আমার আগের ৮০০$ এর প্রজেক্ট পোস্ট এর পরে ( https://www.techtunes.io/freelancing/tune-id/63478/) অনেকেই ফটরিয়েলিস্টিক রেন্ডারিং এর টিউটোরিয়াল চেয়েছিলেন। আজকে হাতে কিছু সময় থাকায় বসে গেলাম একটা টিউটোরিয়াল বানাতে। কিন্তু টিউটোরিয়াল বানাতে যে এত ঝামেলা এইটা জানা ছিল না। যাই হোক টিউটোরিয়াল এর প্রসঙ্গে আসি।
আমাদের দেশে অনেকেই থিডি এর কাজ জানে কিন্তু কোয়ালিটি আউটপুট এর অভাবের কারনে অনেক ভাল কাজ ও খুবই সাধারন দেখায়। আরও আউটপুট ভাল হলে অনেক সাধারন কাজকেও অসাধারন মনে হয়। আউটপুট বলতে আমি বোঝাচ্ছি লাইটিং আর রেন্ডারিং এর কথা।
এই টিউটোরিয়াল টা থিডি ইন্টেরিওর এ আগ্রহী সবার জন্যেই। ঢাকাতে আমার জানা অনেকে হাজার হাজার টাকা খরচ করেন অনেক মানুষ এই জিনিস শেখার জন্যে কিন্তু ভাল শেখানোর জায়গা আমাদের দেশে খুবই অভাব। আমি চেয়েছি স্বল্প সময়ের মাঝে যত সহজ করে পারা যায় বোঝানোর, জানিনা কতটুকু সফল হয়েছি , আপনারাই বলবেন সেটা।
এই টিউটোরিয়াল টি ফলো করলে নিচের ভিউ এর মত রেন্ডার করতে পারবেন... এই ক্লাসরুমের থ্রিডি সিন টাও আপনাদের জন্যে আপলোড করলাম ...
ফাইনাল আউটপুটঃ http://i55.tinypic.com/2ps0kll.jpg
টিউটোরিয়াল এর সফটওয়্যালঃ থ্রিডি স্টুডিও ম্যাক্স ডিজাইন ২০১২, ৬৪ বিট , এছাড়া অন্য পুরাতন ভার্সন এর ম্যাক্স ও হবে। তবে ২০১২ বা ২০১১ ভার্সন রিকমন্ডেড
টিউটোরিয়াল টির সাইজ ৫২ মেগাবাইট। এটি পুরো আধা ঘণ্টার ভিডিও টিউটোরিয়াল।
উপরের ফাইল ওপেন না করতে পারলেঃ
.3ds , .fbx বা .obj file ( import করতে হবে ): http://www.mediafire.com/?htcf1omol9ppi2
যারা থ্রিডি স্টুডিও ম্যাক্স ডিজাইন ২০১২ ডাউনলোড করতে চান তাদের জন্যে ...
সফটওয়্যার এর ট্রায়াল ভার্সন টা এখান থেকে নামিয়ে ফেলুনঃ http://usa.autodesk.com/adsk/servlet/download/item?id=16324323&siteID=123112&nd=1
এটা রিসিউমেবল লিঙ্ক তাই ইচ্ছা কত নামান। ফর্ম টা তে যা ইচ্ছা ফিল উপ করে দিন। তারপর ডাউনলোড নাউ এ ক্লিক করুন , আপনাকে দেখাবে কোথায় সেভ করবেন। পেজ টা বুকমার্ক করে রেখে দিন।সময় মত রিসিউম করে ডাউনলোড করে ফেলুন।
তারপর এই লিঙ্ক থেকে কি জেনারেটর দিয়ে ট্রায়াল ভার্সন কে ফুল ভার্সন বানিয়ে নিনঃ http://www.mediafire.com/?6x7ow91rcbio7ku#1
আমি মোঃ এহসানুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরকিটেকচারাল ভিসুয়ালাইজেশণ এ সুধু বাইরের কাজ করি freelancer হিসাবে।
ভেবেছিলাম লিখে লিখে স্ক্রীনসট আকারে দিয়েছেন। এত বড় ফাইল ডাউনলোড করতে হবে!?
না করেও থাকতে পারলাম না 😛