আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব একটি Emulator এর সাথে। আমরা প্রায় সব ফোনেই আজ জাভা অ্যাপ্লিকেশন চালাতে পারি, কিন্তু এমন অনেক সময় আছে যখন মবাইলে জাভা চালানের উপায় থাকে না। তাহলে কি করা! আর কি জাভা দিয়ে ওই মুহূর্তে কাজ করেতে পারব না? কেন নয়? আলবৎ পারবো।
তাও আবার পিসি তে। এজন্য আপনার দরকার sjboy Emulator সফটওয়্যার। শুধু আপনার কম্পিউটারে ইন্সটল করুন, তারপর কম্পিউটার রিস্টার্ট দিন। তারপর আপনার প্রয়োজনীয় জাভা অ্যাপ্লিকেশন রাইট বাটন ক্লিক করে > ওপেন উইথ > sjboy . তারপর উপভোগ করুন যেকোনো জাভা অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটারে।
ডাউনলোডঃ sjboy Emulator
আরো কিছু সফটওয়্যার টিউটোরিয়াল সহঃ
১. s60 ফোনের ফন্ট creator
২. opera mini ব্রাউজারে বাংলা পড়ুন
৩. XP এর জন্য Win7 থীম
৪. কিছু বই
৫. সফটওয়্যার এর ট্রায়াল পিরিয়ড আর শেষ হবে না। চলতেই থাকবে।
চাইলে এখান থেকে একটু ঘুরে আসতে পারেন। কিছু তথ্য পাবেন, হয়তো আপনার আজানা।
ধন্যবাদ।
আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hom, Nice post. User can also see this type of post at http://shariarbd.com/2010/09/play-jarmobile-application-on-your-pc-using-sjboy-emulator/