমাকে লিঙ্কটা দেবেন। কারন আমি ম্যাক্স এ ৩ ডি পারি, কিন্তু ভাল রেনডারিং পারি না । লিঙ্কটা দিলে আমি ভীষণ উপকৃত হতাম।