ফটোশপ জোন (পর্বঃ২০- গায়ের রঙ উজ্জ্বল/ফর্সা করা)

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

ফটোশপ জোন

বন্ধুরা ,আজ আমরা দেখবো কিভাবে কোন ছবিতে গায়ের রঙ আরো সুন্দর ও উজ্জ্বল করা যায়।

প্রথমে ছবিটি খুলুন। এরপর মুখমন্ডলটি সিলেক্ট করুন

সিলেক্ট করা এই অংশটি কপি করে ctrl+v চেপে পেষ্ট করুন। ফলে সিলেক্টকৃত অংশটি নতুন লেয়ারে পেষ্ট হবে।এই কপিকৃত লেয়ারেই আমাদের যাবতীয় কাজ করতে হবে

Image-> adjustment -> level কমান্ড দিন। একটি বক্স আসবে ।

উপরে প্রদর্শিত এই বক্সের মাধ্যমে আপনি ছবিটি উজ্জ্বলতা পরিবর্তন করতে পারেন। এখানে যে গ্রাফ দেখা যাচ্ছে তার নিচে তিনটি স্লাইডার আছে। এদের স্লাইড করে আপনি আপনার ছবির মুখের উজ্জ্বলতা পরিবর্তন করতে পারেন। তিনটি স্লাইডার দ্বারা পরিবর্তিত মান গ্রাফটির উপরে input level এর পাশের বক্সে দেখা যাবে। আমি উপরের মত মান নির্ধারণ করলাম, আপনারাও সামঞ্জস্য পূর্ণ মান দিন। ফলে আমার ছবিটি নিচের মত হল।

এখন আবার image -> adjustment ->curve কমান্ড দিয়ে নিয়ে নিচের মত বক্স আনুন। এতেও মান চেঞ্জ করে ছবির উজ্জ্বলতার তারতম্য করতে পারেন । আমি নিচের মত মান নির্ধারণ করলাম।

ফলে নিচের মত হল

এরপর image -> adjustment ->shadow/highlight কমান্ড দিন। একটি বক্স আসবে। এই বক্সে নিচের মত সামঞ্জস্যপূর্ণ কোন মান দিন। আমার মানের সাথে মিল থাকবে এমন কোনো কথা নেই। উল্লেখ্য, এই বক্সটি নিয়ে আমি আমার আগের পর্বে আলোচনা করেছি। তাই আর এ ব্যাপারে বিস্তারিত কিছু লিখলাম না।

ফলে নিচের মত পেলাম।

এখন image -> adjustment ->photo filter কমান্ড দিয়ে নিচের মত বক্স আনুন।

এই বক্সে দুটি রেডিও বাটন বা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। filter এবং color । আপনি যে কোনোটি সিলেক্ট করতে পারেন। এভাবে যে কালার আপনি নির্ধারণ করে দেবেন সেই কালার দিয়ে নিচের স্লাইডারের নির্ধারিত মান অনুযায়ী ঘনত্বের রঙ দিয়ে মুখমন্ডলের উপর ফিল হবে। এটা দেয়ার কারণ এর ফলে কিছুটা হলেও মুখটিকে উজ্জ্বল করা যায়। আমি উপরের মত মান দেয়ার পরে নিচের মত হল। আপনারা অবশ্য অন্য কোন রঙ(যে রঙ ফর্সা চামড়ার কাছাকাছি হয়) এবং density সিলেক্ট করে ফিল করতে পারেন।

এইতো!!!! তবে আপনি ইচ্ছা করলে layer mode চেঞ্জ করে screen করতে পারেন। সেক্ষেত্রে opacity এর মান কইয়ে দিতে হবে, নিচে দেখুন।

ফলে নিচের মত হবে।

আমাদের আগের ছবিটি দেখুন।

সবাই ভালো থাকবেন, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নাহ! এবার আর বলব না যে যাই আমার গায়ের রং ফর্সা করে আসি। তবে হ্যা চুপি চুপি করে ফেললে আমার দোষ নাই।
প্রতি পর্বে ভালো হয়েছে বলতে চাই না আর তবুও বলতে হয় অনেক*১০০০ গুন ভালো হয়েছে। চালিয়ে যান। 😀

    Level 0

    😀 অসংংংং ং ং ং ং খ্য ধন্যবাদ।

FAIR AND LOVELY ধন্যবাদ।

Level 0

কি ক্রীম ব্যবহার করলেন ভাই…এত তাড়াতাড়ি ফর্সা হয়ে গেল……………
ধন্যবাদ আবারও সুন্দর টিউন এর জন্য…….

    Level 0

    হ্যা ভাই, ফেয়ার এন্ড লাভলীর মত দুই সপ্তাহ লাগে নাই, একদিনেই ফর্সা হয়ে গেলো 🙂

কিন্তু যারা কালো হতে চায়। টিউনটা ভালো হয়েছে।একটা personal question করি।আপনার সবচেয়ে প্রিয় মুভি এর নাম কি?এমনেই জানতে মন চাইল।

    Level 0

    জানতে চাইতেই পারেন,অস্বাভাবিক কিছু না, টিটিতে তো আমরা সবাই ফ্রেন্ড । তাই না? আর ফ্রেন্ড তো তার ফ্রেন্ডের সম্পর্কে জানতে চাইতেই পারে। তবে আমার উত্তর আপনাকে হতাশ করবে। কারণ আমি মুভিই দেখি না। বাংলা,হিন্দি ইংলিশ কোনোটাই না। আগে নাটক দেখতাম,এখন তাও না। সময় কাটানোর জন্য আগে animated muv দেখতাম,তার মধ্যে fav হল kung fu panda আর how to train your dragon. অনেক কিছুই বলে ফেললাম 🙂 আপনার সম্পর্কে কিছু বলুন। 🙂

    Level 0

    ও, যারা কালো হতে চায় তারা এটার উলটা ধারা করলেই হবে। 🙂

চিন্তা করছিলাম মাইকেল জেকসন এর মত গায়ের রঙ চেঞ্জ কইরা ফালামু। কিন্তু আপনি আর করতে দিলেন কই?

ফটৌ তোলার আগে অন্তত একবার ক্রীম ব্যবহার করে, ভাইজান এই যে টিউনটি করলেন ক্রীম কোম্পানি তো এক্কেবারে বসে যাবে ।

    Level 0

    পথে বসানোই তো দরকার, যে ক্রীম মেখে কোনো লাভ হয় না,তা থাকার কোনো দরকার আছে নাকি ?

থ্যাংকস বস?

    Level 0

    ওয়েলকাম

হুম এখন আর সুন্দর হওয়ার চিন্ত নাই। ছবি তুলার পর ফটোটাকে সুন্দর করে নিলেই হবে।

    Level 0

    আপনি তো আমার আগের কোনো এক টিউনে এমনই একটি টিউনের কথা বলেছিলেন,তাই না?

    হা আমি এই ধরনের একটা টিউনের কথা বলেছিলাম।

Level 0

মিঠু ভাইয়া অনেক ভাল হইছে ধন্যবাদ আপনাকে গায়ের রং ফর্সা করতে চায়না এমন মানুষ খুজে পাওয়া কষ্টকর। ভাইয়া আপনার কাছে একটা অনুরোধ রাখবেন তো ? বলেই ফেলি ফটোশপ এর টিউটরিয়াল শেষ হলে ইলেস্টটর নিয়ে টিউটরিয়াল করবেন আমরা অনেক উপকৃত হব। আবর ও ধন্যবাদ ভাইয়া

    Level 0

    ধন্যবাদ, চেষ্টা করব।

Level 0

অেনক সুন্দর।

আমি ভাষা হারিয়ে ফেলেছি আপনার এই অসাধারণ কৃতিত্বে। বাকি পর্বগুলোর আশায়। ভাল থাকুন ধন্যবাদ।

ধন্যবাদ মিঠু ভাই, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
আমাদের টিভি আভিনেতা হাসান মাসুদ এর একটা ছবি ফর্সা করে দিবেন আমাদের সবার জন্য!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    Level 0

    কি দরকার ভাই? উনিতো এইজন্যই স্টার।তাকে তাই তার মতই থাকতে দেয়া উচিত।

ঠিক ই বলেছেন।
উনাকে উনার মতই ভাল লাগে 🙂