পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (১ম পর্ব)

ম্যাক! একটি নামের সাথে কতজনের ভিতরে কতরকম ভাবনা উঁকি দেয়! কি এই জিনিস! খায় না মাথায় দেয়!  একটু যদি চালায়ে দেখতে পারতাম! 

ভাবনাগুলো আমার মাথায়ও উঁকি দিত অনেকদিন ধরেই! কিন্তু ব্যাপারটা সম্পর্কে জেনে কোন লাভ হয় নি! Hackintosh ইন্সটল করার ঝামেলা...ড্রাইভ হাওয়া হয়ে যাওয়া ...পরিপূর্ণভাবে ইন্সটল হওয়ার পর ম্যাক চলে না ... হাজারও ঝামেলা ... !  কিন্তু হাল ছাড়ার পাত্র আমি না!  শেষ দেখেই ছাড়ব এমন পণ আগেই করেছিলাম!

অবশেষে কয়েকবার বিফল হওয়ার পর আমি সফল হয়েছি। তারপরপরই বিভিন্ন জন ফোন করে, মেইল করে, ফেসবুকে ম্যাসেজ পাঠিয়ে আমাকে বহুত গুতোগুতি করেছে টিউটোরিয়াল লেখার জণ্য। কিন্তু অলসতার জন্য লেখা হয় নি!  (ক্ষমা চাইছি লেট হওয়ার জন্য !)

একবার না পারিলে দেখ শতবার!

হ্যাকিনটোশের ধারণাটা পেয়েছিলাম আগেই ... কিন্তু সাহস হয়ে উঠছিল না ... অবশেষে একবার সিদ্ধান্ত নিয়েই ফেলি এবার ইন্সটল করেই ছাড়ব!

  1. এই লক্ষ্যে সর্বপ্রথম ডাউনলোড করি iAtkos 1.0 ! কিন্তু প্রথমবার ইন্সটল করার পরই বিপাকে পড়তে হয়! iAtkos 1 ইন্সটলের পর Kernel Panic এর জন্য চালু হয় না!
  2. এরপর অনেকদিন চলে যায়! ম্যাকের কথাও ভুলতে থাকি! হঠাৎ তারেক ভাই সফল হল দেখে আবারও ইন্সটল করার সিদ্ধান্ত নি! কিন্তু iAtkos 7.0 ডাউনলোড করার পরও বরাবরের মত বিফল হলে আবার হতাশ!!! 
  3. এবার আমি একজনের ফেসবুক প্রোফাইলে ম্যাকের ছবি দেখে আকৃষ্ট হই! তাকে জিজ্ঞেস করে জানতে চাই তিনি কিভাবে এটি ইন্সটল করেছেন! উনি বললেন যে Kalyway 10.5.2 নামিয়ে ইন্সটল করতেই কাজ হয়ে গেছে! শুনে আমিও Kalyway 10.5.2 ডাউনলোড করি এবং বরাবরের মত বার্ন করে ইন্সটল করে ফেলি! মজার ব্যাপার হল এবার আমি সফল হই! 
  4. এরপরের বার IDB তে দেখলাম Intel PC'র জন্য ইস্পিশাল ম্যাক আসছে! দাম জিজ্ঞেসে বলেছিল ৫০০ টাকা! (সাথে ইন্সটল করার জন্য ভিডিও টিউটোরিয়াল!) আমি অবশ্য ভিডিও টিউটোরিয়ালের ডিভিডি বাদে শুধু অরজিনাল ডিস্কটি মাত্র ১২০ টাকায় কিনে নিয়েছিলাম!  পরে ইন্সটল করেছি কিন্তু এটাতে অনেক বাগ ছিল। তাই ভাল লাগে নি বলে আবার Kalyway 10.5.2 তে ফেরৎ যাই!
  5. এরপরে আমি খুঁজতে থাকি ম্যাক ১০.৬ ইন্সটল কিভাবে করা যায়! এরমাঝে ম্যাক 10.6.6 এসে যাওয়ায় আমি এই ভার্সনের হ্যাকিনটোশের অপেক্ষা করতে থাকি! অবশেষে ম্যাক ১০.৬.৬ এর হ্যাকিনটোশ কিছুদিন আগে রিলিজ হওয়ার পর তা নামিয়ে এখন ধুমছে ম্যাক ১০.৬.৬ স্নো লেপার্ড (World's Most Advanced Operating System  ) চালাচ্ছি!

Mac OS X

ইন্সটলের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র:

১) সবার প্রথমেই আপনার দরকার হবে ১টি হ্যাকিটোশের ISO. নেটে বিভিন্ন গ্রুপের হ্যাককৃত হ্যাকিনটোশ আছে। এরমধ্যে iDeneb, iAtkos, Kalyway, Universal Installer ইত্যাদি বহুত আছে। তবে এগুলোর কোনটাই ১০.৬.৬ নয় ! মানে ম্যাকের সবচেয়ে লেটেস্ট ভার্সন নয়! তাই আপনাদের জন্য আমি সবচেয়ে ভাল মনে করব Mac OS X Snow Leopard 10.6.6 Hazard ISO টি। এটি আপনি ডাউনলোড করতে পারবেন পাইরেট বে এর এই লিংক থেকে। মাত্র ৪.৪৬ জিবি! 

কপি পেস্ট করলাম এখান থেকে।

পুরো পোস্টটি পড়তে পারেন ওখান থেকে

Level New

আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমিও আপনার দলে গত দুবছর ধরে……….. আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই।

সাইফ,
lowest pc configaration টা কি ? dual core & AGP card ছাড়া কি সেটআপ দেয়া যাবে?

আপনাকে ধন্যবাদ। কিন্তু ডাউনলোড করতে পারব না !!! এতো বড় ফাইল গ্রামীনের ইন্টারনেট ব্যবহার করে ডাউনলোড করা শুধু কষ্ট স্বাধ্য নয়, রীতি মত ১০০% অস্বম্ভব । তাই ওই দিকে গেলাম না। তবে বাজারে পাওয়া গেলে জানাবেন। এবং কোন দোকানে…

mac এর সবছেয়ে বড় সুবিদাটা কী একটু কি বলা যাবে। আমি ম্যাক ইউস করতে আগ্রহী

আমি বহুত আগে হ্যাকিন্টোশ ইউজ করছি। কিন্তু একেবারে ফালতু লাগছে। ধুররু একটাও ক্র্যাকড সফটওয়ার পাই না। তাই ৭দিনের মাথায় পার্টিশন ফরমেট মেরে সেই পুরনো জানালায় ফিরে গেছি… 😀

Level 0

ম্যাক ডাউনলোড করবো কন জায়গায়

Level 0

System requirements:
– CPU Intel / AMD with support for SSE2 SSE3
– 512 MB RAM
– 128 MB Graphics Card
– 7-8 GB of free disk space

    CPU Intel / AMD with support for SSE2 SSE3 এটাতো আমি ও জানি , তবে বুঝতে পারছিনা dual core SSE2 SSE3 support করে কিনা ।

আপনার দেয়া লিংকের সাইজ তো দেখি 3.49 গিগা। ৪ গিগাও না। লিংকটা সম্ভবত ভুল হইছে, একটু ঠিক করে দেন।

    এটাই। ৩.৪৯ গিগা। সাইজটা লিখতে ভুলে হয়েছে।

    দেখি ডাউনলোড দিতে হবে। আপাতত আমার সুসে ৩২ বিটের ডিভিডি ডাউনলোড হচ্ছে। তারপর দেখি কি হয়।

ম্যাক এর সুবিধা কি কি? একটু বলাযাবে?

    বধুদের সাথে আলাদা এক্সট্রা ভাব নেয়া যায়।

    সাইফ বস , আমার কাছে Mac OS X 10.5 Leopard আছে। হবে তো ?
    আর ল্যাপটপে ৩ টা অপারেটং সিস্টেম রাখলে সমস্যা নাই তো ? আমার ল্যাপটপ processor = core i3.
    model= HP G42

টরেন্ট ফাইলটাতো ডালো হয় না। No input file specified. দেখায়।

    Level 0

    Download This Torrent এর পাশে লেখা Magnet Link এ ক্লিক করেন।

Level 0

আমার ২মাস লেগেছিল আমার তোসিবা ল্যাপটপ এ ম্যাক ৫ সেটাপ দিতে। যারা টরেন্ট ব্যাবহার করতে চান না তাদের জন্য লিঙ্ক
FILESONIC:

http://www.filesonic.com/file/374251434/SL_10.6.6i_by_Hazard.part01.rar
http://www.filesonic.com/file/374257344/SL_10.6.6i_by_Hazard.part02.rar
http://www.filesonic.com/file/374260154/SL_10.6.6i_by_Hazard.part03.rar
http://www.filesonic.com/file/374252054/SL_10.6.6i_by_Hazard.part04.rar
http://www.filesonic.com/file/374269231/SL_10.6.6i_by_Hazard.part05.rar
http://www.filesonic.com/file/374276271/SL_10.6.6i_by_Hazard.part06.rar
http://www.filesonic.com/file/374273481/SL_10.6.6i_by_Hazard.part07.rar
http://www.filesonic.com/file/374884531/SL_10.6.6i_by_Hazard.part08.rar
http://www.filesonic.com/file/374269851/SL_10.6.6i_by_Hazard.part09.rar
http://www.filesonic.com/file/374271351/SL_10.6.6i_by_Hazard.part10.rar
http://www.filesonic.com/file/374884701/SL_10.6.6i_by_Hazard.part11.rar
http://www.filesonic.com/file/374886941/SL_10.6.6i_by_Hazard.part12.rar
http://www.filesonic.com/file/374887181/SL_10.6.6i_by_Hazard.part13.rar
http://www.filesonic.com/file/374271471/SL_10.6.6i_by_Hazard.part14.rar
http://www.filesonic.com/file/374270554/SL_10.6.6i_by_Hazard.part15.rar
http://www.filesonic.com/file/374270624/SL_10.6.6i_by_Hazard.part16.rar
http://www.filesonic.com/file/374276351/SL_10.6.6i_by_Hazard.part17.rar
http://www.filesonic.com/file/374276251/SL_10.6.6i_by_Hazard.part18.rar
http://www.filesonic.com/file/374127241/SL_10.6.6i_by_Hazard.part19.rar

    ভাই রাহেদ যদি কিছু মনে না করেন তো আপনার মোবাইল নাম্বার টা আমাকে mail করবেন please ([email protected]) Mac Installation নিয়ে একটু কথা বলা দরকার

ভাই েয পাইেরট িলঙ্ক িদেয়েছন তােত েকান টেরেন্ট নাই। সবাই ঐ খােন িলঙ্ক িলঙ্ক কের হাউ-মাউ করতােছ 🙂

আিম পাইেরট েব েত চাচর্ মারিছ। িকন্তু িসিডঙ এত কম েয ডউনেলাড িদবার সাহস হয় নাই। অন্য েকাথায় পাই একটু বলেবন িক?

Level 0

sopnotory স্বপ্নতরী ভাই, উপরে filesonic এর কিছু লিঙ্ক দেয়া আছে। কাজ না হলে Mac OS X Snow Leopard 10.6.6 Hazard ISO গুগল সারচ করেন, পেয়ে যাবেন।

Level New

now i am alrady useing mac, but there is no axtra facility.
thank you for tune .

Level 0

সাইফ ভাই…আমি আমার ম্যাক সেটাপ হওয়ার পর ও.এস এ ঢুকে না…বিস্তারিত এখানে লিখেছি…
https://www.techtunes.io/help-ask/tune-id/78791/

দয়া করে আপনার ফোন নম্বর আমাকে। মেইল করুন([email protected]) আপনার মেইল এর অপেক্ষায় রইলাম… 🙁

সাইফ দি বস ৭ : ভাই আপনার মোবাইল নাম্বর দেওয়া যাবে ? আমার Email Address : [email protected]

Mac এর অনেক কষ্ট করসি পারিনাই 🙁