ফরেক্স ট্রেডিং [পর্ব 2] ফরেক্স ট্রেডিং কি?

Forex trading কি?
আমরা যারা ইন্টারনেটে নিয়মিত আশাকরি তারা প্রায়ই একটি নাম শুনে থাকি আর তা হলাে Forex trading। এই Forex trading কি? চলুন আমরা জানতে চেষ্টা করি Forex trading কি Forex trading Foreign Exchange trade অথবা Foreign currency Exchange i সহজ বাংলায় বললে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করার মাধ্যমে ট্রেড করা। অর্থাৎ এক দেশের currency-এর সাথে অন্য দেশের currency বিনিময় করার মাধ্যমে ট্রেড করা।

আমরা যারা ইন্টারনেটে নিয়মিত আশাকরি তারা প্রায়ই একটি নাম শুনে থাকি আর তা হলাে Forex trading। এই Forex trading কি? চলুন আমরা জানতে চেষ্টা করি Forex trading কি Forex trading

Forex trading a foreign exchange trade i যেমন ধরুন আপনার কাছে ৭০ টাকা আছে ঐ ৭০ টাকা দিয়ে আপনি ১ ডলার কিনলেন। কিছু দিন পর দেখলেন টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে প্রতি ডলার সমান ৭৫ টাকা হয়ে গেল। এখন আপনি ঐ ১ ডলার ৭৫ টাকায় বিক্রি করে দিলেন ফলে আপনার ৫ টাকা লাভ হলাে।

আবার ধরুন টাকার বিপরীতে ডলারের দাম কমে ৭০ টাকা। এখন আপনি আবার ১ ডলার কিনলেন, ডলারের দাম বাড়লে আপনি আবার এই ডলার বিক্রি করে লাভ করবেন।

 

প্রথম পর্বটা দেখে আসুন ফরেক্স ট্রেডিং শুরুটা জেভাবে 

এভাবেই মুদ্রা ক্রয়-বিক্রয় করে আপনি লাভ করলেন।  Forex trading অনেকটা মুদ্রা ক্রয়-বিক্রয় করার মতাে। তবে Forex trading মুদ্রা ক্রয়-বিক্রয় এর মত এত কঠিন বা অনেক সময়সাপেক্ষ নয়। Forex trading আরাে অনেক সহজ। এখানে আপনাকে অনেক বেশি পরিমাণ টাকা ইনভেষ্ট করতে হবেনা বা অনেক সময় ধরে বসে থাকতে হবে না মুদ্রার দাম ওঠা-নামা করার জন্য। এখানে প্রতি ক্ষনে-ক্ষনেই মুদ্রার দাম উঠা-নামা করে। তাই বেশি সময় অপেক্ষা করতে হয়না। এখানে অল্প বিনিয়ােগ করেই ট্রেড করা যায়। ভালাে ভাবে trading করতে পারলে অনেক বেশি লাভ করা যায়।

Forex Market কি

Forex trading একটি online ভিত্তিক আন্তর্জাতিক মার্কেট। এই মার্কেটে পৃথিবীর অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশগুলাের মুদ্রা ক্রয়-বিক্রয় এর মাধ্যমে ট্রেড করা হয়। এই মুদ্রাগুলাে একটি দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রা জোড়া আকারে থাকে। এই মার্কেটে প্রতিদিন প্রায় চার ট্রিলিয়নের ডলারের বেশি লেনদেন হয়। সারা বিশ্বে এই মাকের্টের মতাে এত বড় ও জনপ্রিয় মার্কেট আর একটিও নেই। Forex trading এখন আমাদের দেশেও অনেক জনপ্রিয়। হয়তাে সুদূর ভবিষ্যতে এটি আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম একটি ক্ষেত্র হতে পারে।

এই মার্কেটটি কিছুটা শেয়ার মার্কেটের মতাে। তবে কিছুটা শেয়ার মার্কেটের মতাে হলেও এটি শেয়ার মার্কেট থেকে সম্পূর্ন আলাদা এবং নিরাপদ। এই মার্কেটটি অনেক বড় হওয়ায় কোন ব্যক্তি বা দেশের পক্ষে একে একক ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটি তার নিজ গতিতেই চলে। এই মার্কেটে ধ্বস বলে কিছু নেই। এটি এমন একটি মার্কেট যেখানে ট্রেড করতে জানলে কোন মুদ্রার দাম কমলেও লাভ আবার বাড়লেও লাভ। তাই এখানে মন্দাভাব বা ধ্বস বলে কিছু নেই। |

Forex trading কিভাবে করতে হয়

Forex trading করতে হলে আপনাকে যেকোন একটি Forex ব্রোকার সাইট থেকে Account খুলতে হবে। এই সাইটগুলাে আপনাকে অনেক সুযােগ-সুবিধা দিবে বিনিয়ােগ করার জন্য। Forex ব্রোকার সাইট নিয়ে পরবর্তীতে আরাে বিশদ আলােচনা করা হয়েছে। Forex মার্কেট সপ্তাহে শনিবার ও রবিবার ছাড়া বাকি পাঁচ দিনই পুরাে ২৪ ঘণ্টা খােলা থাকে। ফলে এই পাঁচ দিনের যে কোন সময় আপনার সুবিধামতাে ট্রেড করতে পারেন। তবে Forex trading-এ শুধুমাত্র যে currency trade হয় তা কিন্তু নয়।

