আসুন শিখি Microsoft office word part-3 (আজকের বিষয় text direction)

আসুন শিখি Microsoft Office Word

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

পাওয়ারপয়েন্ট শেষ করে ওয়ার্ড এর উপর টিউন শুরু করলাম।যানিনা আপনাদের কতটুকু বুঝাতে পারছি।যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তবে comment এর মাদ্দমে জানাদেন।

***আজকে আপনাদের দেখাব, কিভাবে text direction change করা যায়।

***প্রথমে Microsoft office word খুলে যেকোন কিছু লিখুন।

***তারপর, প্রথম word টুকু সিলেক্ট করে format>drop cap এ ক্লিক করুন।

***এরপর, মাঝখানের স্টাইল টি সিলেক্ট করে ok ক্লিক করুন।

***দেখবেন, ওয়ার্ড টি বড় আকারে দেখাচ্ছে। এবার, word টিকে আবার সিলেক্ট করে format>text direction এ ক্লিক করুন।

***এবার, বাম পাশের style টিতে ক্লিক করে ok ক্লিক করুন।

***দেখুন, text direction change হয়ে গেছে।

***এবার, file>save এ ক্লিক করে ফাইল টি সেভ করুন।

আমার powerpoint এর সবগুলো টিউন দেখতে নিচের লিঙ্ক এ যান।

https://www.techtunes.io/chain-tunes/lets-learn-microsoft-powerpoint/

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপুনি মনে হয়, একটা একটা করে বুজিয়ে টিউন করলে আমাদের বুজতে সুবিধা হত। যেমন File,Edit,View এইভাবে করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে।

    ভাইয়া আমি toolbar এর format option এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচোনা করছি। প্রথমে font নিয়ে, তারপর drop cap, এরপর text direction নিয়ে আলোচোনা করেছি। আগামি part এ column এর ব্যাবহার দেখাব। একটু কস্ট করেন, দেখবেন সহজ হয়ে গেছে।

আপনাকে ধন্যবাদ । Excel নিয়ে কবে করবেন?

ami o apnar sathay akmot

ধন্যবাদ টিউটরিয়াল গুলো লেখার জন্য।
ballygunge court টি দেখলাম, মন খারাপ হয়ে গেল।

    বাস্তবতা অনেক কঠিন। এই ছবিতে এটাই তুলে ধরা হয়েছে।

    ধন্যবাদ, comment করার জন্য।

চালিয়ে যান………..পরবতী টিউনগুলো অপেক্ষা আছি……………..
জাকির ভাই ballygunge court এর ডাউনলোড লিংক দেন…………

Level 0

ধন্যবাদ। data entry নিয়ে tune করার ইচ্ছা আছে কি?

সুন্দর টিউন। নতুন একটা ফিচার জানলাম।

    সামনে আরও অনেক কিছু নিয়ে আসব। সাথে থাকবেন।

ধন্যবাদ শিখানোর জন্য

Level 0

Valo Laglo. Pls go ahead

    i want to continue. give your comments because all of your comments inspire me to continue………………………..

এই জিনিসটা জানতামনা, এখন জানলাম