পরিবর্তন করুন System properties এর MotherBoard এর নাম

আশা করি সবাই ভাল আছেন । আজকে আমি যে টিউন টি করলাম সে টি হল System properties এর MotherBoard এর নাম পরিবর্তন । নিজের কম্পিউটার এর প্রতি জ্ঞান না থাকার কারনা অনেকেই নতুন কম্পিউটার কেনার জন্য কম্পিউটার প্রতি জ্ঞানী লোককে নিয়ে যান । কারন কম্পিউটার এর সকল হার্ডওয়্যার সঠিক দিয়েছে কিনা । কিন্তু অনেকেই হয়ত জানেন না যে System properties সকল ইনফর্মেশন পরিবর্তন করা যায় ।
তাহলে আসুন দেখি কিভাবে System properties এর ইনফর্মেশন পরিবর্তন করব ।
প্রথমে আপনাকে RUN গিয়ে regedit টাইপ করতে হবে । নিচের ছবিটা দেখুনতারপর ওকে তে ক্লিক করুন ।

ওকে তে ক্লিক করার পর একটা উইন্ডো আসবে।

HKEY_LOCAL_MACHINE>HARDWARE>DESCRIPTION>System>CentralProcessor>0 ক্লিক করে ProcessorNameString ফাইল টি বের করে ডাবল ক্লিক করতে হবে ।

তারপর বক্স এ যে লেখাটা থাকবে সেটা মুছে ফেলেত হবে ।

এরপর আপানার পছন্দ মত যে কোন ব্যন্ডের নাম লিখেত পারেন ।

এরপর ওকে করে exit করুন ।

তারপর My Computer System properties এ গিয়ে দেখুন আপনার দেয়া লেখাটি প্রদর্শিত হবে ।

ধন্যবাদ সবাইকে ।

Level 0

আমি Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

meem ভাই
চমৎকার টিউন করেছেন।
বন্ধুদের বোকা বানানো যাবে।
শুকরিয়া।

ভাল লাগল……….সুন্দর আইডিয়া

ফাইন টিউন 🙂

ইয়াহু। আমার পিসি এখন Intel® Core™ i7 Processor দিয়া চলে। 😉
অনেক সুন্দর বোকা বানানোর ট্রিক্স।
ধন্যবাদ।

Level 0

Thanks. valo laglo.

O no It is goody good

হা হা হা। ভালো ট্রিক্স। 😛 ধন্যবাদ শেয়ার করার জন্য

ভাই জাদু দেখাইলেন।

ভাইজান একটা বড় সড় সমস্যা। কম্পিউটার রিষ্টা্ট দিলে আগের মত হয়ে যায়।

Level 0

NICE TIPS.

Level 0

Haa haaa oneeeeeeeekkkkkk Moja pylam hurra!

চমৎকার টিউন

Level New

thank .
company ka boka banabo akhon ar taka kamabo .

Level New

name ta akhon chang kora fallam ar 2000taka earn kora fallam
thank you vhai a rokom aro thakla tunes koran.

Level 2

চমৎকার টিউন করেছেন ভাই । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।