এখানে আরাে অনেক ধরনের ট্রেড হয়। যেমন গােল্ড, সিলভার ইত্যাদি। তবে সেগুলাে ততটা জনপ্রিয় না যতটা currency trade জনপ্রিয়। আপনারা যারা Forex trading করতে চান তারা এই টিউন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাে পড়বেন এবং প্রােজেক্টগুলাে করে, পরে নিজে কিছু দিন practice করলে আপনিও পারবেন Forex trading করতে।

Forex trading-এর সুবিধা

Forex trading-এর অনেক সুবিধা রয়েছে। আমরা এখানে এর কিছু সুবিধা নিয়ে আলােচনা করবাে। সর্বপ্রথম আমি এর যে সুবিধার কথা বলব তা হলাে এটি একটি online ভিত্তিক প্রতিষ্ঠান।

ফলে যে কেউ চাইলে Forex trading করতে পারেন। কারন আপনি যে পেশারই হন না কেন যেখানে থাকেন না কেন আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং একটি ইন্টারনেট সংযােগ থাকলেই আপনি অন্য যেকোন কাজের পাশাপাশি Forex trading করতে পারেন এবং পৃথিবীর যেকোন জায়গায় বসে ট্রেড পরিচালনা করতে পারেন। আপনাকে এর পেছনে অনেক বেশি সময় ব্যয় করতে হবে না। শুধুমাত্র মাঝেমধ্যে আপনার ট্রেড লাইনটি check করলেই চলবে। আপনি যদি ট্রেড open করে সেখানে নাও থাকতে পারেন তারপরও আপনি চাইলে ট্রেন্ড আপনার নিয়ন্ত্রণ-এ রাখতে পারেন।

আপনি যদি ট্রেড চালু করে কম্পিউটারের সামনে নাও থাকতে পারেন তাহলেও কোন সমস্যা নেই কারন Stop loss এবং take profit system থাকার কারনে, আপনার ট্রেডে যদি লসও হয় তা হবে আপনি যতটুকু চান সে পর্যন্ত। আপনি লসের লিমিট যতটুকু দিবেন তার বেশি এক পয়শাও লস হবে না। সে জন্য এখানে Risk অনেক কম। কারন অনেক বেশি লস হওয়ার আশঙ্কা এখানে নেই। আপনি

থাকলেও লস বেশি হওয়ার আগেই ট্রেড বন্ধ হয়ে যাবে। আবার take profit এর মাধ্যমে যতটুকু লাভ হলে আপনি ট্রেড ক্লোজ করতে চান আপনি যদি সেখানে নাও থাকেন ঠিক সেই জায়গায় গিয়ে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে এবং লাভ আপনার Account এ যােগ হয়ে যাবে। ফলে এটি যেকোন পেশার মানুষ চাইলেই করতে পারেন। এমনকি যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা মাত্র কয়েক ঘণ্টা সময় দিয়ে ঘরে বসেই Earn করতে পারেন।

এর বিশেষ সুবিধা হলাে “Forex trading” করতে অর্থনীতিবিদ হতে হয় না, অনেক বেশি ইংরেজি জানতে হয় না এবং কোন কিছুর উপর বিশেষজ্ঞও হতে হয় না। শুধুমাত্র Forex trading-এর কিছু বিষয় সম্বন্ধে জেনে এবং trading করার কৌশল জেনে কিছু দিন practice করলেই যে কেউ করতে Forex trading করতে পারবেন।

তারপর যে সুবিধা তা হলাে স্বল্প বিনিয়ােগ করেও বিজনেস করা যায়। তাছাড়া অল্প বিনিয়ােগ করেও অনেক বেশি বিজনেস করা যায় লিভারেজ সুবিধার কারণে। লিভারেজ বা লােন হচ্ছে Forex trading এর বড় সুবিধা। Forex trading-এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে Demo trade করার সুবিধা। Demo trade হচ্ছে আপনার টাকা না, তাদের ভার্চুয়াল টাকা দিয়ে আপনি ট্রেড করবেন। Demo trade করার মাধ্যমে আপনি Forex trading শিখতে পারতেছেন বিনা Risk-এ এবং এই Demo trade করতে পারেন আপনার যতদিন ইচ্ছা ততদিন। যখন আপনি দেখবেন Demo trade- এ আপনার নিয়মিত লাভ হচ্ছে তখনই আপনি Real trade শরু করে দিতে পারেন।

তাহলে আমরা Forex trading এর যে প্রধান সুবিধাগুলাে দেখলাম তা হলাে :

১. এটি online ভিত্তিক হওয়ায় ঝামেলা কম। বিশ্বের যেকোন জায়গায় বসে ট্রেড পরিচালনা করা যায়।

২. অন্যান্য কাজের বা চাকরির পাশাপাশি করা যায়।

৩. ঘরে বসে ইনকাম করা যায়।

৪. কম পুঁজি দিয়ে বেশি বিজনেস করা যায়।

৫. Demo trade করা যায়। ৬. সময় বেশি দিতে হয় না।

৭. দিনের ২৪ ঘণ্টার যেকোন সময় করা যায়। এছাড়াও Forex trading-এ আরাে অনেক সুবিধা আছে তা আপনারা Forex trading করলেই বুঝতে পারবেন। এখানে যে অসুবিধা নেই তা কিন্তু না তবে সুবিধার তুলনায় অসুবিধা কম। সম্পূর্ণ দেখুন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Level 2

আমি মোঃ হাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস