তৈরি করুন আপনার নিজের NetFlix! ফ্রিতে [পর্ব-০৩] :: Plex কনফিগার করবেন যেভাবে

বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - কেমন আছেন টেকটিউনস কমিউনিটির সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল থাকবেন না কেননা টেকটিউনস এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে। গত পর্বে আমরা দেখেছি, "Plex Media Server দিয়ে শুরু করবেন যেভাবে", যদি কেউ গত পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিবেন অন্যথায় আপনাদের বুঝতে সমস্যা হবে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো "Plex কনফিগার করবেন যেভাবে"

আমি আপনাদের পরিপূর্ণ গাইডলাইনের জন্য এই চেইন টিউন এর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর এই চেইন টিউনের মাধমে আপনাদের দেখাবো "কিভাবে আপনারা তৈরি করবেন আপনার নিজের NetFlix! ফ্রিতে" এর পরিপূর্ণ একটি গাইড। তাহলে আর দেরি না করে মূল কথায় আসা যাক।

৩. Plex কনফিগার করবেন যেভাবে

আপনাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম এ Plex ইন্সটল করা শেষ হলে, Plex সার্ভার স্বয়ংক্রিয়ভাবে লোড করবে। এখন, আপনি আপনার সার্ভারের জন্য পছন্দ মত একটি নাম দিন এবং মিডিয়া ফাইলে রিমোট অ্যাক্সেস এর অনুমতি প্রদান করবেন কিনা তা সিলেক্ট করুন।

৩.১ প্রথম বারের জন্য Media Library অ্যাড করুন

পূর্বে দেখানো পদ্ধতি অনুযায়ী, যদি আপনার মিডিয়া ফাইলগুলি সঠিক ভাবে একটি মেইন ফোল্ডারে সাজানো হয়ে থাকে, তাহলে Plex এ আপনার মিডিয়া ফাইল গুলি অ্যাড করার এখনই যথার্থ সময়। মিডিয়া ফাইল গুলি অ্যাড করতে “ADD LIBRARY” বাটন ক্লিক করে আপনার মিডিয়া ফাইল গুলোর লোকেশন দেখিয়ে দিন।

৩.২ আপনার Plex App ওপেন করুন

আপনার ডেক্সটপ এ যদি আপনি Plex icon খুঁজে না পান, তাহলে এর মূল কারণ হচ্ছে, Plex একটি ওয়েব/সার্ভার বেসড অ্যাপ্লিকেশান। আপনার ডিভাইসে থাকা যেকোন একটি ওয়েব ব্রাউজার (Firefox, Safari, Chrome, ইত্যাদি) দিয়ে Plex এ অ্যাকসেস করতে পারবেন এবং এজন্য আপনাকে এই লিঙ্কে যেতে হবে https://app.plex.tv/desktop। অথবা আপনি এই “https://plex.tv” লিঙ্কে ও যেতে পারেন, এই লিঙ্কে গিয়ে, আপনার Plex অ্যাকাউন্টে sign-in করুন  এবং “Launch” বাটনে ক্লিক করুন। তাহলে Plex আপনাকে এই সাইটে নিয়ে যাবে “https://app.plex.tv/web/app#” আর এটাই হচ্ছে মূল Plex ওয়েব অ্যাপ। আপনি আপনার Plex server লোকালি ম্যানেজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেক্টশন এর দরকার হবে না।

  • ব্রাউজার ওপেন করুন এবং এই লিঙ্ক প্রবেশ করুন: “http://[Local Plex Media Server IP Address]:32400/web”.

অথবা যদি আপনি Plex Media Server অ্যাপ্লিকেশনটি ইতিমধ্যে চালু করে থাকেন:

  • ব্রাউজার ওপেন করুন এবং এই লিঙ্ক প্রবেশ করুন: http://localhost:32400/web

Plex আপনার সকল মিডিয়া ফাইল আবার স্ক্যানিং করবে, যাতে করে Plex আপনার ফাইল গুলোকে নিজের মত করে অরগানাইজ করতে পারে। Plex আপনার মিডিয়া ফাইল গুলো ডিস্ক্রিপশন এবং অস্থির poster দিয়ে সুন্দর করে সাজাবে। যার মাধ্যমে আপনার মিডিয়া কালেক্টশন গুলো দেখতে অনেক অস্থির লাগবে।

৩.৩ Plex Clients এর মাধ্যমে মিডিয়া প্লেব্যাক টেস্ট করা

আপনি যেকোন ডিভাইসের মাধ্যমে Plex দেখতে পারবেন, সেক্ষত্রে আপনার ডিভাইসের ওয়েব ব্রাউজার থেকে দেখতে চাইলে এই “plex.tv” লিঙ্ক যান। আবার সব ধরনের ডিভাসের জন্য Plex এর নির্দিষ্ট ক্লাইন্ট সফটওয়্যার আছে, যেটা ব্যবহার করে ক্লাইন্ট অনায়েসে আপনার মিডিয়া ফাইল ব্রাউজ এবং স্ট্রিমিং করতে পারবে। আপনি জেনে খুশি হবেন, Plex Companion App সকল জনপ্রিয় স্মার্টফোনে, ভয়েস কমান্ড সিস্টেম, টিভি চ্যানেল, গেম কনসল, আরও অনেক ডিভাইস Plex সাপোর্ট করে। এছাড়াও Plex অনেক থার্ড পার্টি হার্ডওয়্যারেও সাপোর্ট করে থাকে, যেমনঃ XBox1, Roku Stick, FireTV, Android, iOS, ইত্যাদি।

Testing Media Playbacks: সার্ভার ইন্সটল এবং সেটিং করার পরে, আপনি আপনার লোকাল সার্ভার থেকে মিডিয়া ফাইল গুলো প্লেব্যাক করে দেখতে পারবেন। যদি এটা ঠিক ভাবে কাজ করে, তাহলে অন্য একটি ডিভাইসে ক্লাইন্ট অ্যাপ্লিকেশান টি ডাউনলোড করে, আপনার Plex অ্যাকাউন্ট দিয়ে লগইন করে এবং প্লেব্যাক করে দেখেন সব কিছু অন্য ডিভাইসে ঠিকমত চলছে কিনা।

৩.৪ নতুন লাইব্রেরি এবং মিডিয়া অ্যাড করা

একটি লাইব্রেরি হচ্ছে অনেকগুলো মিডিয়া ফাইল এর গ্রুপ। আপনি আপনার লাইব্রেরি নিজেই সেট করতে পারবেন, উদাহরণস্বরূপ, একটি মিউজিক অথবা মুভির লাইব্রেরি। যে কোন সংখ্যা এবং ভ্যারাইটির লাইব্রেরী আপনি Plex এ তৈরি করতে পারবেন। আর আপনি ইচ্ছা করলে আপনার মিডিয়া কালেকশন ইনস্টলেশনের সময় অ্যাড করতে পারবেন অথবা পরবর্তীতে এটি চেঞ্জ করতে পারবেন। নতুন লাইব্রেরি অ্যাড করা: main dashboard অথবা Home এ যান, libraries এবং তারপর  + আইকনে ক্লিক করুন।

মিডিয়া লাইব্রেরীতে অ্যাড করতে গেলে, আপনি তিনটি অপশন পাবেন, আর তা হল- Select Type, Add Folders, অথবা Advanced। আপনি এখন লাইব্রেরি টাইপ সিলেক্ট করুন, এটির একটি নাম দিন এবং আপনার মিডিয়া ফোল্ডারটিকে এড করুন ব্যাস আপনার নতুন লাইব্রেরি অ্যাড করা হয়ে যাবে। Metadata থেকে Plex তথ্য সংগ্রহ করবে, যাতে করে আপনার কন্টেন্ট গুলোকে ভিজুয়ালি সুন্দরভাবে সাজাতে পারে। এই সম্পর্কে আরো জানতে চাইলে, এখানে ক্লিক করুন।

৩.৫ Remote Access সেটিং করা

Plex এর মূল আকর্ষণ হচ্ছে, আপনি আপনার মিডিয়া ফাইল গুলোকে যে কোন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন এবং বিশ্বের যে কোন জায়গা থেকে তা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। এখানে Plex এর Central Server একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটা সব সার্ভার এর ইনফর্মেশন স্টোর করে রাখে এবং সকল ডিভাইসকে রিমোট অ্যাক্সেস এর অনুমতি প্রদান করে। আপনার লোকাল সার্ভারে যেকোনো জায়গায় থেকে অ্যাকসেস করার জন্য, নিচের সেটিং গুলো ঠিক করে নিন।

  • “Remote Access” বাটন এনাবল করবেন যেভাবেঃ Settings এ যান > তারপর Remote Access অপশনটি এনাবেল করে দিন। যদি আপনি সঠিক ভাবে remote access অপশনটি  কনফিগার করতে পারেন, তাহলে আপনি আপনার Plex Media Server এ যে কোন জায়গা থেকে কানেক্ট করতে পারবেন, আপনাকে শুধু “plex.tv” এই লিঙ্কে যেতে হবে এবং আপনার একাউন্টে লগইন করলেই,  রিমোটলি আপনি আপনার মিডিয়া ফাইলে অ্যাক্সেস করতে পারবেন।

৩.৬ সার্ভার শেয়ারিং

এই ফিচারটি আপনার Plex Media Server এ অন্য media servers কানেক্ট করার অনুমতি প্রদান করে এবং সেই সার্ভারে থাকা কন্টেন্ট গুলো আপনার সার্ভারে শেয়ার করে থাকে। আপনার সমস্ত বন্ধুরা যারা লোকাল নেটওয়ার্কের বাইরে থাকে তাদের কাছে আপনার মিডিয়া শেয়ার করতে চাইলে, প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে “Remote Access” এনাবেল এবং তা সঠিকভাবে কাজ করছে কিনা এবং তারপর তাদেরকে ইনভাইটেশন পাঠাতে হবে অন্যথায় তারা আপনার মিডিয়া ফাইলে অ্যাক্সেস করতে পারবে না।

  • ইনভাইটেশন যেভাবে পাঠাবেন: Plex সার্ভারে আপনার একাউন্ট দিয়ে সাইন ইন করা আছে কিনা তা নিশ্চিত করুন। এখন Settings এ যান > Family & Friends এ যান > Sharing এ যান> এবং Invite a Friend এই ক্লিক করুন।

  • এখন, আপনি আপনার যেই ফ্রেন্ডকে ইনভাইট করতে চান তার username অথবা email (নিচের বক্সে) লিখে ইনভাইট করুন।

  • ইনভাইটেশন যেভাবে গ্রহণ করবেন: যদি আপনি আপনার বন্ধুদের কাছ থেকে কোনো ইনভাইটেশন পান, সেটা একসেপ্ট করতে, Plex Server এ যান> তারপর Settings এ যান> তারপর Family & Friends এ যান> এবং Sharing এ যান। এখন সবুজ চেকমার্ক ক্লিক করলেই ইনভাইটেশন একসেপ্ট হয়ে যাবে।

Server Sharing এর সম্পর্কে বিস্তারিত জানতে, এখানে ক্লিক করুন।

৩.৭ সাবটাইটেল অ্যাড করবেন যেভাবে

Plex এ ডিফল্ট ভাবে কোন সাবটাইটেল অ্যাড অথবা নতুন সাবটাইটেল ডাউনলোড করে না। যদি আপনি আপনার মুভি এবং টিভি শো তে সাবটাইটেল যোগ করতে চান, তাহলে আপনাকে Settings এ যেতে হবে > তারপর Languages এ যেতে হবে।

  • “Automatically select audio and subtitle tracks” বক্সটি চেক করে দিন, ফলে Plex সাবটাইটেল শো করবে। তার মানে এই নয় যে, আপনি সংক্রিয়ভাবে আপনার সকল মিডিয়া ফাইলের জন্য সাবটাইটেল পেতে থাকবেন, এর জন্য আপনাকে আগে এটা কনফিগার করতে হবে।

  • সাবটাইটেল অ্যাড করার সময়, সঠিক সাবটাইটেল মুড এবং language সিলেক্ট করা আছে কিনা তা চেক করুন। সাবটাইটেল মুড: যখন আপনি মিডিয়া ফাইল দেখবেন তখন অটোমেটিক্যালি সাবটাইটেল দেখতে পারবেন। আপনি চাইলে ভিডিও প্লেয়ার থেকে সাবটাইটেল ফিচার টি অন অথবা অফ করতে পারবেন, অথবা আপনি “Always enabled” করে দিতে পারেন, যাতে করে সব সময় সাবটাইটেল শো করে।

লোকাল সাবটাইটেল: যদি আপনার মুভি/মিউজিক ফোল্ডারের ভিতরে সাবটাইটেল ফাইল থাকে, তাহলে Plex সেই সাবটাইটেলটি ভিডিও প্লেয়ারে শো করবে। নিচের সাবটাইটেল ফাইল ফরমেট গুলো Plex Media Player সাপোর্ট করে।

  • .srt
  • .smi
  • .ssa or.ass
  • .vtt

অটোম্যাটিক সাবটাইটেল ডাউনলোড: যদি আপনার মুভি/মিউজিক ফোল্ডারের ভিতরে কোন সাবটাইটেল ফাইল না থাকে, তবে চিন্তার কোন কারণ নাই, আপনি “subtitle agent” কনফিগার করার মাধ্যমে অনায়েসে সাবটাইটেল দেখতে পারবেন। মূলত “subtitle agent” আপনার মিডিয়া ফাইলের জন্য সঠিক সাবটাইটেল ফাইল ইন্টারনেট থেকে খুঁজে বের করে। Auto-subtitles ব্যবহার করবেন যেভাবে

  • প্রথমে Settings এ যান > Agents সিলেক্ট করুন। “Movies”  লাইব্রেরি এবং যে Agent চেঞ্জ করতে চান তা সিলেক্ট করুন (Personal Media, Plex Movie, অথবা The Movie Database)। এমতা অবস্থায় আমি, Movies library এবং Plex Movie সিলেক্ট করলাম। নিচের লিস্ট থেকে OpenSubitles.org সিলেক্ট করুন এবং এটিকে সাবটাইটেল লিস্টের দুই নম্বরে রাখুন কেননা প্রথমে আপনার মিডিয়া ফোল্ডারে কোন সাবটাইটেল ফাইল না থাকলে, তখন Agent তারপরের অপশনে (OpenSubitles) সাবটাইটেল ফাইল খুঁজবে।

যখন “OpenSubtitles.org” এজেন্ট হিসেবে সিলেক্ট করে ফেলবেন, এখন gear আইকনে ক্লিক করুন এবং কনফিগার করুন। নিশ্চিত করুন, সঠিক language সিলেক্ট করেছেন কিনা যাতে করে সাইটে গিয়ে সঠিক সাবটাইটেল ফাইল ডাউনলোড করতে পারে।

পরিশেষে, লাইব্রেরির metadata রিফ্রেশ করুন, যাতে করে চেঞ্জ গুলো সিস্টেম বুঝতে পারে। রিফ্রেশ করতে আপনার Movies লাইব্রেরি মেনুতে গিয়ে থ্রি ডট মেনুতে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে “Refresh all Metadata” তে ক্লিক করুন।

৩.৮ প্লাগিন ইনস্টল করবেন যেভাবে

এটা সত্যি যে, Plex Media এর মেইন কনসোল থেকে সমস্ত প্লাগিন সরিয়ে ফেলেছে, কিন্তু আপনি ম্যানুয়ালি প্লাগিন ইনস্টল করার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আপনি সাধারণত Plex plugins গুলো Plex Forums এ খুঁজে পাবেন।

প্লাগিন ব্যান্ডেল এর কোড আপনি Plex Forums এ পাবেন এবং সাধারণত এটা আমরা GitHub এর মাধ্যমে পেয়ে থাকি। যেভাবে প্লাগিন ইনস্টল করবেন:

  • এই লিংক থেকে প্লাগিন ফাইল ডাউনলোড করে নিন এবং নিচে দেখনো নিয়ম ফলো করে ইনস্টল করুন।

  • Windows ব্যবহারকারীরা যেভাবে প্লাগিন ইনস্টল করবেন: ডাউনলোডকৃত জিপ ফাইল আনজিপ করে Plex Media plugins ফোল্ডার এর মধ্যে রাখুন, (%LOCALAPPDATA%\Plex Media Server\Plug-ins)। এই ফোল্ডারের ভিতরে রাখা সকল প্লাগিন ফাইল অটোম্যাটিক ভাবে ইনস্টল Plex করে নিবে।
  • Linux এবং MacOS ব্যবহারকারীরা যেভাবে প্লাগিন ইনস্টল করবেন:
    • Linux: $PLEX_HOME/Library/Application Support/Plex Media Server/Plug-ins
    • MacOS: ~/Library/Application Support/Plex Media Server/Plug-ins
  • উপরের দেখানো উপযুক্ত লোকেশনে প্লাগিন ফাইল রাখলেই ইনস্টল হয়ে যাবে।

