কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আজকে শুরু করব Microsoft powerpoint part-14.
আমার আজকের বিষয় হল কিভাবে একটি ফাইল hide করবেন।
***প্রথমে file এ গিয়ে open এ ক্লিক করুন।
***এরপর, view>slide sorter এ ক্লিক করুন।
***তারপর,যে ফাইল টি hide করতে চান,তাতে একবার ক্লিক করুন।
***এখন, slide show তে ক্লিক করে নিচের দিকে arrow তে ক্লিক করুন।
***তারপর,hide slide এ ক্লিক করুন।
***দেখবেন,একটি কাটা সাইন আসবে।
***এবার,slide show>view show তে ক্লিক করুন।
দেখবেন, ওই স্লাইড ছাড়া বাকিগুলো show হচ্ছে।মনটা খুব খারাপ।কিছুই ভাল লাগছে না।একটা ভালো গানের নাম বলেন যা শুনলে ভাল লাগবে।
সবাই ভাল থাকবেন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
খুব ভাল হয়েছে