বুকমার্ক এর বস Raindrop! একের ভিতর সব বুকমার্ক ম্যানেজার – সকল ডিভাইসের জন্য

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির সবাই ভালো আছেন নিশ্চই। আর আমি জানি যে টেকটিউনস এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে, আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক।

বিভিন্ন উপায়ে আমরা আমাদের পছন্দের সাইটের লিংক বুকমার্ক করে থাকি। কিন্তু আমরা যে ভাবে বুকমার্ক করে থাকি তা খুবই সহজ ও পুরানো একটি পদ্ধতি। আর এই পদ্ধতিতে বুকমার্ক খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার যদি বুকমার্ক এর সংখ্যা হয় অধিক। আর তাই বুকমার্ক হিসাবে আপনার পছন্দের আর্টিকেল গুলো এবং লিঙ্ক সংরক্ষণ করার জন্য আপনাকে সবচেয়ে আধুনিক, সুবিধাজনক এবং দক্ষ উপায়টি বেছে নিতে হবে। যা বলার অপেক্ষা রাখে না, RainDrop.io মাধ্যমে আপনি আরো সহজতর এবং দ্রুততর ভাবে বুকমার্ক করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে, RainDrop.io এর বিস্তারিত আলোচনা নিম্নে করা হল।

Raindrop কি?

Raindrop আপনাকে বুকমার্কিং সেবা প্রদান করে যার মাধ্যমে আপনি আপনার ব্রাউজারে বুকমার্ক সেভ করার পরিবর্তে বুকমার্কগুলি অনলাইনে সেভ করতে পারবেন এবং এটি ব্যবহার করা খুবি সহজ। আর আপনি কোন নতুন ব্রাউজার ব্যবহার করলে আপনাকে আর কষ্ট করে বুকমার্ক গুলো সিঙ্ক করতে হবে না, শুধুমাত্র আপনাকে Raindrop এর ওয়েব অ্যাপ বা এক্সটেনশনে গিয়ে বুকমার্ক গুলো পেয়ে যাবেন সহজেই।

এক নজরে Raindrop এর ফিচার সমূহ

Raindrop এর অস্থির কিছু ফিচারের রয়েছে, যার বিস্তারিত আলোচনা নিম্নে করা হলঃ

ইন্টারনের থেকে সবকিছুই বুকমার্ক করুন

আমরা পুরনো পদ্ধতি ব্যবহার করে শুধু ওয়েব পেইজের লিংক বুকমার্ক করতে পারতাম। কিন্তু Raindrop এক্সটেনশন ব্যবহার করে আর্টিকেল, ফটো, ভিডিও, প্রেজেন্টেশন, ওয়েব সাইট স্ক্রীনশর্ট এবং আরো অনেক কিছু বুকমার্ক করতে পারবেন।

সহজেই বুকমার্ক সাজানো

Raindrop এক্সটেনশন ব্যবহার করে সহজেই আপনার সেভ করা বুকমার্ক গুলো সাজাতে পারবেন, যেমনঃ আপনি আপনার সেভ করা বুকমার্ক এর জন্য ট্যাগ, টাইটেল এডিট এবং থাম্বনেইল সেট করতে পারবেন।

দ্রুত বুকমার্ক খুঁজে পাওয়া

আপনি খুব দ্রুত সেভ করা বুকমার্ক গুলো খুঁজে পাবেন সহজেই, কেননা আপনি আপনার কাংখিত বুকমার্ক গুলো ট্যাগ, টাইটেল দিয়ে সেভ করেছন আর সেই ট্যাগ বা টাইটেল দিয়ে সার্চ দিলেই সহজেই বুকমার্ক খুঁজে পাবেন।

এক সাথে কাজ করা

আপনার সেভ করা বুকমার্ক গুলো অন্যদের সাথে শেয়ার করতে পারবেন এবং অন্যদের থেকেও আপনি তাদের সেভ করা বুকমার্ক গুলো কালেক্ট করতে পারবেন।

সাইডবার এক্সটেনশন

Raindrop এর এক্সটেনশন আপনার ব্রাউজারে ইন্সটল করলে, কয়েক ক্লিকেই আপনি সহজেই নতুন বুকমার্ক করতে পারবেন বর্তমান ট্যাব থেকে বের না হয়েই।

কাস্টমাইজড ইন্টারফেস

Raindrop এর ইন্টারফেস কাস্টমাইজ করতে পারবেন যেমনঃ থিম চেঞ্জ করা, বুকমার্ক এডিট করা, বুকমার্ক এর আইকন চেঞ্জ করা সহ আরো অনেক কিছুর মাধ্যমে আপনি এর ইন্টারফেস কাস্টমাইজ করতে পারবেন।

যেকোন জায়গা থেকে বুকমার্কে অ্যাক্সেস

আপনি যে প্লাটফর্ম এর অপারেটিং সিস্টেম ব্যবহার করেন না কেন, সমস্ত অপারেটিং সিস্টেম থেকে আপনার বুকমার্কে অ্যাক্সেস করতে পারবেন শুধুমাত্র আপনার সিস্টেম এর ব্রাউজারে Raindrop  এর এক্সটেনশন ইন্সটল এবং লগইন করলেই বুকমার্কে অ্যাক্সেস করতে পারবেন সব প্লাটফর্ম থেকে।

Raindrop এর ভার্সন কম্পেয়ার

Raindrop এর দুইটি ভার্সন পাওয়া যাচ্ছে, ফ্রী এবং প্রো। আমার মত যারা সাধারণ ব্যবহারকারী আছেন তারা ফ্রী ভার্সন ব্যবহার করে তাদের দৈনন্দিন কাজ করতে পারবেন বলে আশা করা যায়। তবে যারা এডভান্স ব্যবহারকারী আছেন তারা নিচের ছবি থেকে এক নজরে দেখে নিন, আপনারা কি কি অতিরিক্ত ফিচার পাবেন আর হ্যা Raindrop এর সাবস্ক্রিপশন চার্জ খুবই কম, সারা বছরের জন্য আপনাকে $28 ডলার খরচ করতে হবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৳২৩৬৬ টাকা মাত্র।

যেভাবে Raindrop ডাউনলোড করবেন

আমি আপনাদের কে আগেই বলেছি যে, Raindrop একটি ক্রস প্লাটফর্ম টুলস। আপনার অপারেটিং সিস্টেম যাই হোক না কেন আপনি অনায়েসে Raindrop ব্যবহার করতে পারবেন। Raindrop টুলসটি জনপ্রিয় সবগুলো ব্রাউজার এর জন্য এক্সটেনশন তৈরি করেছে।

ডাউনলোড করার জন্য Raindrop এর অফিসিয়াল সাইট থেকে আপনি ব্রাউজার অনুযায়ী এক্সটেনশন ডাউনলোড করে ইন্সটল করে নিন।

অ্যান্ড্রয়েড এবং আইওস এর জন্য মোবাইল অ্যাপ তৈরি করেছে ফলে আপনি আপনার পিসির বুকমার্ক আপনার মোবাইলে সিঙ্ক করতে পারবেন।

এছাড়াও Raindrop ম্যাক অপারেটিং সিস্টেম এর জন্য একটি সফটওয়্যার তৈরি করেছে, ফলে আপনি ব্রাউজারে না গিয়েও আপনার বুকমার্ক ম্যানেজ করতে পারবেন অনায়েসে।

যেভাবে Raindrop ব্যবহার করবেন

Raindrop টুলস ব্যবহার করা একদমই সহজ। প্রথমে আপনার ব্রাউজার এ Raindrop এর এক্সটেনশন ইন্সটল করবেন। তারপর Raindrop টুলসটি ব্যবহার করার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, আশা করছি আপনার ইতিমধ্যে এগুলো সবই করেছেন। এখন আপনাকে দেখাবো কিভাবে আপনি বুকমার্ক সেভ করবেন।

ওয়েব সাইট বুকমার্ক করতে আপনি আপনার কাংখিত সাইটে ব্রাউজ করুন। তারপর উপরের ডান কর্নারের Raindrop এর আইকনে ক্লিক করে Add bookmark বাটনে ক্লিক করলেই আপনার কাংখিত সাইট বুকমার্ক হয়ে যাবে। আরও ভাল ভাবে বুঝতে নিচের ছবির দিকে লক্ষ করুন।

আমরা অনেক সময় সাইট ব্রাউজ করে থাকি, ব্রাউজ করার সময় আমাদের কাছে কিছু ফটো ভালো লাগতে পারে কিন্তু সময়ের অভাবে সেই ফটো ডাউনলোড করতে পারি না। তবে চিন্তার কোন কারণ নাই, আপনি সহজেই Raindrop এর মাধ্যমে আপনার পছন্দের ফটো গুলোও বুকমার্ক করতে পারবেন। এজন্য আপনাকে কাংখিত ফটো টি ড্রাগ করতে হবে তাহলেই স্ক্রীন এর ডান পাশে একটি আইকন দেখতে পাবেন, আর ফটো ড্রাগ করা অবস্থায় ডান পাশের আইকনের উপরে রাখলেই তা বুকমার্কে অ্যাড করতে পারবেন। আরও ভাল ভাবে বুঝতে নিচের ছবির দিকে লক্ষ করুন।

অ্যান্ড্রয়েডে Raindrop যেভাবে ব্যবহার করবেন

পিসির সাথে অ্যান্ড্রয়েড এর বুকমার্ক করার নিয়ম কিছুটা ভিন্ন হলেও কঠিন কিছু না। অ্যান্ড্রয়েড এ বুকমার্ক করাও খুবই সহজ, শুধুমাত্র কয়েকটি আঙ্গুলের ছোয়ার ব্যাপার।

প্রথমে প্লেস্টোর থেকে Raindrop অ্যাপটি ইনস্টল করে লগইন করুন। তারপর আপনার ফোনের ব্রাউজার থেকে কাংখিত ওয়েব সাইট ব্রাউজ করুন এবং ব্রাউজার এর লিংক শেয়ার বাটনে ক্লিক করুন।

তারপর, শেয়ার মেনু থেকে Raindrop অ্যাপটি সিলেক্ট করুন এবং প্লাস (+) আইকনে ক্লিক করে নতুন ফোল্ডার তৈরি করুন অথবা unsorted সিলেক্ট করুন, ব্যাস হয়ে গেল আপনার কাংখিত বুকমার্ক সেভ করা।

কিছু কথা

Raindrop টুলস এর যা কিছু রয়েছে তা সবই ভাল, মানে এর কোন খারাপ দিক নেই। এই টুলস টির লাইট ওয়েট যা আপনার সিস্টেম কে স্লো করবে না, এর ইউজার ইন্টারফেস এক কথায় অসাধারন। আর এই টুলস এর মেইন ফিচার হল বুকমার্ক যার মাধ্যমে আপনি আরো এডভাঞ্চ ভাবে বুকমার্ক করতে পারবেন। এইসব গুনাবলির জন্য Raindrop টুলসটি আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করা যায় আপনাদের কাছেও ভাল লাগবে।

আজ এই পর্যন্তই, টিউনটি কেমন হলো ভালো ব মন্দ যাই হোকনা কেন টিউনমেন্ট এ জানাবেন। আর আপনাদের যে কোন প্রশ্ন থাকলে টিউনমেন্ট এ জিজ্ঞাসা করুন, টিউন জোস করুন, শেয়ার করুন এবং টেকটিউনস এর সাথেই থাকুন।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 193 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস