ম্যাক! একটি নামের সাথে কতজনের ভিতরে কতরকম ভাবনা উঁকি দেয়! কি এই জিনিস! খায় না মাথায় দেয়! একটু যদি চালায়ে দেখতে পারতাম!
ভাবনাগুলো আমার মাথায়ও উঁকি দিত অনেকদিন ধরেই! কিন্তু ব্যাপারটা সম্পর্কে জেনে কোন লাভ হয় নি! Hackintosh ইন্সটল করার ঝামেলা...ড্রাইভ হাওয়া হয়ে যাওয়া ...পরিপূর্ণভাবে ইন্সটল হওয়ার পর ম্যাক চলে না ... হাজারও ঝামেলা ... ! কিন্তু হাল ছাড়ার পাত্র আমি না! শেষ দেখেই ছাড়ব এমন পণ আগেই করেছিলাম!
অবশেষে কয়েকবার বিফল হওয়ার পর আমি সফল হয়েছি। তারপরপরই বিভিন্ন জন ফোন করে, মেইল করে, ফেসবুকে ম্যাসেজ পাঠিয়ে আমাকে বহুত গুতোগুতি করেছে টিউটোরিয়াল লেখার জণ্য। কিন্তু অলসতার জন্য লেখা হয় নি! (ক্ষমা চাইছি লেট হওয়ার জন্য !)
হ্যাকিনটোশের ধারণাটা পেয়েছিলাম আগেই ... কিন্তু সাহস হয়ে উঠছিল না ... অবশেষে একবার সিদ্ধান্ত নিয়েই ফেলি এবার ইন্সটল করেই ছাড়ব!
১) সবার প্রথমেই আপনার দরকার হবে ১টি হ্যাকিটোশের ISO. নেটে বিভিন্ন গ্রুপের হ্যাককৃত হ্যাকিনটোশ আছে। এরমধ্যে iDeneb, iAtkos, Kalyway, Universal Installer ইত্যাদি বহুত আছে। তবে এগুলোর কোনটাই ১০.৬.৬ নয় ! মানে ম্যাকের সবচেয়ে লেটেস্ট ভার্সন নয়! তাই আপনাদের জন্য আমি সবচেয়ে ভাল মনে করব Mac OS X Snow Leopard 10.6.6 Hazard ISO টি। এটি আপনি ডাউনলোড করতে পারবেন পাইরেট বে এর এই লিংক থেকে। মাত্র ৪.৪৬ জিবি!
আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...
ok