== >> উইন্ডোজ এক্সপিকে দিন হুবহ উইন্ডোজ সেভেনের চেহারা– অবিশ্বাস্য, বেড়াছাড়া প্লাস্টিক সার্জারি!!! <<==

চার বছর আগে কেনা পুরনো পিসিটাকে দেখতে কেমন যেন অসহায় অসহায় লাগছিল। দুঃখের বিষয় হল মাত্র ২৫৬ মেগাবাইট র‍্যাম নিয়ে উইন্ডোজ সেভেন চালানো সম্ভব না! বুড়ো জানালা এক্সপি দেখতে একেবারে খারাপ না হলেও জানালা ৭ এর চেহারার কাছে নিতান্তই সাদামাটা। তাই, পুরানো প্রেমিকার চেহারায় নতুন প্রেমিকার প্লাস্টিক সার্জারি করতে নেমে গেলাম! ;)

সমস্যাঃ এক্সপিতে শুধু থিম লাগালে সেভেনের Aero লুকটাই পাওয়া যায়না। আর রেডিমেড এক্সপি টু সেভেন ট্রান্সফরমেশন প্যাকগুলা আমার দুই চক্ষের বিষ কারণ এইগুলা সিস্টেম ফাইল রিপ্লেস করে ওএস-এর বারোটা বাজিয়ে ফেলে। ফলস্বরূপ পুরো সিস্টেম ক্র্যাশ করে। X(( X((
এই মুশকিলের আসান করে দিল WindowsBlinds + Aero Xtreme 7 XP -এর জয়েন্ট কম্বিনেশন B-)

যেভাবে করলাম (স্টেপ বাই স্টেপ)

প্রথমে এখান থেকে WindowsBlinds 6.2 Extended সফটওয়্যারটা ডাউনলোড করে নিলাম।

ডাউনলোডের পর সফটওয়্যারটা ইন্সটল করলাম-

টাস্ক ম্যানেজার খুলে Process থেকে WBINST~1.EXE প্রসেসটাকে End করলাম-

তারপর প্যাচ করলাম (সফটওয়্যারটা ফ্রি না, তাই প্যাচ করে নিতে হবে। Patch ফোল্ডারে গিয়ে Patch এ ক্লিক করুন। তারপর সফটওয়্যারটা যে ডিরেক্টরীতে ইন্সটল করেছেন (ডিফল্ট পাথ- C:\Program Files\Stardock\Object Desktop\WindowBlinds) সেটা ব্রাউজ করে WbSrv.dll ফাইলটা প্যাচ করে নিতে হবে)-

তারপর লাইসেন্স সেভ করে ফুল রেজিস্টার্ড ভার্সন করে নিলাম ;)

সবশেষে, AeroXtreme7 থিমটা ডাউনলোড করে ইন্সটল করে নিলাম। WindowsBlinds চালিয়ে থিমটা সিলেক্ট করে Apply দিলাম।

ব্যাস, সার্জারি খতম!!

অপারেশন সাকসেসফুল!!!

:D :D:D

Level New

আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই PC স্লো করবে না তো ?

    উইন্ডোজ কাস্টোমাইজেশনের জন্য WindowsBlinds সবচাইতে জনপ্রিয় আর নির্ভরযোগ্য সফটওয়্যার। চলার জন্য র‍্যামে কিছুটা জায়গা নিবে কিন্তু নূন্যতম রিসোর্সে সর্বোচ্চ পারফরমেন্স পাবেন, এইটুক নিশ্চিত করে বলতে পারি 🙂

ধন্যবাদ ভাই। সুন্দর হয়েছে। কিন্তু এটা তো ভাই win7 থীম না, vista থীম।

https://www.techtunes.io/download/tune-id/58891/

win7 এর perfect থীম এই tune এ।

    মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে আপনার দেয়া থিমটার স্ক্রিন্সশটই বলে দেয় ওইটা সেভেন এর পারফেক্ট লুক দেয়না। Intime এর AeroXtreme7 এক্সপিতে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ উইন্ডোজ৭ থিম…ডেভিএন্টআর্টের বাঘা বাঘা ডিজাইনারদের কমেন্টগুলাই তার প্রমাণ।

আমার এক বন্ধু খুব চাইছিল। কিন্তু আমার কাছে ছিলনা। আপনাকে হাজারো ধন্যবাদ।

Level 0

এখন একটা ছোট ধন্যবাদ দিলাম theme install এর পর সুন্দর দেখালে বড় করে দিব 😀

vaia amito partechina.ki korbo.theme ta install korechi.but kivabe apply korbo bujhte partechina

    WindowsBlinds প্রোগ্রামটি চালু করে Look and Feel এর Transparency and Blur -এ গিয়ে Apply Changes বাটনে ক্লিক করলেই হবে

খুব সুন্দর টিউন 😀

হা হা হা… আপনার লেখনির ভাষা অসাধারন। খুব মজা পেলাম। 😛

    আমার ধারণা আমি লেখক হিসেবে খুবই অগোছালো এবং নিম্নমানের। তবে আপনার মজা লেগেছে জেনে খুশি হলাম 😀

আপনার বলার ধরণ টা ভাল লাগসে

    ভাইরে, আমার লেখার ধরণ খুবই এলেবেলে টাইপ। যতটা পারি গুছিয়ে লেখার চেষ্টা করেছি

এখানে কি এমন কোন ব্যক্তি আছেন যে আমাকে একটু সাহায্য করতে পারেন । আমার পিছিতে ২টা হার্ডডিক্স । সাটার মধ্যে এক্সপি আর পাটার মধ্যে ভিসতা। তো কি ভাবে কম্পিউটার ওপেন হবার সাথে সাথে আমি আমার পছন্দমত অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারি।

জটিল হয়েছে ভাই ।উপস্থাপনটা দারুন হয়েছে।

Level 0

সত্যিই দারুণ। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। 🙂

Level 0

ভাল tune.
use করছি। but হাল্কা ঝামেলা করে।।
thanks…..

Comments are closed.