তৈরি করুন আপনার নিজের NetFlix! ফ্রিতে [পর্ব-০২] :: Plex Media Server দিয়ে শুরু করবেন যেভাবে

বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - আশাকরি টেকটিউনস কমিউনিটির সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি, "Plex সেটিং করবেন যেভাবে" গত পর্ব যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিবেন অন্যথায় আপনাদের বুঝতে সমস্যা হবে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো "কিভাবে Plex Media Server দিয়ে শুরু করবেন"

আমি আপনাদের পরিপূর্ণ গাইডলাইনের জন্য এই চেইন টিউন এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর এই চেইন টিউনের মাধমে আপনাদের দেখাবো "কিভাবে আপনারা তৈরি করবেন আপনার নিজের NetFlix! ফ্রিতে" এর পরিপূর্ণ একটি গাইড। তাহলে আর দেরি না করে মূল কথায় আসা যাক।

২. Plex Media Server দিয়ে শুরু করবেন যেভাবে

২.১ আপনার মিডিয়া ফাইলগুলো প্রস্তুত করুন

মিডিয়া ফাইল এর ধরন অনুযায়ী ফাইলগুলো সাজানো এবং একটি ফোল্ডারে রাখা Plex এর জন্য গুরুত্বপূর্ণ। কারণ, যখন Plex ইন্সটল হয়ে যাবে, তখন আপনার সকল মিডিয়া কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে খুঁজে নিবে, পূর্বে যেভাবে আপনি একটি ফোল্ডারে সাজিয়েছেন ঠিক সেই ভাবে।

যদিও পরের ধাপ বাধ্যতামূলক নয়, তবুও এটা ফলো করলে আপনাকে আরো ভালো experience এর নিশ্চয়তা দিবে।

  • আপনার সকল ফাইল একটি ডিভাইসে এবং একটি প্রধান ফোল্ডারের মধ্যে রাখেন, উদাহরণস্বরূপ “/Media Content” ফোল্ডারে সব মিডিয়া ফাইলগুলো রাখবেন।
  • ফরম্যাট অনুযায়ী ফাইলগুলো সেই প্রধান ফোল্ডারে ভিতরে সাব-ফোল্ডার করে রাখুন। সব মুভির ফাইল গুলো একটি প্রধান ফোল্ডারে রাখুন “/Movies”, মিউজিক এর সকল ফাইল আরেকটি প্রধান ফোল্ডারে রাখুন “/Music”, এইভাবে যত ফরমেটের ফাইল আছে তা একসাথে একটি ফোল্ডারে রাখুন।
  • নিম্নে কিছু উদাহরণ দেওয়া হল:

২.২ যেভাবে পাবেন Plex Media Server

তিনটি প্রক্রিয়ার মাধ্যমে, Plex তাদের সেবা প্রদান করে থাকে, আর তা হল- Sing Up, Get Plex, and Going Premium।

অ্যাকাউন্ট তৈরি করুন এবং Plex এ সাইন ইন করুন

plex.tv” তে যান এবং নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য “Sign Up” বাটনে ক্লিক করুন। Plex অ্যাকাউন্ট সম্পুর্ন ফ্রি, কিন্তু Plex, Premium Account ও অফার করে এবং Plex Premium Account এর সাথে আছে অনেক অ্যাড অন্স এবং অতিরিক্ত কিছু অস্থির ফিচার।

Plex server ডাউনলোড

Plex Server আপনি আপনার কম্পিউটার অথবা NAS প্লাটফর্ম এর জন্য ডাউনলোড ও ইন্সটল করতে পারবেন। আপনি Plex এর ডাউনলোড পেইজে গেলেই স্বয়ংক্রিয়ভাবে আপনার অপারেটিং সিস্টেম ডিটেক্ট হবে।

আর আপনি আপনার পছন্দের অপারেটিং সিস্টেম এর জন্য Plex Server ডাউনলোড করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ড্রাপডাউন মেনু থেকে পছন্দের অপারেটিং সিস্টেম সিলেক্ট করে ডাউনলোড করতে হবে।

Plex Premium অ্যাকাউন্ট

সাধারণ ব্যবহারের জন্য Plex এর বেসিক ভার্সন যথেষ্ঠ। তবে আপনি যদি Plex এর বেসিক সার্ভিস গুলো পছন্দ করে থাকেন তাহলে আপনি Plex এর আরও সুবিধা পেতে Plex এর Premium অ্যাকাউন্ট খুলে এর প্রিমিয়াম কিছু অস্থির ফিচার উপভোগ করতে পারবেন এবং সাথে সাথে Plex এর ভ্যালু বৃদ্ধি করতে পারবেন। পেইড সার্ভিসে সাবস্ক্রাইব করে আপনি বাড়তি যে সুবিধাগুলো পাবেন তা হল Plex Music, Pictures এবং Movie/TV আরও অনেক কিছু। ২০১৯ সাল অনুযায়ী Plex প্রিমিয়াম এর মূল্য নির্ধারণ এর ছবি নিম্নে দেওয়া হল।

২.৩ Plex Media Server ইন্সটলিং

আপনি যে অপারেটিং সিস্টেমই ব্যবহার করেন না কেন Plex Media Server সফটওয়্যার ইন্সটল করার আগে আপনাকে Plex Server installer কে পরিপূর্ণ এডমিন পারমিশন দিতে হবে। যে কোন অপারেটিং সিস্টেমে Plex Media Server সেটআপ করা খুবই সহজ। ইন্সটলারের সেটআপ গাইডলাইন ফলো করে ইন্সটল করলেই হলো।

যখন Plex Media Server ইন্সটল করা হয়ে যাবে তখন আপনাকে Plex এর সফটওয়্যার ইন্টারফেসটিতে প্রবেশ করতে হবে।

এখানে উল্লেখ্য যে Plex এর ইউজার ইন্টারফেস অন্য সব অ্যাপ্লিকেশান এর মত না, যেহেতু Plex একটি Server Sofwate তাই এটি ইন্সটলকৃত কম্পিউটারে একটি সার্ভার তৈরি করে। যার ফলে অন্য যে কোন Plex সাপোর্টেড ক্লয়েন্ট সফটওয়্যার এই কম্পিউটারের মিডিয়া গুলো একসেস করতে পারে ও স্ট্রিম করতে পারে। আর তাই আপনার ওয়েব ব্রাউজার ব্যবহার করার মাধ্যমে  Plex এর অ্যাপ্লিকেশান এর ইন্টারফেস ব্যবহার করতে হবে। কিভাবে করবেন তা টিউনের পরবর্তী অংশেই রয়েছে।

নিচে Windows, Mac, Linux ও NAS Device এ কিভাবে Plex Media Server ইন্সটল করবেন তা দেখানো হলো।

Windows

উইন্ডোজ অপারেটিং সিস্টেম Plex Media Server এর ইন্সটল পদ্ধতি অন্য সব সফটওয়্যার ইন্সটল দেবার মতই। ইন্সটলার ফাইলে ডাবল ক্লিক করে next এ ক্লিক করতে থাকবেন যতক্ষণ না ইন্সটল বাটন এর দেখা পান, ইন্সটল বাটন দেখতে পেলে সেখানে ক্লিক করলেই খানিক-ক্ষণ অপেক্ষা করলেই ইন্সটল হয়ে যাবে।

Plex Media Server install হয়ে যাবার পর Plex এর ইন্টারফেস ওপেন করার জন্য Windows System Tray থেকে Plex Media Server অ্যাপ এ রাইট বাটন ক্লিক করে আপনি Plex এ প্রবেশ করতে পারবেন। এছাড়া Plex কনফিগার করতে, Windows System Tray থেকে Plex Media Icon এ রাইট বাটন ক্লিক করুন এবং ওপেন Plex সিলেক্ট করুন…

MacOSx

নিম্নের ফলো চার্ট টি ফলো করে MacOSx এ Plex Media Server ইন্সটল করতে পারবেন।

Plex Media সার্ভার থেকে কনফিগার করতে, launchpad menu থেকে অ্যাপ্লিকেশান টি চালু করুন।

Linux

আগেই বলেছি, Plex- লিনাক্স এর সব ধরনের ডিস্ট্রিবিউশন কে সাপোর্ট করে, যেমনঃ Ubuntu, Fedora, এবং CentOS। Plex সেটআপ করতে, সঠিক প্যাকেজ টি ডাউনলোড করুন এবং Superuser/Admin Privileges প্রদান করে অ্যাপ টি ইন্সটল করুন।

Plex নামে একটি অ্যাপ্লিকেশন তৈরি করবে অ্যাপ্লিকেশনটি রান করার জন্য। Plex কে অবশ্যই read/execute পারমিশন দিতে হবে যাতে করে আপনার মিডিয়া ফাইলে অ্যাকসেস করতে পারে।

ইনস্টল করা শেষে, আপনি আপডেট ম্যানেজার থেকে Plex এর Repository এনাবেল করে দিন।

NAS ডিভাইস

আপনার NAS ডিভাইসে Plex কনফিগার করার আগে, এই লিস্ট থেকে চেক করে নিন Plex আপনার NAS ডিভাইস এ সাপোর্ট করে কিনা। আপনি যদি এখনো সঠিক সার্ভার প্যাকেজ ডাউনলোড করে না থাকেন, তাহলে এখনি ডাউনলোড করতে এখানে যান downloads > Plex Media Server > NAS।

উপরের ছবিটি দেখলে কিভাবে নির্দিষ্ট NAS ম্যানুফ্যাকচারার এ Plex Media Server ইনস্টল করবেন তা জানতে পারবেন।

NAS ইনস্টল করতে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয়, তার সবচেয়ে ভালো সমাধান হচ্ছে Plex Forums। ইন্সটল করা হয়ে গেলে, Plex Media Server এ অ্যাকসেস করতে, ব্রাউজার ওপেন করুন এবং এড্রেস বার এ টাইপ করুন > “http://local.nas.ip.address:32400/web.”

আজ আমরা দেখলাম "Plex Media Server দিয়ে শুরু করবেন যেভাবে" আগামী পর্বে দেখাবো "Plex কনফিগার করবেন যেভাবে"

আপনাদের যে কোন প্রশ্ন থাকলে টিউনমেন্ট এ জিজ্ঞাসা করুন, টিউন জোস করুন, টিউন শেয়ার করুন, আর টেকটিউনস এর সাথেই থাকুন।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 189 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস