পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (২য় পর্ব)

কিভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন তার ধারাবাহিক টিউটোরিয়ালের ২য় পর্ব এটি। যারা প্রথম পর্ব পড়েন নি তারা আগে ১ম পর্বটি পড়ে আসুন।

গতপর্বে আমরা ISO টি ডাউনলোড করেছিলাম। (যারা করেন নি তাদের কথা পরে ) এবার আমাদেরকে পরের পর্বে যেতে হবে। এই পর্বে আমাদের প্রথম কাজ ISO টি বার্ন করা। কিন্তু বার্ন করার আগে একটু যে কাজ করতে হবে!!!

  1. সবার আগে PPF O Matic Software টি ডাউনলোড করে নিন।
  2. সফ্টওয়্যারটি ওপেন করে PPF ফাইলের জায়গায় ডাউনলোডকৃত PPF ফাইলটি (IOATAFamily Zip থেকে Extract করতে হবে) Input দিন।
  3. ISO ফাইলটি দেখিয়ে দিন
  4. কনফার্মেশন ম্যাসেজ আসবে সাকসেসফুলি ডিভিডি আপডেট হয়ে গেছে।

প্রথম কাজটা শেষ। এবার ডিভিডি বার্ন করে ফেলুন।

সাবধানতা: 4x বা 8x স্পিডের বেশী দিয়ে ডিস্ক রাইট করবেন না।

ইন্সটলিং ম্যাক

এবার ম্যাক ইন্সটল করার পালা। প্রথমেই ডিভিডি ঢুকিয়ে ডিভিডি থেকে বুট করুন। যদি ঝামেলা করে তাহলে BIOS থেকে Sata'র জন্য AHCI মোড নির্বাচন করুন।

  1. ধরা যাক ডিভিডি থেকে সাকসেসফুলি বুট হয়েছে। এখন অ্যাপল লোগো লোডিং শুরু করবে। এক্ষেত্রে বেশ টাইম লাগবে।
  2. এরপর ভাষা, লাইসেন্স এগ্রিমেন্ট ইত্যাদি চাবে..সেগুলো সঠিকভাবে নির্বাচন করে দিন। একসময় বলবে যে কোন হার্ডডিস্কে ইন্সটল করবে তা দেখিয়ে দিতে।
  3. এখন আসল কাজ শুরু...
  4. উপরে দেখবেন যে Utilities→Disk Utility তে যান। কিছুক্ষণ দেরী হওয়ার পর Disk Utility খুলবে। এখানে আপনি আপনার Hard Drives গুলো দেখতে পাবেন। এখান থেকে আপনার আগে থেকে যে ড্রাইভটি ইন্সটল করবে বলে রেখেছেন সেটি বামপাশের কলাম থেকে নির্বাচন করুন। এবং Erase ট্যাবে যান। এখন Mac OS X Extended (Journaled) ফরম্যাটে ডিস্কটি ফরম্যাট করে ফেলুন এবং ডিস্ক ইউটিলিটি থেকে বের হয়ে আসুন।
  5. এবার আপনার সদ্য তৈরী করা ডিস্কটি ইন্সটলের জন্য সিলেক্ট করুন এবং এর নীচে কাস্টোমাইজে ক্লিক করুন।

সবচেয়ে কঠিন অংশে হাজির হয়েছি আমরা। এখনকার কাজটা শুধু আমি বলে দিলেই হবে না নিজের কিছু বুদ্ধি খাটিয়েও কাজটা সম্পন্ন করতে হবে।

পুরো পোস্টটি পড়তে পারেন এখানে ক্লিক করে। উল্লেখ্য পোস্টটি এখান থেকে কপি-পেস্ট

Level New

আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

পুরো পোস্টটি এখানে দিলে কি কোন ক্ষতি হত?
টেকটিউনস নীতিমালা মেনে চলুন।
টেকটিউনস নীতিমালাঃ
১.১১ অর্ধেক টিউন করে বাকি টিউন পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ টিউন করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে টিউন করা যাবে।

<b>""পুরো পোস্টটি পড়তে পারেন এখানে ক্লিক করে। উল্লেখ্য পোস্টটি এখান থেকে কপি-পেস্ট""</b>
কপি-পেস্টই যদি করেন পুরোটা করতে কি সমস্যা? আজব!

আমার একটি ভিন্ন প্রশ্ন… পেন ড্রাইভ দ্বারা ইন্সটল করা যায় কি?

Level 0

1. সবার আগে PPF O Matic Software টি ডাউনলোড করে নিন।
2. সফ্টওয়্যারটি ওপেন করে PPF ফাইলের জায়গায় ডাউনলোডকৃত PPF ফাইলটি (IOATAFamily Zip থেকে Extract করতে হবে) Input দিন।
3. ISO ফাইলটি দেখিয়ে দিন
4. কনফার্মেশন ম্যাসেজ আসবে সাকসেসফুলি ডিভিডি আপডেট হয়ে গেছে।
vai ai toko akto clr kore bolee valo hoy.. ar ai ta ki pandrive aa boot kora jabe ..?