ফ্রিল্যান্সার, রিমোট প্রোফেশনাল, কল সেন্টার এজেন্ট, গেমার্স – কথা বলার সময় আশে পাশের সব ধরনের শব্দকে রিমুভ করুন স্মার্ট ভাবে Krisp Noise Cancelling এর সাহায্যে

কেমন আছেন  সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল থাকবেন না কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে।

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, তারা সবাই তাদের কম্পিউটারে ফেইসবুক, স্কাইপ, ভাইবার, হ্যাংআউট ইত্যাদি অ্যাপ ব্যবহার করি। আবার আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কাজের সূত্রে বাহিরে থাকতে হয়, যেমন: ফ্রিল্যান্সার, সার্ভেয়ার ইত্যাদি। ফলে তারা তাদের কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে কল করে থাকে।

কিন্তু বিপত্তির যায়গাটা হল, বাহিরের বিভিন্ন শব্দের কারণে যখন অপর প্রান্তের কথা ঠিক ভাবে বুঝি না আর আমার কথাও তারা নয়েজ এর জন্য বোঝে না। আর তাই আজকে আমি এই সমস্যা সমাধানের জন্য একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো, সফটওয়্যারটি হল "Krisp - Noise Cancelling App"

Krisp কি?

আপনারা উপরের বর্ণনা থেকে এই সফটওয়্যার এর উপর কিছুটা ধারণা পেয়েছেন, এখানে আর একটু বিস্তারিত বলার চেষ্টা করবো। Krisp এর প্রধান এবং মূল কাজ হচ্ছে আপনার চারপাশের বিভিন্ন শব্দকে ফিল্টার করে আপনার কলিং কোয়ালিটিকে আরও বহু গুলে বৃদ্ধি করে।

সফটওয়্যারটি লাইট ওয়েট আর ব্যবহারও খুবই সহজ এবং খুবই কাজের ও বটে যার কারণে সফটওয়্যারটি অল্প সময়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে Krisp - Noise Cancelling App সফটওয়্যারটি উইন্ডোজ এবং ম্যাক পিসির জন্য পাওয়া যাচ্ছে।

Krisp যাদের জন্য উপযোগী

আমি আপনাদেরকে আগেই বলেছি, এই Krisp - Noise Cancelling App সফটওয়্যারটি সবাই ব্যবহার করতে পারে তবে যারা বেশির ভাগ সময়ে বাহিরে থাকে আর বিভিন্ন শব্দের মধ্যে থাকে তাদের জন্যই বেশ উপযোগী। আমি নিচে বিভিন্ন ব্যক্তি এবং কোন কোন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যারটি প্রয়োজন তা উপস্থাপন করছি।

বিভিন্ন ব্যক্তি

  • রিমোট প্রোফোশন সেই সমস্ত লোক যারা বাহিরে কাজ করতে হয় তাদের জন্য Krisp খুবই দরকারি একটা সফটওয়্যার।
  • ফ্রিল্যান্সার: যারা ফ্রিল্যান্সার আসেন তারা প্রায়ই বাহিরে বসে কাজ করতে হয় আর বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথে স্কাইপ বা অন্য মাধ্যমে কথা বলতে হয়, তাদের জন্য ও এই সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
  • গেমার্স: যারা গেমারস আছেন তাদের কথা আর কি বলব, সবসময় হাই ভলিউম এ গেম খেলতে ভালবাসে আর এই কারণেই তাদের এই সফটওয়্যার ব্যবহার করাও বাধ্যতামূলক হয়ে যায়,

ব্যবসা প্রতিষ্ঠান

  • রিমোট টিমস: অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু টিম তৈরি করে কোন বিশেষ কাজ সম্পাদন করার জন্য। আর ক্ষেত্র বিশেষে টিম মেম্বার গুলো বিভিন্ন জায়গার অবস্থান করে। ফলে তাদের সাথে যোগাযোগ করে কাজ সম্পাদন করা একান্ত প্রয়োজন হয়ে পরে।
  • কল সেন্টার: কল সেন্টার এর একটার পর একটা কল আসতেই থাকে, আর একই রুমে অনেক জন লোকের কথা বলতে হয়, যার ফলে রুমে অনেক নয়েজ এর সৃষ্টি হয় আর কথা বলতে অসুবিধা হয়।  এই  Krisp | Noise Cancelling App সফটওয়্যার ব্যবহার এর ফলে তাদের প্রোডাক্টিভিটি ও বহু গুনে বৃদ্ধি পাবে।

যেভাবে Krisp কাজ করে

Krisp  ব্যবহার করে আপনার আশেপাশের সকল নয়েজ কে ভ্যানিশ করতে পারবেন অনায়াসেই।

কথা বলুন নয়েজ বিহীন: একটি বাটনে ক্লিক করে সফটওয়্যারটি এনাবেল করে নিলেই আপনার চারপাশের নয়েজ ফিল্টার করার মাধ্যমে অপর প্রান্তে থাকা ব্যক্তির কাছে নয়েজ বিহীন ক্লিয়ার কথা পৌঁছে দিবে অনায়াসে।

কথা শুনুন নয়েজ বিহীন: ঠিক একই ভাবে একটি বাটনে ক্লিক করে সফটওয়্যারটি এনাবেল করে নিলেই অপর প্রান্তের ব্যক্তির কথা আপনার কাছে পৌঁছাবে নয়েজ বিহীন।

অন্যান্য সফটওয়্যার এর সাথে Krisp এর ব্যবহার

Krisp | Noise Cancelling App সফটওয়্যারটি ৬০০ এর বেশি অ্যাপ এর সাথে ব্যবহার করা যায়। ফলে সেই সব অ্যাপ বা সফটওয়্যার দিয়ে কনফারেন্স, কলিং ইত্যাদিও হবে নয়েজ মুক্ত একদম ক্লিয়ার ভাবে। এছাড়াও Krisp যেকোনো মাইক্রোফোন, স্পিকার এবং হেডসেট দিয়ে ব্যবহার করতে পারবেন।

Built with AI

বিশ্বের সেরা ইনোভেটিভ নয়েজ রিমুভ প্রযুক্তি  ডিপ নিউরাল নেটওয়ার্ক এর উপর ভিত্তি করে Krips তৈরি করা হয়েছে। আর এ জন্য Krips সফটওয়্যার টিম ২০ হাজার নয়েজ, ১০ হাজার বিভিন্ন জায়গা এবং ২.৫ হাজার ঘণ্টা অডিও নিয়ে রিসার্চ করে এই অ্যাপ তৈরি করা হয়েছে।

Krisp কনফারেন্সিং অ্যাপগুলির সাথে যেভাবে কাজ করে?

Krisp আপনার কম্পিউটার এর মাইক্রোফোন / স্পিকার এবং কনফারেন্সিং অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি অতিরিক্ত স্তর যুক্ত করার মাধ্যমে নয়েজ বা বাহিরের শব্দ ফিল্টার করে। নিচের ছবিটি দেখুন আরও ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন।

Krisp গোপনীয়তা নির্ভর

Krisp সফটওয়্যার হল গোপনীয়তা নির্ভর, যার মানে Krisp  আপনার কোন তথ্য সংগ্রহ করে না। সব ধরনের নয়েজ রিমুভের জন্য অডিও প্রসেসিং এর সকল কাজ আপনার পিসিতেই করা হয়ে থাকে। যার ফলে Krisp আপনার কোন তথ্য স্টোর করে না অথবা তাদের সার্ভারে আপনার কোন তথ্য নেয়া হয় না।

Krisp এর প্রাইজিং

Krisp সফটওয়্যারটি তিনটি ভ্যারিয়েশনে পাওয়া যাচ্ছে, আর তা হল ফ্রি, প্রো এবং টিমস। ফ্রি ভার্সনে আপনি শুধু নয়েজ মুক্ত শব্দ শুনতে পারবেন এবং রেফার করার মাধ্যমে ১ বছর পর্যন্ত প্রো এর সকল সুবিধা ভোগ করতে পারবেন।

প্রো ভার্সনে আপনি নয়েজ মুক্ত কথা বলতে ও শুনতে পারবেন, প্রো ভার্সন এর সাবস্ক্রিপশন ফি বাৎসরিক হিসেবে ৩৯.৬ ডলার যা বাংলাদেশি প্রায় ৳৩৩৪৬ টাকা মাত্র।

এবং টিম ভার্সনে আপনি প্রো ভার্সনের সকল সুবিধাই পাবেন আর অতিরিক্ত যা সুবিধা পাবেন তা নিচের ছবি থেকে দেখে নিন, টিম ভার্সন এর সাবস্ক্রিপশন ফি বাৎসরিক হিসেবে ৮০ ডলার যা বাংলাদেশি প্রায় ৳ ৬৭৫৯ টাকা মাত্র।

Krisp ডাউনলোড করুন

Krisp সফটওয়্যার অফিসিয়াল পেইজ থেকে ডাউনলোড করতে পারবেন। Krisp সফটওয়্যার বর্তমানে উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেম এর জন্য পাওয়া যাচ্ছে।

ডাউনলোড @ Krips অফিসিয়াল সাইট

যেভাবে Krisp ব্যবহার করবেন

রিয়েল টাইম কল থেকে Krisp আপনার আশে পাশের নয়েজ রিকোগনাইজ এবং রিমুভ করে, এখন আপনি পরিষ্কার ভাবে এবং সাধারণ ভলিউমে কথা বলুন। নিম্নে তিনটি ধাপে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করবেন।

ডাউনলোড এবং ইন্সটল

আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী  এর অফিসিয়াল পেইজ থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষ হয়ে গেলে অন্যান্য সফটওয়্যার এর মত করে এই সফটওয়্যারটি ইন্সটল করুন। ইন্সটল করা হয়ে গেলে অ্যাপ টি ওপেন করুন। সফটওয়্যারটি ওপেন করলে নিচের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন Krisp সফটওয়্যার থেকে Sign in বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সহজ, আপনার ইমেইল আইডি দিয়েই সাইন আপ করতে পারবেন।

সাইন ইন করা হয়ে গেলে নিচের ছবির মত একটা ইন্টারফেস দেখতে পারবেন।

মাইক্রোফোন/স্পিকার হিসেবে Krisp সিলেক্ট করুন

এখন Krisp সফটওয়্যার ইন্সটল করা শেষ হলে আপনার অপারেটিং সিস্টেম এর অডিও সেটিং এ যাবেন। সেখান থেকে মাইক্রোফোন এবং স্পিকার এর অপশনে Krisp সফটওয়্যারটি সিলেক্ট করুন। নিচের ছবি দেখুন আরও পরিষ্কার ভাবে বুঝতে পারবেন।

নয়েজ মিউট করুন:

এখন টাস্ক বার থেকে Krisp সফটওয়্যার ওপেন করে, স্পিকার এবং মাইক্রোফোন এর মিউট নয়েজ অপশনটি সিলেক্ট করুন। ব্যাস হয়ে গেল আপনার krisp সফটওয়্যার এর সেটিং করা।

শেষ কথা

Krisp সফটওয়্যারটি একটি অস্থির টুল, যার মাধ্যমে আপনার আশেপাশের নয়েজ কে সহজেই রিমুভ করতে পারবেন। এই অ্যাপটির কোন মন্দ দিক নেই, হ্যাঁ আমি আবারো বলছি এই অ্যাপটির কোন মন্দ দিক নেই সম্পূর্ণটাই ভাল দিক।

এই অ্যাপটি কতটুকু ভাল তা বলে শেষ করা যাবে না, তবে আমার কাছে যা সবচেয়ে ভাল লাগছে তা হল এটি লাইট ওয়েট সফটওয়্যার, ব্যবহার করা অনেক সহজ, সিম্পল ইউজার ইন্টারফেস।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

আজকের টিউনটি কেমন হলো তা টিউমেন্ট করে জানিয়ে দিন, তাছাড়াও যেকোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। টিউনটি জোস করুন, টিউমেন্ট করুন এবং শেয়ার করুন আর টেকটিউনস এর সাথেই থাকুন।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 182 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস