AirMore – আপনার Android ও iOS স্মার্টফোন ম্যানেজ করুন বাতাসে! AirMore শুধু একটি ফাইল ট্রান্সফার অ্যাপ্লিকেশান নয় এটা একটি পরিপূর্ণ প্রফেশনাল মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট টুল – ব্যবহার না করলে বুঝবেন কিভাবে!

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন  সবাই? আশাকরি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল থাকবেন না কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে। আজকে আমি আপনাদের সাথে যা শেয়ার করবো আশাকরি তা আপনারা আমার টিউনের টাইটেল দেখেই বুঝে ফেলেছেন।

হ্যাঁ.আপনারা একদম ঠিক ধরে ফেলেছেন, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনকে পিসির সাথে ওয়্যারলেস ভাবে কিভাবে কানেক্ট করবেন। তাহলে আর দেরি না করে আসল কথায় আসা যাক।

AirMore হচ্ছে ক্রস প্লাটফর্ম একটি অ্যাপ্লিকেশান যার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনকে কম্পিউটারের সাথে কানেক্ট করুন ফাইল ট্রান্সফার করুন কোন রকম ক্যাবল এর সাহায্য ছাড়াই। ফলে আপনাকে আর কষ্ট করে খুঁজতে হবে না ক্যাবল কোথায় আছে। আপনাকে শুধু আপনার কম্পিউটার এর ওয়েব ব্রাউজার ওপেন করে AirMore এর ওয়েব সাইটে যেতে হবে এবং আপনার স্মার্টফোনে ইন্সটল করা AirMore অ্যাপ টি ওপেন করে ওয়েব সাইটে দেখানও বারকোড স্ক্যান করলেই অটোম্যাটিক ভাবে কানেক্ট হয়ে যাবে। নিচে আমরা AirMore এর সমস্ত ফিচার সম্পর্কে জানবো।

এক নজরে AirMore এর ফিচার সমূহ

  • মিডিয়া ম্যানেজমেন্ট
  • কমিউনিকেশন এর সুবিধা
  • প্রাক্টিক্যাল ফিচার
  • সিকিউরিটির নিশ্চয়তা

সবগুলো ফিচার এর বিস্তারিত বর্ণনা নিম্নে আলোচনা করা হল।

মিডিয়া ম্যানেজমেন্ট

আপনার ডিভাইসে থাকা সকল মিডিয়া আপনি AirMore এর সাহায্যে ম্যানেজ করতে পারবেন, নিচে মিডিয়ার ধরন অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হল।

  • মিউজিকঃ আপনি এই অ্যাপ ব্যবহার করে আপনি আপনার মিউজিক ফাইল মোবাইল থেকে পিসিতে দ্রুত এবং সহজ ভাবে ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও আপনি আপনার মিউজিক ফাইল গুলো অরগানাইজ, ডিলেট, মুভ ইত্যাদি করতে পারবেন।
  • ভিডিওঃ আপনার মোবাইলে থাকা ভিডিও ফাইলগুলো পিসিতে ট্রান্সফার করতে পারবেন এবং পিসিতে থাকা ভিডিও ফাইলগুলো আপনার মোবাইলে নিতে পারবেন। এছাড়াও আপনারা ভিডিও ফাইলগুলো সরাসরি আপনার ব্রাউজারে প্লে করতে পারবেন।
  • ফটোঃ আপনার সকল ফটো আরও সুন্দর ভাবে দেখতে পারবেন, স্লাইড শো ফাংশন এর মাধ্যমে আপনি আপনার ফটো আরও ফাস্ট এবং ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। এছাড়াও, ফটো ইম্পোর্ট, এক্সপোর্ট এবং ডিলিট করতে পারবেন আরও সহজে।
  • অ্যাপ ম্যানেজারঃ AirMore এর শক্তিশালি অ্যাপ ম্যানেজার ফিচার এর সাহায্যে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ ইন্সটল এবং আনইন্সটল করার মাধ্যমে ফুল কন্টোলে নিতে পারবেন। এর সাহায্যে সহজেই ম্যালওয়্যার ফাইল ডিলিট করতে পারবেন। এছাড়াও, ইন্সটল করা অ্যাপ ব্যাকআপ করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।
  • ডকুমেন্টসঃ আপনি AirMore এর মাধ্যমে বিভিন্ন ধরনের ফাইল অ্যাড করতে পারবেন, যেমনঃ Text, Word, Excel, Epub এবং PDF। তাছাড়া, আপনি যেকোন ফাইল বা ফোল্ডার ড্রাগ এবং ড্রপ ফিচার এর মাধ্যমে ডকুমেন্ট ট্রান্সফার করতে পারবেন।

কমিউনিকেশন এর সুবিধা

আপনার ডিভাইসের সকল ধরনের কমিউনিকেশন এর ডেটা সরাসরি আপনার পিসিতে দেখতে পারবেন, যেমনঃ কল লিস্ট, ম্যাসেজ, কন্ট্রাক্ট ইত্যাদি। নিম্নে এর বিশধ আলোচনা করা হল।

  • কল লিস্টঃ ব্রাউজারে আপনার কল লগে থাকা সকল ডাটা দেখতে, এডিট এবং ব্যাকআপ করাতে পারবেেন এই অ্যাপ এর মাধ্যমে।
  • কন্ট্রাক্টঃ আপনি আপনার কন্ট্রাক্ট অ্যাড, এডিট এবং ডিলিট করতে পারবেন এই ফিচারের মাধ্যমে। এছাড়াও আপনি আরও বড় স্কিন এবং বেটার ভিউ এর মাধ্যমে আপনার অভিজ্ঞতাকে আরও এক ধাপ বাড়াতে পারবেন।
  • ম্যাসেজঃ AirMore এর সাহায্যে আপনি এক ক্লিকেই ম্যাসেজ সেন্ড, ফরোয়ার্ড এবং ডিলিট করতে পারবেন। এছাড়াও, ব্রাউজার এর মাধ্যমে আরও দ্রুততার সাথে গ্রুপ চ্যাটিং করতে পারবেন।

প্রাক্টিক্যাল ফিচার

এখানে আপনি কিছু অস্থির ফিচার পাবেন, যেমনঃ স্ক্রীনশর্ট, রিয়্যাল টাইম ডিসপ্লে ইত্যাদি। নিম্নে এর বিশদ আলোচনা করা হল।

  • স্ক্রীনশর্টঃ মাত্র এক ক্লিকের মাধ্যমে আপনি আপনার স্কিনশর্ট নিতে পারবেন। এবং আপনি এই স্কিনশর্ট সেভ করা রাখতে পারবেন অথবা কপি করে ক্লিপ বোর্ডে রেখে তা অন্যকে পাঠাতে পারবেন।
  • ফাইল ম্যানেজারঃ AirMore এর আছে শক্তিশালি ফাইল ম্যানেজার যার মাধ্যমে দ্রুত আপনার ফাইলে অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও আপনি আপনার সুবিধা মত নতুন ফাইল ক্রিয়েট, মুভ এবং ডিলিট করতে পারবেন। তাছাড়াও এর আরও কিছু ফিচার রয়েছে যা নিম্নে আলোচনা করা হল।
  • রিয়্যাল টাইম ডিসপ্লেঃ এই ফিচার এর মাধ্যমে আপনি আপনার মোবাইলে স্কিন আপনার পিসিতে দেখতে পারবেন। যদি আপনি আপনার তোলা ফটো বড় স্কিনে দেখতে চান, অথবা মোবাইলের গেমস পিসিতে উপভোগ করতে চান, তাহলে আপনি এক ক্লিকের মাধ্যমেই করতে পারবেন AirMore অ্যাপ এর সাহায্যে।

সিকিউরিটির নিশ্চয়তা

এর মাধ্যমে ফাইল ট্রান্সফার করা ১০০% নিরাপদ, কেননা এটি ওয়াইফাই এবং HTTPs প্রযুক্তি ব্যবহার করা ফাইল ট্রান্সফার সেবা দিয়ে থাকে। নিম্নে এর বিস্তারিত আলোচনা করা হল।

  • ওয়াইফাই এর মধ্যমেঃ ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করা আপনার Android এবং iOS এর ফাইল সিকিউর ভাবে পিসি থেকে মোবাইলে এবং মোবাইল থেকে পিসিতে ট্রান্সফার করতে পারবেন, এক্ষত্রে আপনার ফাইলে অ্যাক্সেস করার জন্য AirMore অ্যাপ কে পারমিশন দিতে হবে।
  • HTTPs এর মাধ্যমেঃ AirMore আপনার ফাইল ট্রান্সফার করার সময় HTTPs সাপোর্টেড ওয়েব সাইট এর মাধ্যমে ফাইল শেয়ার করে থাকে। AirMore ফাইল ট্রান্সফার করা আর ফেসবুক এবং ড্রাপবক্স ফাইল ট্রান্সফার করা একই কথা কেননা উভয়ে একই প্রযুক্তি ব্যবহার করে আপনাদের সেবা ভা প্রোভাইড করে থাকে, তাই নিশ্চিন্তে ফাইল ট্রান্সফার করুন।

যেভাবে AirMore দিয়ে ফাইল ট্রান্সফার করবেন

প্রথমত আপনার স্মার্টফোন এবং পিসি ইন্টারনেট কানেক্টশন থাকতে হবে। তারপর, আপনি যদি Android স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে এই লিঙ্কে গিয়ে অ্যাপ ডাউনলোড করে নিন অথবা আপনি যদি iOS স্মার্টফোন ব্যবহার করেন তাহলে এই লিঙ্কে দিয়ে অ্যাপ ডাউনলোড করে যথা নিয়মে ইন্সটল করে ফেলুন।

আপনাদের স্মার্টফোনে অ্যাপ ইন্সটল হয়ে গেলে আপনাদের ৮০% কাজ কমপ্লিট, কেননা আপনার পিসির জন্য কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে না। শুধুমাত্র বারকোড স্ক্যান করলেই অটোম্যাটিক ভাবে আপনার স্মার্টফোন পিসির সাথে কানেক্ট হয়ে যাবে।

আর ফাইল ট্রান্সফার করা তো একদমই সহজ, যে কেউ নিজেই এই অ্যাপ ব্যবহার করে ফাইল ট্রান্সফার করতে পারবেন। তবুও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিসি থেকে স্মার্টফোনে এবং স্মার্টফোন থেকে পিসিতে ফাইল ট্রান্সফার করতে পারবেন।

আশাকরি ইতিমধ্যে আপনারা এটি ইন্সটল করে ফেলেছেন। ইন্সটল করা হয়ে গেলে AirMore অ্যাপ ওপেন করুন, ওপেন করলে নিচের মত ইন্টারফেস দেখতে পারবেন।

এখন, AirMore ওয়েব এই লিঙ্কে যান, লিঙ্কে গিয়ে নিচের মত ইন্টারফেস দেখতে পারবেন। এখন আপনি আপনার স্মার্টফোন থেকে কম্পিউটার এর স্কিনে দেখানো বারকোড টি AirMore অ্যাপ ব্যবহার করে স্ক্যান করুন, নিম্নের দেখানো ছবির মতো ইন্টারফেস দেখতে পাবেন।

স্ক্যান করা হওয়া মাত্রই আপনার স্মার্টফোন এবং পিসি স্বয়ংক্রিয় ভাবে কানেক্ট হয়ে যাবে, আর কানেক্ট হলে আপনি নিচের মত ইন্টারফেস দেখতে পারবেন।

এখন আপনি আপনার ফোনের ফাইল সকল ইনফরমেশন দেখতে পাবেন এবং বাম পাশের প্যানেলে থেকে আপনার কন্টেন্ট এর ক্যাটাগরি অনুযায়ী ফাইল দেখতে পারবেন।

এখন আপনারা কিভাবে ফাইল ট্রান্সফার করবেন তা এক্ষনি আলোচনা করা হবে। প্রথমে দেখাব আপনার স্মার্টফোনের ফাইল কিভাবে পিসিতে ট্রান্সফার করবেন। আপনি যেই ফাইল বা ফোল্ডার পিসিতে ট্রান্সফার করবেন তার উপরে মাউস দিয়ে লেফট ক্লিক করুন তাহলে নিচের মত ইন্টারফেস দেখতে পাবেন।

উপরে লাল মার্ক করা স্থানে ক্লিকের মাধ্যেম আপনার কাংক্ষিত ফাইল অনায়েসে ডাউওলোড করতে পারবেন।

আর এখন দেখাব কিভাবে আপনার পিসির ফাইল স্মার্টফোনে ট্রান্সফার করবেন। তার জন্য আপনাকে ব্রাউজার থেকে "Import" অপশন সিলেক্ট করতে হবে, এই অপশন সিলেক্ট করলে আপনি দুইটি নতুন অপশন দেখতে পাবেন যথা- Import Files এবং Import Folder। আপনি যদি ফাইল ট্রান্সফার করলে Import Files আর যদি ফোল্ডার ট্রান্সফার করলে Import Folder সিলেক্ট করুন। নিচের ছবির দিকে লক্ষ করুন।

আপনার কাংক্ষিত ফাইল এবং ফোল্ডার অনায়েসে পিসি থেকে স্মার্টফোনে ট্রান্সফার করতে পারবেন।

কিছু কথা

AirMore অ্যাপ এর যেমন অনেক ভাল দিক আছে ঠিক তেমনি কিছু খারাপ দিকও আছে। তো এর ভাল দিকের মধ্যে সহজ ইউজার ইন্টারফেস, ক্রস প্লাটফর্ম সাপোর্ট এবং পিসিতে বাড়তি কোন অ্যাপ ইন্সটল করা প্রয়োজন নেই যা আমার ব্যক্তিগত ভাবে খুব ভালো লেগেছে।

আর এর খারাপ দিক তেমন পাইনি একটি বাদে, সেটা হল আপনি ইন্টারনেট কানেকশন না থাকলে ফাইল ট্রান্সফার করতে পারবেন না এবং আপনার ফাইল ট্রান্সফার স্পীড নির্ভর করে আপনার ইন্টারনেট স্পীড এর উপর। তার মানে আপনার ইন্টারনেট স্পীড যত বেশি আপনি তত বেশি ট্রান্সফার স্পীড পাবেন।

আজকে এই পর্যন্তই আর আপনাদের যে কোন প্রশ্ন থাকলে টিউনমেন্ট এ জিজ্ঞাসা করুন, টিউন জোস করুন, টিউন শেয়ার করুন, আর টেকটিউনস এর সাথেই থাকুন।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 191 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস