কিভাবে ওয়েবমেইল তৈরি করবেন?

সিপ্যানেলের ইমেইল সুবিধাকে ওয়েবমেইল বলা হয়। সিপ্যানেলের অন্যতম ফিচার হল ওয়েব মেইল। এর মাধ্যমে আপনি আপনার সাইট থেকেও ইয়াহু বা জিমেইলের মত ইমেইল একাউন্ট তৈরী করতে পারবেন এবং ইমেইল সুবিধা উপভোগ করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে একটি ওয়েবমেইল একাউন্ট তৈরী করতে হবে। নতুন ইমেইল একাউন্ট তৈরী করার জন্য প্রথমে আপনার সাইটের সিপ্যানেলে লগইন করুন।

Step 1: প্রথমে আপনার ওয়েবসাইট এর সিপেনেলে লগইন করুন এভাবে http:your-domain.com/cpanel

Step 2: তারপর নিচের ছবির মত Mail সেকশন থেকে Email Accounts এ ক্লিক করুন।

create email1

Step 3: এখন Email বক্সে আপনার ইমেইল নাম দিন।

create email

Step 4: তারপর Password এর ঘরে ২ বার পাসওয়ার্ড দিন।

Step 5: তারপর Mailbox Quota বক্সে মেগাবাইট দিন অথবা আনলিমিটেড দিন।

Step 6: বেস, আপনার কাজ শেষ, এবার Create Account এ ক্লিক করলেই আপনার ইমেইল আকাউন্ট তৈরি হয়ে যাবে।

Level 0

আমি মাহমুদ সাবুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

techtunes.io এর একজন সদস্য হতে পেরে আমি গর্ভিত । আমাদের সকল টিউটোরিয়াল দেখতে আমাদের ওয়েবসাইট https://mucahost.com/knowledgebase.php ভিসিট করে দেখতে পারেন । আবার সবাইকে ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস