কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো। আজকের এই টিউন এ আমি আপনাদের কে বলব কীভাবে আপনি আপনার ব্লগের জন্য ফ্রিতে ছবি তৈরি করবেন। আপনারা নিশ্চয় এটা জানেন যে একটি ছবি আপনার ব্লগ টিউন কে দেখতে অনেক আকর্ষিত করে। কিন্তু সমস্যা হল আমরা যেখান থেকে খুশি ছবি নিয়ে আমরা আমদের ব্লগে টিউন করতে পারব না। কারণ সেটা Copyrighted Material মধ্যে পড়বে।
আরো পড়ুন:- Copyrighted Material কী এবং এর ব্যবহার Blog এ কেন করা উচিত নয়?
বন্ধুরা কথা না বাড়িয়ে আপনাদের বলি যে আমি image editing software ব্যবহার করি তার নাম হল canva, আর আমি আপনাদের canva ব্যবহার করার জন্য বলব কারণ এটা আপনাকে অনেক কিছু ফ্রিতে করতে দেয়।
তো চলুন আপনাদের বলে দিই কীভাবে canva ব্যবহার করে আপনি হাই কোয়ালিটি ছবি তৈরি করতে পারবেন।
১। সব প্রথমে আপনাকে canva.com এ যেতে হবে এবং আপনাকে একটি ফ্রী account বানাতে হবে তারপরে আপনি canva editor সাহায্য নিয়ে আপনার ব্লগের জন্য হাই কোয়ালিটি ছবি তৈরি করতে পারবেন।
২। এর পর আপনাকে Create a design এ ক্লিক করতে হবে।
৩। এর পর আপনার সামনে যে পেজটি আসবে সেখানে অনেক অপশন দেখতে পাবেন যেমন আপনি যদি ফেসবুক এর জন্য image তৈরি করতে চান তাহলে আপনাকে সেই অপশন টি সেলেক্ট করতে হবে। আর যদি আপনি আপনার ব্লগের জন্য কোন image তৈরি করতে চান তাহলে আপনি Use Custom dimensions বাটনে ক্লিক করে আপনি আপনার ব্লগ অনুসারে আপনার মনের মতো photo এর size সেলেক্ট করতে পারবেন।
আরো পড়ুন:- Blog Post এর জন্য Free Stock Images কোথা থেকে পাবেন?
৪। এর পর আপনাকে width আর height দিতে হবে এবং Design বাটনে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে একটি blank image আসবে। এর পর আপনি আপনার মনের মতো ডিজাইন করতে পারবেন।
৫। আপনি canva.com কে ব্যবহার করে অনেক কিছু করতে পারবেন এবং সেগুলি কে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আপনি canva.com কে ব্যবহার করে আপনার কম্পিউটার এর জন্য যেগুলো করতে পারবেন সেগুলো হল -
আরো পড়ুন:- Google থেকে Copyright Free Images কীভাবে Download করবেন?
এছাড়া picsart ছবি তৈরি করার জন্য অনেক ভাল একটি সফটওয়্যার কিন্তু আমি ওটা ব্যবহার করেনি কারণ আমার দরকার পরে না। আমি canva দিয়েই সব কাজ করে নিতে পারি। আমি আমার ব্লগের জন্য ছবি canva দিয়েই তৈরি করি।
আমি দীপঙ্কর মণ্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a Digital Marketer. I live in Raghunathganj small town Of Murshidabad district of West Bengal State Of India country.