ফটোশপ জোন(পর্বঃ২৫- ত্রিমাত্রিক টেক্সট (3D টেক্সট) তৈরি)

ফটোশপ জোন

যেকোন টেক্সট লিখুন বা অন্য কোনো টেক্সট খুলুন। আমি আগের পর্বের টেক্সট খুলেছি।

নতুন লেয়ার তৈরি করে এই এই লেয়ারের নিচে স্থাপন করুন মাউস দিয়ে ড্র্যাগ করে।

মেইন লেয়ারের থাম্বনেইলে ক্লিক করে টেক্সটের চারপাশে সিলেকশান তৈরি করুন। নতুন যে লেয়ারটি আপনি তৈরি করেছেন তা যেনো সিলেক্ট থাকে।

ফরগ্রাউন্ড কালার হিসেবে ধূসর কালার সিলেক্ট করুন।

এখন marquee tool  সিলেক্ট করুন। এ অবস্থায় কীবোর্ডের right arrow বাটন একবার প্রেস করুন। ফলে সিলেকশান ডানদিকে এক পিক্সেল সরে যাবে। আবার কীবোর্ডের down arrow বাটন প্রেস করুন, ফলে সিলেকশান নিচে এক পিক্সেল নেমে যাবে। অর্থাৎ right arrow বাটন একবার এবং down arrow বাটন একবার প্রেস করার ফলে সিলেকশান নিচের দিকে ডান কোণা বরাবর এক পিক্সেল নেমে যাবে। এখন alt+delete প্রেস করুন। ফলে সিলেকশানটি আপনার ফরগ্রাউন্ড কালার অর্থাৎ ধূসর কালার দিয়ে ফিল হবে।

আবার right arrow বাটন একবার এবং down arrow বাটন একবার প্রেস করুন। ফলে সিলেকশান আরো ডানদিকে নিচের কোণায় আরো এক পিক্সেল নেমে যাবে। এখন আবার alt+delete প্রেস করুন। ফলে সিলেকশানটি আবার  ফরগ্রাউন্ড কালার অর্থাৎ ধূসর কালার দিয়ে ফিল হবে।

এভাবে ১০-১২বার করুন। সিলেকশান ডিসিলেক্ট করুন। ফলে নিচের মত পাবেন। ( আবারো উল্লেখ্য, মেইন টেক্সট লেয়ার উপরে থাকবে, আর নতুন যে লেয়ারে আপনি ধূসর কালার দিয়ে ফিল করলেন তা নিচে থাকবে )

আচ্ছা উপরের মত তো করলেন। এবার দেখুন তো,উপরের মত না করে নিচের মত করতে পারেন কিনা ? সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good.well done.

    Level 0

    ধন্যবাদ। 🙂

যাদুকরকে আর কি মন্ত্র শেখাব…………..'ছু মন্তর ছু'

    Level 0

    PS দিয়ে সব হয়ে যা, ফুহ 🙂
    ধন্যবাদ।

    হে হে…জঠিল মন্ত্র আমিও শিখলাম

    Level 0

    🙂

দারুন!!!
অনেক ধন্যাবাদ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ। 🙂