ফ্রি ফ্রি আজীবন র‍্যাপিডশেয়ার, মেগাআপলোড, হটফাইল, ফাইলসনিক, ফাইলসার্ভের প্রিমিয়াম ইউজার সুবিধা!!! (আপডেটেড)

আপডেটঃ হায়রে, এরেই বলে দূর্ভাগ্য! টিউন দেয়ার আধাঘন্টার মাথায় সাইটের সার্ভার ডাউন। সাইট এডমিন জানালেন টেকনিক্যাল কিছু সমস্যা হওয়ার কারণে কিছুদিন ফ্রি লিচিং বন্ধ থাকবে। ঠিক হওয়া পর্যন্ত আপাততঃ লিচিং এর জন্য নিচের সাইটগুলো ব্যবহার করতে পারেন (রেজিস্ট্রশন আর ব্যবহারের নিয়ম নিচের দেয়া সাইটের ক্রিনশটের মতই) -

http://www.6ybh-upload.com/

http://ravishare.com/

http://filezup.com/

.....................

ফাইল শেয়ারিং সাইটগুলা টাকা ছাড়া ডাউনলোড ম্যানেজার আর রিজিউম সাপোর্ট দিতে চায়না। কিন্তু এইসব ত্যাদর ফাইল শেয়ারিং সাইট থেকে লিচিং করে ফ্রি ফ্রি প্রিমিয়াম ইউজার সুবিধা পাওয়া যায়। লিচিং নিয়ে জানতে ঘুরে আসতে পারেন সামুতে আমার লেখা পুরানো সেই পোস্টে

আগের দেয়া লিচিং সাইটটা আজকাল প্রায়ই ডাউন থাকে। তাই নতুন সাইট খুঁজে বের করলাম। এটা দিয়ে প্রতিদিন ১ গিগা লিচিং করতে পারবেন :D কিভাবে কি করতে হবে নিচে ছবিসহ দিয়ে দিলাম-

১. এই সাইটে গিয়ে ফর্ম ফিলাপ করে সাবমিট বাটনে ক্লিক করুন।

২. যে মেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেটায় ঢুকে লিঙ্কে ক্লিক করে আপনার একাউন্ট কনফার্ম করুন। (ইনবক্সে মেইল না পেলে স্প্যাম ফোল্ডারে পাবেন, ঢুকে কনফার্ম করুন)।

আপনার একাউন্ট এখন ব্যবহারের জন্য তৈরী!

৩. Free URL Leech এ গিয়ে আপনার ফাইলের এড্রেস দিয়ে Upload বাটনে ক্লিক করুন।

৪.দেখুন ফাইলটি ওদের সার্ভারে আপলোড হচ্ছে।

এদের সার্ভারের আপলোডিং স্পিড দেখে তো চোখ কপালে উঠল, ২৯০০কেবি/সেকেন্ড!!! :-* যাই হোক, ১০০% আপলোড শেষে উপরের MY FILES গিয়ে লিস্ট থেকে আপনার ফাইলটির উপর ক্লিক করে ফ্রি ডাউনলোড সিলেক্ট করুন।

৫.তারপর Create download link এ ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাংখিত রিজিউমেবল ডাউনলোড লিঙ্ক।

Level New

আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থাম্ব ডাউন দিলেন কে ভাই? চুলকায়??

    থাম্বস ডাউন আর থাম্বস আপ কেন দেয়া হয় আর এর ফলাফল বোধহয় আপনার কাছে অজ্ঞাত, থাম্বস আপ দেয়া হয় যদি টিউনটি নির্বাচিত টিউন হিসেবে মনোনয়ন দেয়ার ইচ্ছা থাকে, আপনি যে টিউনটি করেছেন, এটি দরকারী কিন্তু এটি কি নির্বাচিত হওয়ার যোগ্য? [আমি কিন্তু থাবস আপ দিসি – প্রথম থাম্বস আপ] :lollol:

    নির্বাচিত হওয়ার যোগ্য সেটা তো আমি বলি নাই। পোস্ট নির্বাচিত হবে থাম্বস আপের ভিত্তিতে, এইভাবে থাম্ব ডাউন দেয়ার তো কোন প্রয়োজন দেখিনা! এমন তো না যে, এইটা পিটিসি রেফারেল বাড়ানোর পোস্ট যে দলে দলে থাম্ব ডাউন দিয়া টিউনারকে নিরুৎসাহিত করতে হবে। যার লাগবে সাইটটা ব্যবহার করবে, আর যার লাগবেনা তার এই পোস্টে ঢুকারই দরকার দেখিনা। আলগা চুলকানি থাকলে অবশ্য ভিন্ন কথা…আমাদের দেশে আবার অনেকের পশ্চাৎদেশে অকারণেই জ্বলুনি হয় 😛

হা হা। স্ক্রিশট খুব মজা পাইলাম !!!

    লাক খারাপ। পোস্ট দেয়ার আধাঘন্টার মধ্যে সাইট ডাউন 🙁

টিউনটি করার জন্য আপনাকে ধন্যবাদ। তবে দেখুনতো এখন আপলোড করতে পারেন কিনা?…………… দেখেছেন এখন আর Free URL Leech অপশনটি নেই। ওদের সার্ভারে কিছু সমস্য আছে। এগুলো আমার চোখে পড়ার কারনে আমি ওদেরকে জানিয়েছি। সে কারনে ওরা এই সিস্টেম বন্ধ রেখেছে। নিচে আমার আর ওদের সার্ভিসারের মধ্যের কথাগুলো দিলাম।

সার্ভিস ম্যান: Hello Adnan, my name is Technical Support, how may I help you?
আমি: i have find a problem in miga host
সার্ভিস ম্যান: How can I help You?
আমি: when i upload a files by leech then i got this error massage- Error: Received HTML page instead of file
সার্ভিস ম্যান: Thanks for helping us I will disable the url leach at the moment until we fix that.
আমি: when i can leech in your site goodly ?
সার্ভিস ম্যান: I will make sure that this will be fixed in less than a week.
সার্ভিস ম্যান: i apperciate your help.
আমি: Thanks, please try to fix it fast. bye bye……….
সার্ভিস ম্যান: Thank you for using our services, you're welcome anytime to contact us. You can also contact us by sending an email to: [email protected]
Good Bye.
একজন 'ওয়েবসেবক' হিসেবে এগুলো করা আমি আমার দ্বায়িত্ব মনে করি। আপনাদের মতামত কি?

    তাইতো দেখছি!!!!! ধূর! গত ১০ দিন ধরে ধুমায় লিচিং করে যাচ্ছিলাম 🙁 এমনকি স্ক্রিনশটগুলা আজকে সকালে তুলে তুলে পোস্ট লিখলাম এত কষ্ট করে। দেখি দুই-একদিন অপেক্ষা করে, ঠিক হয়ে যাবে আশা করি…আপাতত লিচিং এর জন্য আগের সাইটটাই ভরসা

ধন্যবাদ। কাজে লাগবে।

আমি লগিন করেছি Free URL Leech এই লেখাটাই ত নাই ?

    এরপর আরেকটাতে গেলাম এই লেখা আসে Error: Can not leech fileserve file

    http://www.6ybh-upload.com/ দুরু মিয়া বেহুদা টাইম নস্ট।

    পোস্টের শুরুতে যে বোল্ড করে আপডেট দিয়েছি সেটা কি চোখে পড়েনাই?! আপনি না পারলে অফ যান, বেহুদা কমেন্ট কইরেন না

    6ybh -এ লেখাই আছে- Supported sites : 2shared.com, 4shared.com, Depositfiles.com, Easy-share.com, Filefactory.com, Filesonic.com, Hotfile.com, Megaupload.com, Netload.in, Rapidshare.com। এরা যে, Fileserve লিচিং সাপোর্ট করেনা এটা কি আপনার চোখে পড়েনাই? নিজে না বুইঝাই আবালের মত কমেন্ট করেন। আপনে যে চোখে দেখেননা, এই ব্যাপারে সিঊর হইলাম X(

রাফি ভাই, আমি সামুতেই আপনার পোস্ট পড়ে এগুলো কাজে লাগাই, আপনি আমার জীবন চেঞ্জ করে দিসেন ভাই, আর কেউ পারুক আর না পারুক, আমার বহুত কাজে লাগসে, আমিতো কিউবি ১২ জিবি প্যাকেজ থেকে আনলিমিটেডে চলে যাব আজকে মুভি নামানোর জন্য। সামুতেই আপনাকেই ধন্যবাদ জানাতাম, কিন্তু ওখানে আমার নিক কোনও জীবনেই সেইফ হয়না, কত নিক খুললাম, কিন্তু ঠিক কি কারনে ব্যান করে টা আজও বুঝতে পারলাম না 🙁 যাইহোক ভাই এই ধরনের নতুন সাইটের সন্ধান পাইলে, জানাইতে দেরি কইরেন না প্লিজ 😉

    যাক, টেকটিউন্সের কেউ একজন তো থ্যাঙ্কস দিল 🙂 সামুতে যেই পোস্ট ৫৬ জন লাইক করে সেখানে এখানে সেই একই বিষয়ক পোস্টে পাই ৫২ টা থাম্ব ডাউন। অযথাই বেগার খাটব, অথচ প্রাপ্যটাও পাবনা। পোস্টের শুরুতে আপডেটে লিখেই দিলাম মূল ঘটনা, তারপরও এমন আচরণ খুবই দু:খজনক।

    এখানে যারা থাম্ব ডাউন দিয়ে যাচ্ছেন তারা হয়ত ভেবেছেন Migahost থেকে রেফারেলের জন্য আমি $$ পাওয়ার আশায় এই পোস্ট দিয়েছি। অথচ, এই পোস্ট থেকে যদি একহাজার জনও রেজিস্টার করে মিগাহোস্ট কিন্তু রেজিস্টার্ড রেফারেলের জন্য আমাকে ১ পয়সাও দিবেনা। একজন ব্লগারকে তার প্রাপ্য সম্মান দিতে টিটির বেশীরভাগ ইউজারদের কেন এত আপত্তি বুঝতে পারলাম না।

রাফি ভাই আমি যখন কমেন্ট টা করি, তখনও থাম্বস ডাউন ছিলও ১৩ টা, আপ ছিলও ১২ টা, আমি আপ দিয়ে ১৩ টা ১৩ টা করছি, বাট আমি আপনার কি লগার নিয়ে পোস্ট টা পইরা আবার এখানে আসতে আসতে দেখি ৫২ টা হয়ে গেছে, এগুলো দলগত আবালদের কাজ 😉 টেকটিউন্স এখন ব্যাপক আবালে ভরা, আপনি এখানকার রিসেন্ট পোস্টগুলো দেখুন, বিশ্বাস করতেই হবে 🙂 ভাই মন খারাপ কইরেন না, আপনি আপনার লেখা চালিয়ে যান

    যত অপ্রয়োজনীয়ই হোক না কেন, আমার নিজের কাছে আমার লেখা পোস্টগুলা বড় আদরের ধন। আমার লেখা বুঝতে না পারলে কিংবা ভাল না লাগলে পোস্টে না ঢুকলেই হয়। নিরিহ ধরণের পোস্টের রেসপন্সেও টিটির অধিকাংশ ব্লগারের আচরণে আমি আহত ও মর্মাহত। এখানে কমিউনিটি ব্লগিং এর ইচ্ছেটাই মরে গেল 🙁

    @টেকটিউন্সের এডমিনকে- টিটিতে আমার এ পর্যন্ত লেখা সমস্ত পোস্টগুলো মুছে ফেলার অনুরোধ জানাচ্ছি। লেখক হিসেবে আমার সেই ক্ষমতা আছে নিশ্চয়ই? সম্ভব হলে আমার আইডিটাও মুছে ফেলার অনুরোধ জানাচ্ছি। টিটি আমার জন্যে নয়, বা আমি টিটির যোগ্য নই।

মিঃ রাফি মাহমুদ, টেকটিউনসে আপনার পোস্ট গুলা দেখলাম। কমেন্টগুলাও। আপনার ব্লগে লিখা দেখে মজা পেলাম। আপনার এ একটা লিখা

"১০০ মেগাবাইটের একটা ফাইলের ৯৮% ডাউনলোডের পর নেটলাইন/ কারেন্টটা গেলে চুল ছিড়তে মন চাইতেই পারে /:) /:) :(( (আমি নিজের বহুত চুল ছিড়সি একসময়)"

এটা দেখে না হেসে পারলাম না। ভাই আমি ৮জিবি পর্যন্ত ফাইল ধাপে ধাপে ডাউনলোড করেছি, কোনো প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়াই। IDM দিয়ে আপনি যে কোনো সাইট এর যেকোনো ব্রোকেন ডাউনলোড এক্সাক্ট ওই লোকাশান থেকেই ডাউনলোড করতে পারবেন। আপনার স্ট্যাটিক আইপি না থাকলেও সম্ভব এটা। র‍্যাপিডশেয়ার থেকেও IDM দিয়ে ব্রকেন ডাউনলোড করা সম্ভব। আর মিডিয়াফায়ার থাকতে অন্য কোথাও কেন যাব? সবই পাই এখানে। মুভির জন্য সাইট লাগেনা, মিডিয়াফায়ারে খুজলেই পাবেন। যাই হোক, আপনার মন্তব্য আর ব্যাবহার দেখেই হয়ত সবাই থাম্ব ডাউন দিচ্ছে। একজন মানুষের পরিচয় তার ব্যাবহারে। সমালোচনা করেন, তবে এভাবে তীক্ষ্ণ মন্তব্য করা ঠিক না। পোস্ট যাদের ভালো, তারা ঠিকই প্রাপ্য সম্মান ও থাম্ব আপ পায়। আমিও আপনার মত শব্দ ব্যাবহার করতে পারতাম। তবে দরকার নাই। মানুষ ভালোমতোই বুঝবে কেমন। আর রানার ভাইএর মন্তব্যের প্রতি মন্তব্য দেখে আরোই হতাশ হলাম। একটা টিউন করার পর তা নিয়ে অন্যদের সমস্যার সমাধান করা আপনার দায়িত্ব। না পারলে ভালো ব্যাবহার করবেন, সেটুকুই যথেষ্ট।

    আমার এই পোস্ট টা দেখেন, থাম্ব ডাউন ই বেশি। https://www.techtunes.io/reports/tune-id/61995/ তবে কেউ ১টাও অশালীন মন্তব্য করেছে কিনা দেখেন। এখানে টেকটিউনসের অনেক বিজ্ঞ ও পুরোনো টিউনার আছেন।

    আমি যদি একটা লিঙ্কে দুইদিনের জন্য রিজিউম সুবিধা পাই তাহলে মিডিয়াফায়ারে ব্রোকেন ডাউনলোড লিঙ্ক রিপ্লেসিং এর মত ঝামেলার পদ্ধতিতে কেন যাব?

    "মুভির জন্য সাইট লাগেনা, মিডিয়াফায়ারে খুজলেই পাবেন।" – ও আচ্ছা। আমি মুখ্য-সুখ্য মানুষ, আমার সাইট লাগে। সমস্যা হল দুনিয়ায় আমার মত বোকা মানুষের সংখ্যাই বেশী। এইজন্যই লাখ লাখ মানুষ নিয়ে Warez-bb ফোরাম আর এত এত মুভি ডাউনলোড সাইট বানানো হয়ছে।

    "আপনার মন্তব্য আর ব্যাবহার দেখেই হয়ত সবাই থাম্ব ডাউন দিচ্ছে"- আমি মন্তব্য দিতে বাধ্য হয়েছি ৫২টা থাম্ব ডাউন পাওয়ার পর। কারণ আমার বিচারে টিটিতে এর চাইতেও অনেক অদরকারী পোস্ট আসে।

    "একটা টিউন করার পর তা নিয়ে অন্যদের সমস্যার সমাধান করা আপনার দায়িত্ব"- জ্বি অবশ্যই। তবে যে সাইট Fileserve সাপোর্ট নেই, সেখানে যদি সাপোর্ট না পাওয়ার জন্য আমাকে "দুরু মিয়া বেহুদা টাইম নস্ট" জাতীয় কথা বলা হয় তাহলে আমার বেশী কিছু করার থাকেনা। 🙂

    আপনাকে আরও অনেক কথাই বলতে পারতাম। তবে ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে যেতে চাইছিনা। যেটুকু না বললেই নয় তা বলে আমি আমার অবস্থান ব্যাখ্যা করলাম শুধু। ধন্যবাদ 🙂

Level 0

Mipony software ব্যবহার করেন…।এতো ঝামেলার দরকার হবেনা।

ফ্রী leeching সাইট গুলো ভালই কাজে আসে। আমি থাম্বস আপ দিলাম।

    পুরো ব্যাপারটাই ছেলেমানুষির পর্যায়ে চলে গেছে…যত দোষ, বুড়া আংগুল ঘোষ! হাহা 😛

Level 2

darjo daren@@@@@@
salaiaa jan

Comments are closed.