কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
পাওয়ারপয়েন্ট শেষ করে ওয়ার্ড এর উপর টিউন শুরু করলাম।যানিনা আপনাদের কতটুকু বুঝাতে পারছি।যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তবে comment এর মাদ্দমে জানাদেন।
***আজকে আপনাদের দেখাব, কিভাবে text direction change করা যায়।
***প্রথমে Microsoft office word খুলে যেকোন কিছু লিখুন।
***তারপর, প্রথম word টুকু সিলেক্ট করে format>drop cap এ ক্লিক করুন।
***এরপর, মাঝখানের স্টাইল টি সিলেক্ট করে ok ক্লিক করুন।
***দেখবেন, ওয়ার্ড টি বড় আকারে দেখাচ্ছে। এবার, word টিকে আবার সিলেক্ট করে format>text direction এ ক্লিক করুন।
***এবার, বাম পাশের style টিতে ক্লিক করে ok ক্লিক করুন।
***দেখুন, text direction change হয়ে গেছে।
***এবার, file>save এ ক্লিক করে ফাইল টি সেভ করুন।
আমার powerpoint এর সবগুলো টিউন দেখতে নিচের লিঙ্ক এ যান।
https://www.techtunes.io/chain-tunes/lets-learn-microsoft-powerpoint/
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
আপুনি মনে হয়, একটা একটা করে বুজিয়ে টিউন করলে আমাদের বুজতে সুবিধা হত। যেমন File,Edit,View এইভাবে করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে।