আসুন শিখি Microsoft office word part-2 (আজকের বিষয় drop cap)

আসুন শিখি Microsoft Office Word

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

গতকাল আমি word এর উপর প্রথম টিউন করেছিলাম।আপনাদের সাড়া পেয়ে আবার টিউন করতে বসলাম।

আমকে আমরা drop cap এর কাজ শিখব।চলুন আমার সাথে।

***প্রথমে Microsoft office word খুলুন।দেখবেন, নিচের মত একটি window আসবে।

***তারপর, যেকোন বিষয়ে একটি paragraph লিখুন।

***এরপর, প্রথম word টুকু সিলেক্ট করুন।

***এবার, format>drop cap সিলেক্ট করুন।

***মাঝখানের স্টাইলটুকু সিলেক্ট করে ok ক্লিক করুন।

***দেখেছেন,প্রথম word টুকু বড় দেখাচ্ছে।আমরা পেপার এ সাধারনত এমনটি দেখি।

***এবার, প্রথম word টুকু আবার সিলেক্ট করে এবার last style এ ক্লিক করে ok ক্লিক করুন।

***এবার, দেখুন।

***যদি এই স্টাইল টি বাদ দিয়ে আবার আগের মত করতে চান, তবে প্রথম word টুকু আবার সিলেক্ট করে প্রথম স্টাইল এ ক্লিক করে ok ক্লিক করুন।

***দেখুন আগের মত হয়ে গেছে।

***আমার powerpoint এর টিউনগুলো দেখতে হলে techtunes লেখায় ক্লিক করুন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শুরু করার জন্য ।
পাওয়ার পয়েন্ট কি শেষ করে ফেলেছেন নাকি !!!

    Level 0

    আপনাদেরকে আমি একটা ওয়েব সাইটের নাম দিতে পারি যেখানে প্রতিদিন ৫ টি খবরের কাগজ- এর (সমকাল, যুগান্তর, ইত্তেফাক, প্রথমআলো,ডেইলী স্টার) সব চাকুরীর বিজ্ঞাপন পাওয়া যায় সাইটটি হলো http://www.chakrimela.com

ভালো হয়েছে চালিয়ে যান ধন্যবাদ।

Level 0

Microsoft office word(2007) অতিরিক্ত Page ডিলিট করবো কিভাবে?
আমি c.v লেখতে গিয়ে আমার একটা অতিরিক্ত page হয়ে গেছে।আমি ঐ খালি Page ডিলিট করতে চাচ্ছি ।কিন্তু পারছিনা।প্লিজ হেল্প করেন।

ভাল হচ্ছে চালিয়ে যান