সবাইকে আমার সালাম ! আশা করি আপনারা সবাই ভালই আছেন। এটি আমার সম্পূর্ন একটি ব্লগ তৈরীর টিউটোরিয়াল এর ১৪ তম পর্ব। কিছু মেইল পেয়েছি তারা সবাই কিছু ভাল থীম চেয়েছে। আসলে আপনার একটু কস্ট করে নেট ঘাটলেই অনেক ভাল ভাল থীম পেতেন। যাই হোক আমি পর্ব শুধু থীম নিয়ে লিখবো চিন্তা করতেছি। এতে আমি আপনাদের ভাল কিছু থীম উপহার দিতে পারবো বলে মনে হয়। আজ আমি ২০১১ সালের ভাল রেটিং প্রাপ্ত কিছু ফ্রী ও ১০০% ফ্রেস 😉 ওয়ার্ডপ্রেস থীম আপনার সাথে শেয়ার করতেছি।
আশা করি সব গুলো থীম আপনাদের ভাল লাগলো। এভাবে আমার বাকী আর ৫টি পোস্টে আমি কিছু ভাল থীম শেয়ার করার চেস্টা করবো। এরপর আমি প্রয়োজনীয় কিছু প্লাগইন নিয়ে কিছু পোস্ট দিবো । তারপর ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু টিপস এন্ড ট্রিকস দিয়ে এই ধারাবাহিক টিউটোরিয়াল পর্বের ইতি টানবো।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
থীমগুলার ডেমো লিংক দিলে ভালো হত।