কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
গতকাল আমি word এর উপর প্রথম টিউন করেছিলাম।আপনাদের সাড়া পেয়ে আবার টিউন করতে বসলাম।
আমকে আমরা drop cap এর কাজ শিখব।চলুন আমার সাথে।
***প্রথমে Microsoft office word খুলুন।দেখবেন, নিচের মত একটি window আসবে।
***তারপর, যেকোন বিষয়ে একটি paragraph লিখুন।
***এরপর, প্রথম word টুকু সিলেক্ট করুন।
***এবার, format>drop cap সিলেক্ট করুন।
***মাঝখানের স্টাইলটুকু সিলেক্ট করে ok ক্লিক করুন।
***দেখেছেন,প্রথম word টুকু বড় দেখাচ্ছে।আমরা পেপার এ সাধারনত এমনটি দেখি।
***এবার, প্রথম word টুকু আবার সিলেক্ট করে এবার last style এ ক্লিক করে ok ক্লিক করুন।
***এবার, দেখুন।
***যদি এই স্টাইল টি বাদ দিয়ে আবার আগের মত করতে চান, তবে প্রথম word টুকু আবার সিলেক্ট করে প্রথম স্টাইল এ ক্লিক করে ok ক্লিক করুন।
***দেখুন আগের মত হয়ে গেছে।
***আমার powerpoint এর টিউনগুলো দেখতে হলে techtunes লেখায় ক্লিক করুন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
ধন্যবাদ শুরু করার জন্য ।
পাওয়ার পয়েন্ট কি শেষ করে ফেলেছেন নাকি !!!