আসসালামু আলাইকুম…
আশা করি সবাই ভাল আছেন। আজকে যে টিউন নিয়ে আলোচনা করব,তা আপনারা এর মদ্দে বুঝে গিয়েছেন।
প্রথমে আপনারা Microsoft office 2007 সেটআপ দিন।এর পর Microsoft office word 2007 ওপেন করুন।
দ্বিতীয় পর্বে insert এর কাজ দেখাব-
পয়েন্ট ১ –cover page,blank page,page break দ্বারা বই এর কবার পেইজ,খালি পেইজ,নতুন পেইজ নিতে পারবেন।
পয়েন্ট ২ –table দ্বারা আপনি আপনার প্রয়োজন মত ঘর নিতে পারবেন।
পয়েন্ট ৩ –picture দ্বারা আপনি আপনার লেখার মাঝে ছবি সেট করতে,clip art দ্বারা আপনি কিছু animated ছবি সেট করতে ,shapes দ্বারা ছবি সেট করতে ,smart art-chart দ্বারা আপনি আপনার লেখার ইঙ্গিত করতে পারবেন।
পয়েন্ট ৪ –আপনি এর দ্বারা পেইজ এর উপর ও নিচে লেখতে পারবেন ও পেইজ এর নাম্বার লেখতে পারবেন।
পয়েন্ট ৫ –আকানে text box/word art/drop cap এর দ্বারা কোন জাগাই বক্স করে লেখা-আর দ্বারা আপনি লেখা কে অনেক অনেক সুন্দর formet দ্বারা সাজাতে পারবেন-আর দ্বারা কোন পেইজ এর প্রথম বর্ণ বড় করে লেখা যাবে।
পয়েন্ট ৬ –আপনি এখানে signature line,date and time,object এর কাজ করতে পারবেন।
পয়েন্ট ৭ –আপনি এখানে equqtion,symbol এর কাজ মানে-কিছু অঙ্কের সুত্র,সেম্বল পাবেন।
আমি এখানে মুল পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি।এবং সহজ ভাবে লেখার চেষ্টা করেচি,জাতে আপনাদের বুজতে সুবিদা হয়। আশা করে আপনাদের ভাল লাগবে।
ভাল হলে, comments করে জানাতে ভুলবেন না।আপনাদের comments এর উপর নির্ভর করে- পরের টিউন করা হবে…
ইনশাআল্লাহ…
বিঃ দ্রঃ –লেখা গুলো লেখা হয়েছে অভ্র দিএ,ভুল হউয়া সাবাবিক।আমি চেষ্টা করেচি,ভাল লেখার।সবাইকে salam দিয়ে আজকের মত এখানে বিদাই নিচ্চি…
এই মানের আরও লেখা পড়তে আমার সাইটে যেতে পারেন,লেখাটি আগে আমার সাইট এ প্রকাশিত হয়েছিল http://www.borhan-info.co.cc
[email protected]
আমি ব্লগার খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i m good,so not bad
চালিয়ে যান ভাই… 🙂