আপডেটঃ হায়রে, এরেই বলে দূর্ভাগ্য! টিউন দেয়ার আধাঘন্টার মাথায় সাইটের সার্ভার ডাউন। সাইট এডমিন জানালেন টেকনিক্যাল কিছু সমস্যা হওয়ার কারণে কিছুদিন ফ্রি লিচিং বন্ধ থাকবে। ঠিক হওয়া পর্যন্ত আপাততঃ লিচিং এর জন্য নিচের সাইটগুলো ব্যবহার করতে পারেন (রেজিস্ট্রশন আর ব্যবহারের নিয়ম নিচের দেয়া সাইটের ক্রিনশটের মতই) -
.....................
ফাইল শেয়ারিং সাইটগুলা টাকা ছাড়া ডাউনলোড ম্যানেজার আর রিজিউম সাপোর্ট দিতে চায়না। কিন্তু এইসব ত্যাদর ফাইল শেয়ারিং সাইট থেকে লিচিং করে ফ্রি ফ্রি প্রিমিয়াম ইউজার সুবিধা পাওয়া যায়। লিচিং নিয়ে জানতে ঘুরে আসতে পারেন সামুতে আমার লেখা পুরানো সেই পোস্টে
আগের দেয়া লিচিং সাইটটা আজকাল প্রায়ই ডাউন থাকে। তাই নতুন সাইট খুঁজে বের করলাম। এটা দিয়ে প্রতিদিন ১ গিগা লিচিং করতে পারবেন কিভাবে কি করতে হবে নিচে ছবিসহ দিয়ে দিলাম-
১. এই সাইটে গিয়ে ফর্ম ফিলাপ করে সাবমিট বাটনে ক্লিক করুন।
২. যে মেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেটায় ঢুকে লিঙ্কে ক্লিক করে আপনার একাউন্ট কনফার্ম করুন। (ইনবক্সে মেইল না পেলে স্প্যাম ফোল্ডারে পাবেন, ঢুকে কনফার্ম করুন)।
আপনার একাউন্ট এখন ব্যবহারের জন্য তৈরী!
৩. Free URL Leech এ গিয়ে আপনার ফাইলের এড্রেস দিয়ে Upload বাটনে ক্লিক করুন।
৪.দেখুন ফাইলটি ওদের সার্ভারে আপলোড হচ্ছে।
এদের সার্ভারের আপলোডিং স্পিড দেখে তো চোখ কপালে উঠল, ২৯০০কেবি/সেকেন্ড!!! যাই হোক, ১০০% আপলোড শেষে উপরের MY FILES গিয়ে লিস্ট থেকে আপনার ফাইলটির উপর ক্লিক করে ফ্রি ডাউনলোড সিলেক্ট করুন।
৫.তারপর Create download link এ ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাংখিত রিজিউমেবল ডাউনলোড লিঙ্ক।
আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...
থাম্ব ডাউন দিলেন কে ভাই? চুলকায়??