বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির সবাই ভালো আছেন নিশ্চই। টিউন এর টাইটেল দেখে আপনার কিছুটা আঁচ করতে পেরেছেন কি নিয়ে আলোচনা করা হবে। হ্যা, আপনি ঠিকই ধরেছেন। আপনার পছন্দের গান, মুভি, ভিডিও, নাটক ইত্যাদি আপনাদের হার্ডডিস্কে সেভ করে রাখেন এবং তৈরি করেন নিজের বিশাল কালেক্টশন। এছাড়া আমরা অনেকেই স্ট্রিমিং করে বিভিন্ন কন্টেন্ট দেখতে পছন্দ করি (যেমন: Netflix এর সাহায্য)। কিন্তু Netflix এর মাসিক সাবক্রিপশন ফি দেওয়া আমাদের সবার পক্ষে সম্ভব হয় না। তবে চিন্তার কোন কারন নাই, Netflix এ সাবক্রিপশন করতে না পারলেও আপনার নিজের ডাউনলোড করা কালেক্টশন দিয়েই তৈরি করতে পারবেন নিজের Netflix।
আমি আপনাদের পরিপূর্ণ গাইডলাইনের জন্য এই চেইন টিউন করতে যাচ্ছি আর এই চেইন টিউনের মাধমে আপনাদের দেখাবো "কিভাবে আপনারা তৈরি করবেন আপনার নিজের NetFlix! ফ্রিতে" এর পরিপূর্ণ একটি গাইড। তাহলে আর দেরি না করে মূল কথায় আসা যাক।
মুভি, গান, এবং টিভি শো কে না পছন্দ করে। আপনারও হয়ত আছে এরকম হাজারও মুভি, ভিডিও গান, টিভি শো মিডিয়া ফাইলের এর কালেক্টশন। কিন্তু সচারচর সেই গুলো ব্যবহার করা হয়ে ওঠে না বা ব্যবহার করার সময় পান না। কারণ এই সমস্ত মিডিয়া ফাইলের Netflix এর মত কোন ভিজুয়াল ইউজার ইন্টারফেস না থাকার কারণে, নিজের কালেক্টশন গুলোর মিডিয়া ফাইল এক্সেস করা, ব্রাউজ করা খুব কষ্টকর। সেই সাথে ম্যানুয়ালি এই বিশাল সংগ্রহশালার মিডিয়া ফাইল গুলো সংরক্ষণ করা, নামকরণ করা এবং সুন্দর ভাবে Arrange করে রাখা আরও বেশি কষ্টকর ও সময় সাপেক্ষ তো অবশ্যই।
তাহলে আর চিন্তা কেন, Netflix মত ভিজুয়াল ইউজার ইন্টারফেসের মিডিয়া প্লেয়ার তৈরি করতে পারবেন Plex মিডিয়া প্লেয়ার এর সাহায্যে এবং আপনার সংগ্রহে থাকা সকল মিডিয়া কালেকশন দিয়ে আপনার Netflix কে সমৃধ্য করে গড়ে তুলতে পারবেন। আর এর মাধ্যমে আপনি বা আপনার বন্ধুরা কোন জায়গা থেকে আপনার কালেকশনে থাকা সকল মিডিয়া ফাইলগুলোতে এবং এমনকি মোবাইল থেকেও অ্যাক্সেস করতে পারবে।
Plex হচ্ছে একটি ক্লাইন্ট/সার্ভার মিডিয়া প্লেয়ার সিস্টেম। এটা আপনাকে আপনার মিডিয়া কালেক্টশন অরগানাইজ করা, অনলাইনে স্টিমিং করা, এবং ঐসকল মিডিয়া ফাইলগুলো যেকোনো ডিভাইসে প্লে করতে সাহায্য করে থাকে। সুতরাং যদি আপনার কাছে থেকে থাকে বড় ধরনের মিডিয়া কালেক্টশন এবং আপনি যেকোনো যায়গা থেকে আপনার মিডিয়া কালেকশনে অ্যাক্সেস করতে চান, তাহলে আপনার অবশ্যই একটি Plex Media Server প্রয়োজন।
Plex তিনটি প্রধান ধাপে কাজ করে থাকেঃ
Seedbox হচ্ছে এর চতুর্থ ধাপ, যার মাধ্যমে আপনার অভিজ্ঞতাকে আরও অনেক গুণ বৃদ্ধি করবে।