  • Plex Media Server রিস্টার্ট করেন যাতে করে সব চেঞ্জ Plex সিস্টেম ফাইন্ড আউট করতে পারে।

৩.৯ Plex Pass এর অ্যাডভান্স ফিচার

প্রিমিয়াম কিনলেই (অথবা Plex Pass) আপনি আরো উন্নত সার্ভিস উপোভোগ করতে পারবেন অতিরিক্ত কিছু অস্থির ফিচারের মাধ্যমে। Plex প্রিমিয়াম আপনাকে অনেক বেশি অতিরিক্ত ফিচার দিচ্ছে যেমন: Auto-Tagging & Places, Automatic Camera Upload, Automatic Mixes, Early Access, এবং Apps, Live TV, Lyrics, Mobile Sync, Multiple Users, Parental Controls, Photo Albums, Plex DVR, Premium Music/Photos, Timeline View, Trailers & Extras, এবং আরও অনেক অস্থির ফিচার। নিম্নে কিছু প্রিমিয়াম ফিচার সম্পর্কে আলোচনা করা হলঃ

  • User Control: এই ফিচারের মাধ্যমে আপনি আপনার কন্টেন্ট restrict করতে পারবেন, যেগুলা আপনার নির্দিষ্ট ব্যবহারকারীরাই শুধু ব্যবহার করতে পারবে। restricting কন্টেন্ট সম্পর্কে আরো জানতে, এখানে ক্লিক করুন
  • Offline Sync: আপনি যখন বাসা থেকে অনেক দূরে থাকেন অথবা আপনার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকে তখনও Plex Pass আপনার মিডিয়া ফাইল synchronize করবে। আপনি আপনার স্মার্টফোনের স্টোরেজ এ মুভি সেভ করে রাখতে পারবেন এবং সার্ভারের সাথে কানেক্ট করা ছাড়াই মিডিয়া ফাইল প্লে করতে পারবেন। মোবাইল Sync সম্পর্কে আরো জানতে,  এখানে ক্লিক করুন
  • Dashboard: Plex dashboard এর সাথে, আপনি আপনার সম্পূর্ণ মিডিয়া কন্টেন্ট এর মনিটরিং ওভারভিউ পাবেন। আপনি দেখতে পারবেন কে কি দেখেছে, কখন, এবং কোন ডিভাইস দিয়ে দেখেছে। আপনি এই ফিচার এর মাধ্যমে আরও জানতে পারবেন ব্রান্ডউইথ, ইউজার এবং মিডিয়া স্ট্যাটিসটিক্স।

  • Camera Upload: Plex Server এ আপনার Plex device’s camera roll থেকে, আপনি ফটো অথবা ভিডিও synchronize করতে পারবেন। এই সম্পর্কে আরো জানতে,  এখানে ক্লিক করুন
  • Plex DVR: এই ফিচারের মাধ্যমে আপনি বিভিন্ন চ্যানেল এর অনুষ্ঠান রেকর্ড করে রাখতে পারবেন এবং পরে যেকোন ডিভাইসে ও যেকোন জায়গায় থেকে উপভোগ করতে পারবেন,  এই সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন
  • Premium Media Libraries: প্রিমিয়াম মিউজিক, ফটো এবং মুভি ও টিভি শো যুক্ত করে আপনার মিডিয়া লাইব্রেরিকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন। মিউজিক এর জন্য, ভাল আর্ট ওয়ার্ক, প্লেলিস্ট, অটোম্যাটিক লিরিক্স, বায়োগ্রফি ইত্যাদি সংযুক্ত করে আরো উন্নত সেবা প্রদান করতে পারবেন।

আজ আমরা দেখলাম "Plex কনফিগার করবেন যেভাবে" আগামী পর্বে দেখাবো "Plex দিয়ে স্ট্রিমিং করবেন যেভাবে"

আপনাদের যে কোন প্রশ্ন থাকলে টিউনমেন্ট এ জিজ্ঞাসা করুন, টিউন জোস করুন, টিউন শেয়ার করুন, আর টেকটিউনস এর সাথেই থাকুন।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস