“আসুন শিখি Microsoft powerpoint part-17″(শেষ part)

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমার powerpoint এর শেষ টিউন।জানিনা কতটুকু আপনাদের দিতে পারলাম।

আমি যতটুকু জানি,তা আপনাদের সাথে শেয়ার করেছি।আপনাদের অনুপ্রেরনার ফলে আমি এতোদূর আসতে পেরেছি।

আপনাদের সাথে সারাজীবন থাকার ইচ্ছে।দোয়া করবেন যেন পাশে থাকতে পারি।

***আজকে আপনাদের সাথে powerpoint এর header and footer ফাইল নিয়ে আলোচোনা করব।

***প্রথমে file>open এ ক্লিক করে powerpoint এর ফাইল টি ওপেন করুন।

***তারপর, view তে গিয়ে নিচের দিকে arrow তে ক্লিক করুন।

***এরপর, header and footer এ ক্লিক করুন।

***দেখবেন একটি dial up বক্স এসেছে।

***এবার, update automatically, slide number এ ক্লিক করুন।তারপর, apply to all এ ক্লিক করুন।

***দেখুন ডানে নিচে page number, আর বামে নিচে তারিখ,মাস,বছর চলে এসেছে।

***এবার,file>save এ ক্লিক করে ফাইল টি সেভ করুন।

আমি খুব খুশি যে আমি আমার কথা রাখতে পেরেছি।আসুন আমরা শপথ করি আমরা techtunes কে বাংলাদেশ এর সব জায়গায় ছড়িয়ে দিব।সবাই যেন বলে এমন একটা website আছে যেখান থেকে সবকিছু শেখা যায়।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

line 4 plz correct it
Thanks

    কোন লাইন বুজতে পারছি না।কোন word টা।

এখনও আছি। বরাবরের মতই ভাল হয়েছে।

ভাল লাগল ……………..এগিয়ে চলুন ………..সাথে আছি

আপুনি আসলে প্রযুক্তিপ্রেমি। আপুনি এবং মিঠূ ভাইয়ের মত, সবাইকে টিউনের পর্বের ধারাবাহিকতা রক্ষা করা উচিত।অনেকে ধন্যবাদ।

কমেন্ট ইডিট করার অপশন মনে হয় স্বপ্ন থেকে যাবে। অনেকে না অনেক ধন্যবাদ।

আপনাকে অভিনন্দন Microsoft power point নিয়ে সুন্দর একটি ধারাবাহিক টিউন শেষ করার জন্য।

আমি অনেক দিন ধরে ট্রাই করছি, পারছি না
মনে করেন ১মেগা, ৫১২ কিলো,১২৮ কিলোর জন্য তিনটি রো থাকবে প্লে করলে কলামগুলো প্তথম বিন্দু থেকে শেষ বন্দুতে যাবে, গতির অনুপাত ঠিক থাকবে

এরকম কি করা যাবে? আমি একটা সেমিনারে দেখেছিলাম

ভাই এইটা তো খুব ভালো হইলো
এইবার নতুন কিছু

Power point সম্পর্কে আমার একেবারেই ধারণা নেই । আপনার টিউনগুলো দেখে দেখে আমি যে ফাইলটা তৈরী করলাম, আমি বুঝতে পারছিনা এটা দিয়ে আমি এখন কি করব । যদি একটু বুঝিয়ে বলতেন ।

Level 0

how can i make my own slide design? pls describe in detail.

Sotti tuner dada oshadaron hoyese.. evabe nijeke onner jonne biliye diye sotti apni mohan kaz koresen. kintu amar j excel’r tutorials gulio dorkar..amar jonne ki kisu korar ase?

খুব ভালো লাগল। এই ধরনের টিউন আরো বেশি চাই।