চার বছর আগে কেনা পুরনো পিসিটাকে দেখতে কেমন যেন অসহায় অসহায় লাগছিল। দুঃখের বিষয় হল মাত্র ২৫৬ মেগাবাইট র্যাম নিয়ে উইন্ডোজ সেভেন চালানো সম্ভব না! বুড়ো জানালা এক্সপি দেখতে একেবারে খারাপ না হলেও জানালা ৭ এর চেহারার কাছে নিতান্তই সাদামাটা। তাই, পুরানো প্রেমিকার চেহারায় নতুন প্রেমিকার প্লাস্টিক সার্জারি করতে নেমে গেলাম!
সমস্যাঃ এক্সপিতে শুধু থিম লাগালে সেভেনের Aero লুকটাই পাওয়া যায়না। আর রেডিমেড এক্সপি টু সেভেন ট্রান্সফরমেশন প্যাকগুলা আমার দুই চক্ষের বিষ কারণ এইগুলা সিস্টেম ফাইল রিপ্লেস করে ওএস-এর বারোটা বাজিয়ে ফেলে। ফলস্বরূপ পুরো সিস্টেম ক্র্যাশ করে।
এই মুশকিলের আসান করে দিল WindowsBlinds + Aero Xtreme 7 XP -এর জয়েন্ট কম্বিনেশন
প্রথমে এখান থেকে WindowsBlinds 6.2 Extended সফটওয়্যারটা ডাউনলোড করে নিলাম।
ডাউনলোডের পর সফটওয়্যারটা ইন্সটল করলাম-
টাস্ক ম্যানেজার খুলে Process থেকে WBINST~1.EXE প্রসেসটাকে End করলাম-
তারপর প্যাচ করলাম (সফটওয়্যারটা ফ্রি না, তাই প্যাচ করে নিতে হবে। Patch ফোল্ডারে গিয়ে Patch এ ক্লিক করুন। তারপর সফটওয়্যারটা যে ডিরেক্টরীতে ইন্সটল করেছেন (ডিফল্ট পাথ- C:\Program Files\Stardock\Object Desktop\WindowBlinds) সেটা ব্রাউজ করে WbSrv.dll ফাইলটা প্যাচ করে নিতে হবে)-
তারপর লাইসেন্স সেভ করে ফুল রেজিস্টার্ড ভার্সন করে নিলাম
সবশেষে, AeroXtreme7 থিমটা ডাউনলোড করে ইন্সটল করে নিলাম। WindowsBlinds চালিয়ে থিমটা সিলেক্ট করে Apply দিলাম।
ব্যাস, সার্জারি খতম!!
অপারেশন সাকসেসফুল!!!
আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...
ভাই PC স্লো করবে না তো ?