Seedbox হচ্ছে একটি ভার্চুয়াল ক্লাউড যা আপনার অনলাইন আইডিন্টেকটিউনস প্রোটেক্ট করে এবং অন্য সকল সুবিধা আরও সহজ করে তুলে। যার কারণে আপনাকে কখনো সার্ভার পরিচর্যা, স্টোরেজ এবং Structure নিয়ে চিন্তা করতে হবে না। তবে SeedBox Plex এর অন্তর্ভুক্ত নয়। SeedBox সেটাআপ ও ব্যবহারের মাধ্যমে আপনি আপনার Plex ব্যবহারের Experiance কে আরও দারুন করে তুলতে পারবেন। SeedBox নিয়ে একটি আলাদা টিউন করার ইচ্ছা আছে। তবে এই চেইন টিউ্নে SeedBox নিয়ে কিছু আলোচনা করা হবে।
Plex Server আপনার নিজের পিসি বা বাসা থেকে চালাতে হলে, আপনার একটি কম্পিউটার প্রয়োজন হবে যেখানে আপনার সকল মিডিয়া ফাইল স্টোর করা থাকবে এবং Plex Server এর সফটওয়্যার সেই পিসিতে ইন্সটল করতে হবে। আপনি চাইলে নতুন একটি পিসি কিনে তা Plex সার্ভার হিসেবে ব্যবহার করতে পারেন বআ আপনার বর্তমান পিসিকেই Plex সার্ভার হিসেবে তৈরি করতে পারেন। নতুন সার্ভার কেনার বা Plex সেটিং করার পূর্বে আপনি Plex সার্ভার কতটুকু ব্যবহার করবেন তার ওপর নির্ভর করে আপনার কম্পিউটার এর মিনিমাম রিকোয়ারমেন্টস কি হবে।
এখানে নির্দিষ্ট কোন রিকোয়ারমেন্টস নেই কারণ এটা ব্যবহারকারী থেকে ব্যবহারকারী ভেদে আলাদা হবে। আপনাকে প্রথমে আপনার নিজস্ব চাহিদা এবং রিসোর্স খুঁজে বের করতে হবে, তাহলে আপনি ধরনা করতে পারবেন কি ধরনের কম্পিউটার আপনার প্রয়োজন। আপনি নিজেকে কিছু প্রশ্ন করার মাধ্যমে ধারণা করতে পারবেন কি ধরনের কম্পিউটার আপনার প্রয়োজন:
কেন এটা গুরুত্বপূর্ণ?
একটি মোবাইল ডিভাইস একটি ডেক্সটপ পিসি এর মত কোয়ালিটি এবং ভ্যারাইটির মিডিয়া এনকোডিং করতে পারে না। কিন্তু Plex Media ধন্যবাদ পাওয়ার দাবিদার কেননা এর আছে শক্তিশালী ট্রান্সকোডার, যার মাধ্যমে যেকোন কোয়ালিটিতে মিডিয়া এনকোডিং করতে পারবেন, এর জন্য আপনাকে শুধু পরিকল্পনা করতে হবে, এ ছাড়া আর কিছুই করতে হবে না।
যখন আপনি Plex সফটওয়্যার এর জন্য একটি সার্ভার পছন্দ করবেন, তখন এটা খুবই গুরুত্বপূর্ণ যে, সেই সার্ভার টা সব সময় চালু রাখতে হবে। কারণ সব সময় চালু থাকলে আপনি যেকোন জায়গা থেকে যে কোন সময় আপনার মিডিয়া ফাইল গুলোতে অ্যাক্সেস করতে পারবেন।
কিন্তু Home Servers এর কিছু সীমাবদ্ধতা আছে, এটা স্থাপণ করা বেশ কষ্টকর এবং মেইনটেনেন্স করা খুবই ব্যয়বহুল।
সবচেয়ে ভালো অপশন হচ্ছে, Plex সার্ভার সফটওয়্যার হিসেবে NAS “Network Attached Storage” ইনস্টল করা, ডেক্সটপ অথবা Standalone সার্ভার। এই গুলোর মধ্যে কোনটাই কারোর থেকে খারাপ নয়, তবে এদের অভ্যন্তরীণ গুনাগুন যেমন সি পি ইউ এবং স্টোরেজ ই তাদের মধ্যে পার্থক্য গড়ে তুলেছে।
Operating Systems
Plex Media অফিসিয়াল ওয়েবসাইট এর তথ্য অনুসারে, Plex Media Server নিম্নের অপারেটিং সিস্টেমগুলো সমর্থন করে:
এই অপারেটিং সিস্টেম এর মধ্যে, Plex Media Server অনেকগুলো ভার্সন কে সাপোর্ট করে থাকে। আপনি এই অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে যেকোনো একটি বাছাই করে নিতে পারেন।
যেমন Hardware প্রয়োজন
Plex Server এর জন্য বেশি স্টোরেজ যেমন অপরিহার্য, তার চেয়েও processing power হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।
Plex অনেক বেশি processing power ব্যবহার করে যেন মুহূর্তেই ফাইলগুলো সঠিকভাবে transcode করতে পারে এবং অনেক গুলো ব্যবহারকারী যেন একইসাথে স্ট্রিমিং করতে পারে। কিন্তু আমি আপনাদের আগেই বলেছি, আপনার Plex এর ব্যবহার এর উপর “required power” নির্ভর করে।
Transcoding এর ভিত্তিতে নিম্নে সর্বনিম্ন রিকোয়ারমেন্টস দেওয়া হল। আপনি যদি একই সাথে অনেক বেশি transcodes করতে চান, তাহলে আপনার আরও অনেক বেশি শক্তিশালী সিপিইউ দরকার হবে। আর র্যাম 2GB ই যথেষ্ট।
Plex Bandwidth এবং Data Usage
লোকাল রিসোর্স থেকে লোকাল ডিভাইসে মিডিয়া স্ট্রিমিং করতে Plex কোন ডাটা ব্যবহার করেনা। কিন্তু সার্ভার থেকে যখন কনটেন্ট গুলো বাড়ির বাইরে থেকে স্ট্রিমিং করা হয় বা লোকাল নেটওয়ার্কের বাইরে থেকে যদি কেউ কনটেন্ট স্ট্রিমিং করে, তাহলে আপনার bandwidth এর প্রয়োজন হবে এবং আপনার অনেক বেশি ডাটা খরচ হবে।
Plex Media Server প্রথমে ডিটেক্ট করে কোন ধরনের ডিভাইস এ মিডিয়া ফাইল গুলো প্লে করা হচ্ছে, তারপর সেই ডিভাইস অনুযায়ী মিডিয়া ফাইলগুলো transcode করে অথবা সরাসরি প্লে করে। ব্যবহারকারীরা তাদের bandwidth স্পিড এর উপর ভিত্তি করে মিডিয়া ফাইল এর কোয়ালিটি কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারবে।
কোন নির্দিষ্ট Bandwidth রিকোয়ারমেন্টস নেই, কিন্তু নিচের তথ্যগুলো মাথায় রাখবেন:
উদাহরণস্বরূপ…
যদি আপনি একটি 1080p resolution এ ভিডিও ফাইল প্লে করেন এবং ভিডিওটি 30 মিনিট লম্বা, তাহলে এটি স্ট্রিমিং করতে প্রয়োজন হবে প্রায় 829 MBs ডাটা। নিচে দেওয়া টেবিল থেকে আপনি দেখতে পাবেন যে, একটি Full HD রেজুলেশন অথবা 1080p ভিডিও বাধাহীনভাবে দেখতে প্রায় 3774 kbps প্রয়োজন।
আজ আমরা দেখলাম "Plex সেটিং করবেন যেভাবে" আগামী পর্বে দেখাবো "Plex Media Server দিয়ে শুরু করবেন যেভাবে"।
আপনাদের যে কোন প্রশ্ন থাকলে টিউনমেন্ট এ জিজ্ঞাসা করুন, টিউন জোস করুন, টিউন শেয়ার করুন, আর টেকটিউনস এর সাথেই থাকুন।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।