কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল থাকবেন না কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে। গত পর্বে আমরা দেখেছি, "Plex দিয়ে স্ট্রিমিং করবেন যেভাবে", যদি কেউ গত পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিবেন অন্যথায় আপনাদের বুঝতে সমস্যা হবে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো "Seedbox+Plex Media Server এর কম্বিনেশন"।
আমি আপনাদের পরিপূর্ণ গাইডলাইনের জন্য এই চেইন টিউন এর পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর এই চেইন টিউনের মাধমে আপনাদের দেখাবো "কিভাবে আপনারা তৈরি করবেন আপনার নিজের NetFlix! ফ্রিতে" এর পরিপূর্ণ একটি গাইড। তাহলে আর দেরি না করে মূল কথায় আসা যাক।
আমরা আমাদের মিডিয়া কালেক্টশনে সব সময় এক্সেস করতে পারিনা বা ব্যস্ত থাকার কারণে সময় হয়ে ওঠে না অথবা মিডিয়া ফাইল থেকে দূরে থাকার কারণে মিডিয়া ফাইলে এক্সেস করা সম্ভব হয়ে ওঠেনা। আর এই জন্যই আপনার নিজের ফাইল কাছে বা দূরে থেকে কন্ট্রোল করার জন্য লোকাল সার্ভার খুবই ভালো একটি অপশন। আর আপলোড/ডাউনলোড স্পীড এবং নিরাপত্তা এর উপর আরো বেশি কন্ট্রোল করতে চাইলে আপনার অবশ্যই একটি লোকাল সার্ভার থাকতে হবে।
লোকাল সার্ভার আবার ঝামেলার বটে। কেননা আপনাকে সার্ভার ইন্সটল করা, দামি হার্ডওয়ার কেনা, এবং ১০০% মেইনটেনেন্স করা সহ আরো অনেক কিছু করতে হবে (অবকাঠামোগত, বৈদ্যুতিক, আপডেট করা, সিকিউরিটি প্রদান ইত্যাদি) যা করা খুবই ব্যয়বহুল এবং কষ্টসাধ্য ব্যাপার।
লোকাল সার্ভারের কিছু অসুবিধা থাকা সত্বেও, এটার অনেক অনেক সুবিধা রয়েছে। তবে নিজের লোকাল সার্ভারের বদলে আমারা Plex কে ক্লাউড বেইজ সফওয়্যার ও সার্ভারে ব্যবহার করতে পারি। এর অর্থ আমরা এতক্ষণ Plex যে আমাদের লোকাল সার্বার বা নিজের পিসিতে ইন্সটল করে ব্যবহার করেছি ঠিক সেভাবেই Plex ইন্সটল থাকবে একটি ক্লাউড সার্ভারে এবং আপনার সকল মিডিয়া ফাইল গুলোও স্টোর সাথে সে ক্লাউড সার্ভারে। এর ফলে আপনি যে কোন সময় যে কোন ডিভাইস দিয়ে আপনার মিডিয়া সার্ভার একসেস ও মিযিয়া প্লে করতে পারবেন অনায়েসে।
আপনি ইতিমধ্যে বিভিন্ন ধরনের ক্লাউড বেজড অ্যাপ ব্যবহার করেছেন যেমনঃ Email, Storage, Social media ইত্যাদি, আর ঠিক তেমনি Plex এ একটি ক্লাউড বেসড অ্যাপস্ হাওয়ায় Plex আপনাদের ব্যবহার করতে তেমন বেগ পেতে হবে না।
আপনার ক্লাউড সার্ভারে Plex এর সাথে Seed Box এর মাধ্যমে আপনি বিভিন্ন সোর্স থেকে যেমন টরেন্ট বা অন্য যে কোন মিডিয়া সাইট থেকে হাই স্পিডে বিভিন্ন মিডিয়া যেমন মিউজিক, মুভি, ভিডিও ডাউনলোড করতে ও ম্যানেজ করতে পারবেন। আর Plex স্বয়ংক্রিয় ভাবে সেগুলো Index করে আপনার সামনে হাজির করবে।
আপনার মিডিয়া সার্ভার এর জন্য এই দুটি টুলস Seedbox + Plex, হতে পারে একটি অভাবনীয় কম্বিনেশন।
Seedbox কি?
Seedbox হলো একটি ক্লাউড বেজড সার্ভার, আর Seedbox থেকে আপনি নিম্নের সকল সুবিধা গুলো পাবেন এবং এর মাধ্যমে আপনি আরো ইন্টারেক্টিভ সার্ভার তৈরি করতে পারবেন:
Seedbox ইন্সটল করার মাধ্যমে আপনি আপনার মিডিয়া কালেক্টশন স্টোর এবং লোড করতে পারবেন সরাসরি ইন্টারনেট থেকে একই সাথে এর সম্পূর্ন সিকিউরিটি নিশ্চিত করতে পারবেন।
ওয়েব বেশ কিছু সার্ভিস প্রোভাইডার আছে যারা Seedbox সার্ভিস দিয়ে থাকে। আপনি ওয়েবে একটু সার্চ করলে আপনার পছন্দের প্রোভাইডার বেছে নিতে পারবেন। যা অবশ্যই আপনাকে মাসিক চার্জের বিনিময়ে নিতে পারবেন। আপনি চাইলে নিজে VPS কিনেও আপনার নিজের Seedbox ও Plex ইন্সটল করে নিতে পারেন। তবে সেজন্য আপনার সার্ভারে নিজে সফওয়্যার ইন্সটল করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে সাধারণ ব্যবহারকারিদের জন্য Ready Made Seedbox প্রোভাইডারদের কাছ থেকে মাসিক চার্জের বিনিময়ে কিনে নেওয়াই ভালো কেননা তাতে আপনাকে আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশান ইন্সটল করতে হবে না, ফলে আপনার মূল্যবান সময় বাঁচাতে পারবেন কেননা এই Seedbox এ মধ্যে Plex application আগে থেকেই প্রি-ইন্সটল করা থাকে।
নিচের ছবির দিকে লক্ষ করুন, আপনার মিডিয়া ইনফরমেশন কালেক্ট করার জন্য প্রি-কনফিগার করা ক্লাউড বেজড Seedbox আপনার Plex Central Server এর সাথে কানেক্ট করবে। যখন Seedbox আপনার সকল মিডিয়া ইনফরমেশন কালেক্ট করে ফেলবে, তখন যেকোন একটি ক্লাইন্ট ডিভাইস এর মাধ্যমে আপনি Plex Server সাথে কানেক্ট করতে পারবেন।
আপনি চাইলে ভিপিএন এর মাধ্যমে সার্ভারের সিকিউরিটি নিশ্চিত করতে পারবেন। তবে ভিপিএন এর মাধ্যমে কিভাবে আপনি আপনার সার্ভারে কানেক্ট হবেন তা এই টিউনে আলোচনা করা হচ্ছে না। তবে এডভান্স ইউজাররা ওয়েবে সার্চ করে থেকতে পারেন বা যাদের বিষয়টি নিয়ে ধারণা আছে তারা তা অনায়েসে করতে পারেন। ভিপিএন এর মাধ্যমে কিভাবে আপনি সার্ভরে কানেক্ট হতে পারেন তা অন্য একটি টিউনে আলোচনা করবো।
যখন আপনি আপনার সকল মিডিয়া কনটেন্ট Seedbox এ স্টোর করে ফেলবেন তখন আপনি আপনার মিডিয়া কনটেন্ট সরাসরি ক্লাইন্টের ওয়েব ব্রাউজার থেকে প্লে করতে পারবেন।
VPS/Seedbox একটি রিমোট সার্ভার যা ডিজাইন করা হয়েছে P2P or torrenting সেবা প্রদান করার জন্য এবং এটা দুই ধরনের হয়ে থাকে, যথা: ডেডিকেটেড ও শেয়ার্ড সার্ভার।
যখন সব রিসোর্স একটি সার্ভারে স্টোর করে রাখা হয় এবং সেই রিসোর্স একসাথে কেবল মাত্র একজন ব্যবহারকারীকে সেবা দিয়ে থাকে তাকে ডেডিকেটেড সার্ভার বলে। আর এই ধরনের সার্ভার সাধারণত কিছু নির্দিষ্ট ম্যামরি, স্টোরেজ এবং ব্যান্ডউইথ সহ ভাড়া দেয়া হয়।
অপরপক্ষে shared VPS হচ্ছে এমন একটি সার্ভার, যেখানে অন্য ব্যবহাকারীদের সাথে সার্ভারের সব রিসোর্স শেয়ার করা হয়। উদাহণস্বরূপ, একটি ফিজিক্যাল সার্ভার যার মধ্যে অনেকগুলো ওয়েব সাইট হোস্ট করা যায়।
Seedboxes এর অন্যতম সুবিধা হচ্ছে, আপনি এর মাধ্যমে মিডিয়া কনটেন্ট ডাউনলোড বা আপলোড করতে পারবেন। ফলে, আপনাকে আর কষ্ট করে মিডিয়া ফাইলের আপডেট করতে হবে না, যা Seedboxes থেকে অটোমেটিক্যালি করবে। আগেই উল্লেখ করা হয়েছে, Seedboxes তৈরি করা হয়েছে টরেন্ট থেকে ডাউনলোড এবং আপলোড করার উদ্দেশ্যে। আর তাই, Seedboxes আপনাদের কে দিবে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ এবং 24/7 সার্ভিস দিয়ে থাকে যার ফলে, আপনাদের মন থেকে Seedboxes পছন্দ করে ফেলবেন।
Plex Media Server এর জন্য Seedbox থেকে কীভাবে কনটেন্ট লোড করবেন?
আজকে এই পর্যন্তই আর আজ আমরা দেখলাম "Seedbox+Plex Media Server এর কম্বিনেশন" আগামী পর্বে দেখাবো "Plex Optimize করা এবং Plex Automation করা"।
আপনাদের যে কোন প্রশ্ন থাকলে টিউনমেন্ট এ জিজ্ঞাসা করুন, টিউন জোস করুন, টিউন শেয়ার করুন, আর টেকটিউনস এর সাথেই থাকুন।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।