আপনার nokia s60 ফোনে ব্যবহার করুন আপনার পছন্দের ফন্ট

আর নয় nokia s60 এর গত বাধা ফন্ট. কম্পিউটারে ব্যবহার করেন এমন অনেক ফন্ট আছে যেগুলো আপনার আনেক পছন্দের। একটু ভাবুন তো, আপনার পছন্দের ফন্ট আপনি এখন ব্যবহার করছেন আপনার ফোনে! কী আবাক হচ্ছেন? আজ আমি যে সফটওয়্যার টির সাথে পরিচয় করিয়ে দিতে চাই তা দিয়ে খুব সহজেই আপনি আপনার পছন্দের ফন্ট ব্যবহার করতে পারবেন আপনার ফোনে।

তবে সফটওয়্যার টির একটি ছোট সমস্যা হল এর ভাষা। সম্পূর্ণ ইংরেজী পাইনি। তবে আমার টিউটোরিয়াল আনুসরণ করলে কোন সমস্যা হবার কথা না।
১. সফটওয়্যার টি ডাউনলোড করুন এখান থেকে।
২. অন্যান্য সফটওয়্যার এর মত আপনার পছন্দের স্থানে ইন্সটল করুন এবং রান করুন।
৩. এবার উপরের ছবির মত করে ১চিহ্নিত ট্যাব সিলেক্ট করুন এবং ২ চিহ্নিত ঘরের ১ম ট্যাব ক্লিক করে আপনার প্রিয় ফন্ট এর পথ দেখিয়ে দিন। এবার ২ চিহ্নিত ঘরের ২য় ট্যাব এ ক্লিক করুন।
৪. এভাবে প্রতিটি ছবির মত করে ৩নং এ বর্নিত নিয়ম আনুসরন করুন।

৫. সব শেষে Compile GDR ক্লিক করুন।
৬. কাজ শেষ। এবার শুধু আপনার তৈরি করা ফাইল টিকে ফোনের E:\System\fonts ফোল্ডারে পেস্ট করে ফোন রিস্টার্ট দিন আর উপভোগ করুন আপনার প্রিয় ফন্ট এর রূপ আপনারই ফোনে! এর জন্য X-Plore অথবা অন্য কোন ফাইল ম্যানেজার সফটওয়্যার ব্যবহার করতে হবে। ফোনের বিল্ট ইন ফাইল ম্যানেজার দিয়ে কাজ হবে না।

আরো কিছু সফটওয়্যার টিউটোরিয়াল সহঃ

১. opera mini তে বাংলা পড়ুন
২. Win7 থীম
৩. কিছু বই
৪. Trial Time Stopper

চাইলে এখান থেকে একটু ঘুরে আসতে পারেন। কিছু তথ্য পাবেন, হয়তো আপনার আজানা।

Level 0

আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই, কাজ হয়না। শুধু আসে "File load not complete". Help koren……….

ধন্যবাদ। কিন্তু লিঙ্ক কাজ করে না।
http://www.megaupload.com/?d=QUTPBAW6

এখন চেষ্টা করুন,কাজ করলো তো!

Sorry vai apner link bondho hoya gas a tai er ar kono value nai.