হ্যালো! টেকটিউনস, কেমন আছেন সবাই?
কেমন লাগছে আমার গরীবের Netflix চেইন টিউন? নিশ্চয়ই ভালো? আর ভালো লাগবেই না কেন? আমার গরীবের Netflix চেইন টিউন মাধ্যমে আপনি লেটেস্ট মুভি, টিভি সিরিজ, টিভি চ্যানেল হাই কোয়ালিটি স্ট্রিমিং করতে দেখতে পারছেন তাও আবার একদম বিনামূল্যে। এর চেয়ে ভালো আর কি হতে পারে?
যাই হোক, গত পর্ব আমি আলোচনা করেছি Media Box HD নিয়ে। যেটি নিঃন্সন্দেহে দারুন একটি মিডিয়া স্ট্রিমিং অ্যাপ। যারা ব্যবহার করছেন তারাই জানেন।
আজকে গরীবের Netflix চেইন টিউনের ০২-পর্ব এ আপনাদের জন্য চরম একটি স্ট্রিমিং অ্যাপ নিয়ে এসেছি। এই অ্যাপটি আমার আছে অসাধারণ একটি স্ট্রিমিং অ্যাপ মনে হয়েছে আর এটির নাম হচ্ছে Stremio.
অনলাইনে মিডিয়া স্ট্রিমিং জগতে Stremio একটি নতুন নাম। আপনি এর সাহায্যে সহজেই আপনার পছন্দের মুভি, টিভি সিরিজ এবং টিভি চ্যানেল দেখতে এবং অর্গানাইজ করতে পারবেন।
এছাড়াও Stremio ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার সাবস্ক্রাইব করা ইউটিউব চ্যানেল দেখতে পারবেন, একই সাথে সারা বিশ্বের ৩০০ টি টিভি চ্যানেল লাইভ স্ট্রিম করতে পারবেন এবং এমনকি অফিসিয়াল সোর্স থেকে মিডিয়া কিনতে অথবা রেন্ট দিতে পারবেন যেমন: Netflix, Amazon, এবং Google Play ইত্যাদি। অতিরিক্ত ফিচার হিসেবে রয়েছে রিয়্যাল টাইম টরেন্ট স্ট্রিমিং এবং পাওয়াফুল সার্চ ক্যাপাবিলিটি। আর এর আছে চোখ ধাঁধানো ইউজার ইন্টারফেস, সিম্পল এবং লাইট ওয়েট যা আপনার সিস্টেম কে স্লো করবে না।
আপনি যেই ডিভাইসই ব্যবহার করেন না কেন আপনার সকল ডিভাইসের জন্যই তৈরি করা হয়েছে Stremio সফটওয়্যার মানে এটি একটি ক্রসপ্লাটফর্ম সফটওয়্যার। আর এই কারণেই এই সফটওয়্যারটি হচ্ছে অন্যতম মিডিয়া স্ট্রিমিং অ্যাপস। আজকে আমরা দেখবো এই সফটওয়্যার এর সম্পুর্ণ রিভিও।
Stremio সফটওয়্যার এর অনেক ফিচার রয়েছে, আর এর সমস্ত ফিচার সম্পর্কে নিম্নে আলোচনা করা হল।
আপনারা Stremio সফটওয়্যার এর মাধ্যমে সহজেই সকল ধরনের নতুন মুভি, টিভি শো এবং লাইভ টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন। আপনি এখানে বিভিন্ন কন্টেন্ট ক্যাটাগরি, জেনার, রেটিং, আপলোড টাইম (নতুন বা পুরানো) ইত্যাদি ভাবে কন্টেন্ট ফিল্টার করবে। এছাড়াও নাম দিয়ে সার্চ করে আপনারা সহজেই খুঁজে পাবেন। ফলে Stremio সফটওয়্যার দিয়ে সহজেই নতুন কন্টেন্ট খুঁজে পাবেন।
মাঝে মাঝে এমন হয় যে, আপনি কিছু মুভি, সিরিজ অথবা ভিডিও সম্পুর্ন দেখেন না তবে চিন্তার কোন কারন নেই। এই সফটওয়্যার দিয়ে সেখান থেকে আবার দেখতে পারবেন। এছাড়াও আপনি যে টিভি সিরিজ গুলা দেখেন সেই সিরিজের নতুন কোন এপিসোড আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনার ভিউয়িং হ্যাবিট অনুযায়ী মিডিয়া কন্টেন্ট এর রেকমেন্ডেশন শো করবে।
আপনি সহজেই Stremio সফটওয়্যারের মিডিয়া লাইব্রেরী গুলো একটি মাত্র ক্লিকে টাইটেল অ্যাড করতে পারবেন এবং আপনার পছন্দের কন্টেন্ট সহজেই খুঁজে পেতে বিভিন্ন ফিল্টার টাইপ রয়েছে, যেমন: টাইপ, নেইম, আপলোড টাইম (নতুন বা পুরানো) ইত্যাদি ভাবে কন্টেন্ট ফিল্টার করতে পারবেন।
আপনি ক্যালেন্ডার ভিউ এর মাধ্যমে সকল মিডিয়া এবং সিরিজ ডেট অনুযায়ী আপনার লাইব্রেরীতে অ্যাড করতে পারবেন। এছাড়াও Stremio সফটওয়্যার এর ক্যালেন্ডার এক্সপোর্ট করতে পারবেন ফলে যখনি কোন নিউ এপিসোড আপনি মিস করবেন তা খুব সহজেই বুঝতে পারবেন এবং সেই এপিসোড গুলো দেখতে পারবেন।
একটি ক্লিকে মাধ্যমে আপনি আপনার ডিভাইসের স্ক্রীন শেয়ার করতে পারবেন বড় স্ক্রীনে কাস্ট ফিচারের মাধ্যমে যেমন: ফোন বা ট্যাবলেট থেকে টিভি স্ক্রীনে কাস্ট করে বড় স্ক্রীনে মিডিয়া উপভোগ করতে পারবেন।
আপনি Stremio সফটওয়্যারের অফিসিয়াল কমিউনিটি অ্যাড অনস ইনস্টল করার মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে ভিডিও কন্টেন্ট উপভোগ করতে পারবেন যেমন: ইউটিউব, নেটফ্লিক্স, এমাজন এবং আইটিউনস ইত্যাদি - এ যেন একটি সফটওয়্যারের ভিতর সমস্ত ফিচারের সমাহার।
Stremio এটি মাল্টি-প্ল্যাটফর্ম অ্যাপ। Stremio আপনি উইন্ডোস, ম্যাক, লিনাক্স, আইওএস, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ইন্সটল করে ব্যবহার করতে পারবেন অনায়েসে।
উইন্ডোজ এবং ম্যাক এ Stremio ইনস্টল করার পদ্ধতি খুবই সহজ যেমনটি অন্যান্য সকল সফটওয়্যার ইনস্টল করার মতই। প্রথমে অফিসিয়াল সাইট থেকে ইনস্টলেশন প্যাকেজটি ডাউনলোড করুন (.exe উইন্ডোজ এর জন্য এবং.dmg ম্যাকের জন্য)। আশা করি Stremio ওয়েব সাইট থেকে ইনস্টলেশন প্যাকেজটি ডাউনলোড করা হয়েছে এখন সিম্পলি ইনস্টলেশন প্যাকেজটি রান করুন এবং স্ক্রীনের নির্দেশনা গুলো ফলো করে ইনস্টল করুন।
উইন্ডোজ এবং ম্যাক এ Stremio ইনস্টল করার থেকে লিনাক্সে ইনস্টল করা কিছুটা অন্যরকম। এক্ষেত্রে আপনাকে ইনস্টলেশন প্যাকেজটির ফরমেট অন্যরকম, যেমন:.deb অথবা.tar.gz ফরমেট। আর আপনি যে ডিস্ট্রিবিউশন চালান না কেন সকল ডিস্ট্রিবিউশন এর জন্য Stremio ইনস্টল করতে পারবেন তবে আপনার সিস্টেম অবশ্যই ৬৪ বিটের হতে হবে। আপনার লিনাক্স এর যে ডিস্ট্রিবিউশন (যেমন: উবুন্টু, ডেবিয়ান, ফেডোরা ইত্যাদি) ব্যবহার করেন তার জন্য উপযুক্ত ইনস্টলেশন প্যাকেজ ডাউনলোড করে নিন। আশাকরি ইনস্টলেশন প্যাকেজটি ডাউনলোড করা হয়েছে, এখন সিম্পলি ইনস্টলেশন প্যাকেজটি রান করুন এবং স্ক্রীনের নির্দেশনা গুলো ফলো করে ইনস্টল করুন।
প্রথমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে Stremio ইনস্টল প্রসেস নিয়ে আলোচনা করছি। প্রথমে Stremio এর অফিসিয়াল সাইট থেকে Stremio অ্যাপের APK ফাইলটি ডাউনলোড করুন এবং অন্যান্য অ্যাপ এর মত Stremio অ্যাপ টি ইন্সটল করুন।
এখন আইওএস এর অ্যাপ স্টোরে গিয়ে সার্চ বারে Stremio লিখে সার্চ করুন এবং অন্যান্য অ্যাপ এর মত Stremio অ্যাপ টি ইন্সটল করুন।
Stremio সফটওয়্যারের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো, এই সফটওয়্যারে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল অ্যাড অন্স সাপোর্ট করে। আপনি আপনার পছন্দ অনুযায়ী অফিসিয়াল এবং আনঅফিসিয়াল অ্যাড অন্স ইনস্টল করে অনলাইন থেকে ফ্রী কন্টেন্ট দেখতে পারবেন। এই আলোচনাকে আমি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইটি ভাগে ভাগ করছি, প্রথমে অফিসিয়াল অ্যাড অন্স নিয়ে আলোচনা করবো এবং তারপরে আনঅফিসিয়াল অ্যাড অন্স নিয়ে আলোচনা করবো।
অফিসিয়াল অ্যাড অন্স এর সবচেয়ে বড় সুবিধাটি হল এটি নিশ্চিন্তে ব্যবহার করা যায় এবং এতে কোন ভাইরাস থেকে না। এছাড়াও অফিসিয়াল অ্যাড অন্স ডাউনলোড এবং ইনস্টল করা খুবই সহজ। নিম্নে কয়েকটি অফিসিয়াল অ্যাড অন্স নিয়ে আলোচনা করা হল।
অফিসিয়াল অ্যাড অন্স এর সাথে সাথে এর জন্য অনেক আনঅফিসিয়াল অ্যাড অন্স পাওয়া যায়। যেগুলা আপনি অনায়েসে ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা অফিসিয়াল এর মত নিশ্চিন্তে ব্যবহার করার আগে অবশ্যই চেক করে নিবেন ভাইরাস আছে কিনা।
Stremio সফটওয়্যার ব্যবহার করা খুবই সহজ, যে কেউ এই সফটওয়্যার ব্যবহার করতে পারবেন কোন রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই। আমি জানি আপনারা এই সফটওয়্যার ব্যবহার করতে পারবেন তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি সফটওয়্যারটি সহজেই ব্যবহার করতে পারবেন। নিম্নে এর বিস্তারিত আলোচনা করা হল।
ধাপ ১ঃ আশাকরি Stremio সফটওয়্যার ইতিমধ্যে আপনারা ইন্সটল করেছেন। এখন সফটওয়্যারটি ওপেন করুন। Stremio সফটওয়্যারটি ওপেন করলে আপনারা একটি লগইন পেইজ লক্ষ করবেন। এখন আপনাদের নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ফেজবুক দিয়ে কানেক্ট করতে পারবেন অথবা আপনি ইচ্ছা করলে গেস্ট মুডে সফটওয়্যারে অ্যাক্সেস করতে পারবেন।
ধাপ ২ঃ লগইন করা শেষ হলেই আপনার ৯০% কাজ সমাপ্ত Stremio সফটওয়্যার থেকে মিডিয়া স্ট্রিমিং এর জন্য।
এখন আপনি আপনার পছন্দের মিডিয়া সার্চ করে বা মিডিয়া জেনার অনুযায়ি কন্টেন্ট সহজেই স্ট্রিম করতে পারবেন।
ডাউনলোড করুন @ Stremio
Stremio এর যা কিছু রয়েছে তা সবই ভাল, মানে এর কোন খারাপ দিক নেই। এই সফটওয়্যারটির লাইট ওয়েট যা আপনার সিস্টেম কে স্লো করবে না, এর ইউজার ইন্টারফেস এক কথায় অসাধারন যা আপনাকে প্রিমিয়াম ফিল দিবে, আর এর বিশেষ ফিচার যা না বললেই নয় - আপনি এই সফটওয়্যারে অনেক অ্যাড অন্স ইন্সটল করতে পারবেন। এইসব গুনাবলির জন্য Stremio সফটওয়্যারটি আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করা যায় আপনাদের কাছেও ভাল লাগবে।
আজ এই পর্যন্তই, টিউনটি কেমন হলো ভালো ব মন্দ যাই হোকনা কেন টিউনমেন্ট এ জানাবেন। আর আপনাদের যে কোন প্রশ্ন থাকলে টিউনমেন্ট এ জিজ্ঞাসা করুন, টিউন জোস করুন, শেয়ার করুন এবং টেকটিউনস এর সাথেই থাকুন।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 189 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
a khan theke ki video download kora jai ?