আমরা যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করি, তারা মাঝে মাঝে একটি সমস্যার সম্মুখিন হই। তা হল হঠাৎ একটি উইন্ডো ওপেন হয় আর নিচের ডায়লগ বক্সটি আসে এবং সাউন্ড কার্ড Disable হয়ে যায়। আবার অনেকের ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়।
তখন windows setup দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু windows setup দিলে এই সমস্যার সমাধান হয় না। কেননা কিছুদিন পর আবার একই সমস্যার সম্মুখিন হতে হয়।
এই সমস্যার সমাধান এর জন্য আপনার windows এর দুইটি পোর্ট বন্ধ করতে হবে।
Close port 445:
1. Start Registry Editor : (Start>Run)
2. In the run window type “regedit” and click OK button. The Registry Editor will now open.
3. Locate the following key in the registry:
HKEY_LOCAL_MACHINE>System>CurrentControlSet>Services>NetBT>Parameters.
4. In the right hand side of the window find an option called TransportBindName.
5. Double click that value, and then delete the default value, thus giving it a blank value.
Close Port 135:
1. Then you must now navigate to the following registry key:
HKEY_LOCAL_MACHINE>Software>Microsoft>Ole
2. You will see there is a String Value called: EnableDCOM
Set the value to: N (it should currently be Y)
3. Close the Registry Editor.
Shutdown and Restart your computer.
এবার আপনার কম্পিউটার এর সমস্যা অবশ্যই সমাধান হবে।
ধন্যবাদ।
আমি সোহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।